ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian politics important questions and answers
ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
বাংলা জিকে ডায়েরি 📘
প্রিয় পাঠকেরা,
ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এর এই পোস্টে ভারতের রাষ্ট্রনীতি ইতিহাস থেকে সেরা 51টি প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। সবাইকে অনুরোধ ভারতের ভারতের রাষ্ট্রনীতির উপর সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি একবার পড়ুন। আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে এগুলি সাহায্য করবে।
ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1. জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হওয়ার পর কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়?
➠ ১ মাসের মধ্যে।
2. ভারতের গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনার দাবি প্রথম কোন সভায় উত্থাপিত হয়?
➠ ১৯৩৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে।
3. ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়?
➠ ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে।
4. কোন মামলার রায়ে, সুপ্রিম কোর্ট নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়ার আইনকে নাকচ করে দেয়?
➠ মিনার্ভা মিলস মামলায় (১৯৮০)।
5. ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীকে কাদের মাধ্যমে প্রস্তাবিত হতে হয়?
➠ নির্বাচক মণ্ডলীর যেকোনো ৫০ জন সদস্যের মাধ্যমে।
6. ভারতের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো বিবাদের মীমাংসা কে করতে পারে?
➠ সুপ্রিম কোর্ট।
7. ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার আগে প্রথম কে 'ভারতরত্ন' পান?
➠ ড. জাকির হুসেন।
8. ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কবে সংবিধানে যুক্ত হয়?
➠ ১৯৭৬ সালে (৪২তম সংশোধনী আইনে)।
9. রাষ্ট্রের নির্দেশমূলক নীতির রূপায়ণ কিসের উপর নির্ভর করে?
➠ সরকারের বা, রাষ্ট্রের অধিকত মূল সম্পদের ওপর।
10. পার্লামেন্ট সচিবালয় কবে আবার নতুন কিছু শব্দ বা, অভিব্যক্তি অসংসদীয় উল্লেখ করে তালিকা বের করে?
➠ ১৯৯২ সালে।
11. লোকসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব ও 'টেবল অফিস'এর দায়িত্ব এখন কার হাতে?
➠ বিনোদকুমার শর্মা।
12. 'নির্বাচনী আচরণ বিধি' কাদের ওপর একমাত্র প্রয়োগ হয়?
➠ সব রাজনৈতিক দল, কেন্দ্রীয় ও রাজ্য সরকার আর কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের ওপর।
13. নতুন কোন রাজনৈতিক দল তৈরি হলে তার স্বীকৃতি (Registration) কার কাছ থেকে নিতে হয়?
➠ নির্বাচন কমিশন।
14. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আন্তঃরাজ্য ব্যবসা-বাণিজ্যের মুক্ত নিয়মকানুনের নির্দেশ ও নীতি আছে?
➠ ৩০১ নং থেকে ৩০৭ নং ধারায়।
15. ভারতের কোন অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে নিষেধাজ্ঞা কে জারি করতে পারে?
➠ একমাত্র পার্লামেন্ট (৩০২ নং ধারা অনুযায়ী।
16. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী কোন রাজ্য বিধানসভা বিশেষ কোনো সামগ্রী অন্য বিশেষ রাজ্য থেকে আমদানি করলে 'কর' চাপাতে পারে?
➠ ৩০৪ নং ধারা অনুযায়ী (একমাত্র যদি ওই রাজ্যে একই কাজ হয়ে থাকে)।
17. আন্তঃরাজ্য ব্যবসা-বাণিজ্যের 'কর' সংক্রান্ত আইনকানুন প্রয়োগের ক্ষেত্রে তার ন্যায্যতা নিয়ে কে চূড়ান্ত রায় দেওয়ার অধিকারী?
➠ সুপ্রিম কোর্ট (১৯৫৫ সালে ৩০৫ নং ধারা সংশোধনী হওয়ার পর)।
18. ভারতীয় সংবিধানের ২৮৬(১) নং ধারা অনুযায়ী কোনো রাজ্য সরকার কোন ধরনের সামগ্রী ক্রয় বা, বিক্রয়ের ওপর 'কর' নিতে পারেনা?
➠ অন্য কোনো রাজ্যে কিংবা ভারতের এলাকার বাইরে ক্রয় বা, বিক্রয় হলে।
19. ভারতের পার্লামেন্টে কবে 'কেন্দ্রীয় বিক্রয় কর বিধেয়ক' গৃহীত হয়?
➠ ১৯৫৬ সালে।
20. সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নিতে বাধ্য?
➠ ৬৫ বছর।
(ads1)
21. সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে সরাতে পারেন?
➠ পার্লামেন্টের উভয় কক্ষের সর্বাধিক সংখ্যক সদস্য অধিবেশনে সিদ্ধান্ত নেওয়ার পর তা দেখে বিচার বিবেচনা করে একমাত্র রাষ্ট্রপতি সরাতে পারেন।
22. কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো এক বা, একাধিক রাজ্য সরকারের মধ্যে মামলা হলে তা সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থায় কোন ক্ষেত্রের মধ্যে পড়ে?
➠ 'ওরিজিনাল সাইড'।
23. ভারতের সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থায় ক'টি বিভাগ আছে?
➠ ৩টি : অরিজনাল, অ্যাপলেট ও অ্যাডভাইজরি।
24. সুপ্রিম কোর্টে অ্যাপলেট (বিচার পরবর্তী) ক্ষেত্রে আবার ক'টি বিভাগ আছে?
