GK Questions and Answers in Bengali Part 24 - সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022
![]() |
GK Questions and Answers in Bengali Part 24 |
নমস্কার বন্ধুরা,
এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি GK Questions and Answers in Bengali Part 24 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকছে।
GK Questions and Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022 - Part 24 তে থাকছে 30টি GK Questions in Bengali.
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions with Answers in Bengali 2022 যেখানে আমরা বিভিন্ন GK Questions in Bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General Knowledge Questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla Question Answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
GK Questions in Bengali - Part 24
১। বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়?
➥ হাইড্রোজেন সালফাইড।
২। কোন অধাতু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে?
➥ ব্রোমিন।
৩। বিজ্ঞানী দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিফ কোন মৌলকে 'দুষ্ট মৌল'এর আখ্যা দেন?
➥ হাইড্রোজেন।
৪। জীবনকোশে কোন যৌগের মধ্যে শক্তি জমা থাকে?
➥ অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।
৫। কোন যন্ত্রের সাহায্যে কোনো পাত্রে আবদ্ধ বায়ুর চাপ মাপা হয়?
➥ ম্যানোমিটার।
৬। মোলার আয়তনের মান কিসের উপর নির্ভরশীল?
➥ গ্যাসের চাপ ও উষ্ণতার ওপর।
৭। বায়োগ্যাসের মূল উপাদান কি?
➥ মিথেন।
৮। দৈনিক ২,৫০০ মিলিলিটারের বেশি মুত্রের পরিমাণকে কি বলে?
➥ পলিইউরিয়া।
৯। তেল, ট্যানিন, ধাতব কেলাস ইত্যাদি কোন কোশ সঞ্চয় করে?
➥ ইডিওব্লাস্ট।
১০। ক্যাপসিড আবরণের সব একককে কি বলে?
➥ ক্যাপসোমিয়ার।
১১। 'সমৃদ্ধ ব্রিটিশ ভারত' বইটির লেখক কে?
➥ উইলিয়াম ডিগবি।
১২। 'পাঞ্জাব কেশরী' কাকে বলা হত?
➥ লালা লাজপত রায়।
১৩। বিপিনবিহারী গাঙ্গুলী কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন?
➥ আত্মোন্নতি সমিতি।
১৪। 'পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দফতর' কার আমলে স্থাপিত হয়?
➥ লর্ড ডালহৌসি।
১৫। 'বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়'এর প্রতিষ্ঠাতা কে?
➥ মদনমোহন মালব্য।
১৬। 'সাইমন কমিশন'এর সদস্য সংখ্যা কত ছিল?
➥ ৭ জন।
১৭। কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে?
➥ সিপাহী বিদ্রোহ।