➠ ৪টি : দেওয়ানী, ফৌজদারি, সংবিধান সংক্রান্ত ও বিশেষ ক্ষেত্র।
25. ভারতের সাংবিধানিক সংস্কার নিয়ে ব্রিটিশ সরকার কবে প্রথম উদ্যোগ নেয়?
➠ ১৯১৭ সালে।
26. ভারতের ব্রিটিশ সরকারের শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের ১৯৪২ সাল থেকে সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?
➠ ভি.পি. মেনন।
27. ভারতের পররাষ্ট্র বিষয়, প্রতিরক্ষা ও যোগাযোগ দপ্তর কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারে রাখার প্রস্তাব প্রথম কে দেয়?
➠ ব্রিটিশ সরকারের কেবিনেট মিশন (১৯৪৬ সালের ১২ মে'র পরিকল্পনায়)।
28. ভারতীয় গণ পরিষদে সাংবিধানিক বিষয়ের উপদেষ্টা কে ছিলেন?
➠ বি.এন.রাও।
29. ভারতীয় স্বাধীনতা বিধেয়কে দেশীয় রাজা/নবাব শাসিত রাজ্যগুলি কি শর্তে 'ডোমিনিয়ন অফ ইন্ডিয়া'র অন্তর্ভুক্ত হতে প্রথমে রাজি হয়?
➠ প্রতিরক্ষা, পররাষ্ট্র বিষয় ও যোগাযোগ দপ্তর কেন্দ্রীয় ভারত সরকারের হাতে থাকবে।
30. ভারতীয় সংবিধানের খসড়া প্রথম কবে উপস্থাপন করা হয়?
➠ ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে।
31. গণ পরিষদের সভাপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধানে প্রথম কবে স্বাক্ষর করেন?
➠ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।
32. ১৯৮৭ সালে ভারতের মোট কটি রাজ্য ছিল?
➠ ২৫টি।
33. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংশোধন করার অধিকার একমাত্র কার আছে?
➠ ভারতীয় সংসদের।
34. গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনার দাবি প্রথম কোন সভায় উত্থাপিত হয়?
➠ ১৯৩৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ফৈজপুর অধিবেশনে।
35. ভারতে ক্ষমতা হস্তান্তরের দিন প্রথমে কবে ঠিক করা হয়?
➠ ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি কর্তৃক ক্ষমতা হস্তান্তরের দিন প্রথম নির্ধারিত হয় ১৯৪৮ সালের জুনে।
36. সুপ্রিম কোর্ট কোন মামলার রায় দিতে গিয়ে বলেছিল 'প্রস্তাবনা ভারতীয় সংবিধানের অংশ'?
➠ কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাষ্ট্র মামলায়।
37. কানাডার সংবিধান থেকে ভারতের সংবিধানে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে?
➠ 'যুক্তরাষ্ট্রীয়' ব্যবস্থা।
38. আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভারতের সংবিধানে কোন বিষয় নেওয়া হয়েছে?
➠ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বিষয়।
39. ভারতের সংবিধানে 'মৌলিক অধিকার'এর ধারণা কোন সংবিধান থেকে নেওয়া?
➠ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
40. সম্পত্তির অধিকার সংবিধানের কোন ধারায় সাধারণ অধিকার হিসেবে স্বীকৃত?
➠ ৩০০(ক) নং ধারায়।
(ads2)
41. সংসদের কোনো কক্ষে 'কোরামের' জন্য কত শতাংশ সদস্যের উপস্থিতি আবশ্যিক?
➠ সংশ্লিষ্ট কক্ষের মোট সদস্য সংখ্যার এক দশমাংশ।
42. ভারতীয় গণপরিষদ গঠিত হয় কার পরিকল্পনায়?
➠ ক্যাবিনেট মিশনের (লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড স্ক্রিপস ও এ.ভি. আলেকজান্ডার ভিলেন এই মিশনের সদস্য)।
43. গণপরিষদের সদস্যরা কাদের মাধ্যমে নির্বাচিত হতেন?
➠ প্রাদেশিক ব্যবস্থাপক সভা।
44. ভারতীয় সংবিধানের কাঠামো তৈরি থেকে তা গ্রহণ করা পর্যন্ত গণ পরিষদ কত সময় নেয়?
➠ ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর থেকে প্রায় ৩ বছর।
45. ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়?
➠ ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর (নয়া দিল্লিতে)।
46. ভারতীয় গণপরিষদের উদ্বোধনী অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
➠ সচ্চিদানন্দন সিংহ (গণ পরিষদের সবচেয়ে প্রবীণ সদস্য হিসাবে)।
47. ভারতীয় সংবিধান বিধিবদ্ধকরণের সময় গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন?
➠ ডঃ রাজেন্দ্র প্রসাদ (১৯৪৬ সালের ১১ ডিসেম্বর স্থায়ী চেয়ারম্যান হিসাবে)।
48. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
➠ ড. ভীমরাও রামজি আম্বেদকর (১৯৪৬-৫১ সাল পর্যন্ত কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন)।
49. গণপরিষদের মাধ্যমে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়?
➠ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।
50. ভারতের স্বাধীনতা প্রাপ্তি হয় কোন আইন বলে?
➠ ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী।
51. গণপরিষদের নির্বাচন কবে হয়?
➠ ১৯৪৬ সালের জুলাইয়ে।
Read More...
🟥 ভারতের রাষ্ট্রনীতি - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 1
🟦 ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 2
🟩 ভারতের স্বাধীনতা সংগ্রাম - গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Part 1
Please do not enter any spam link in the comment box.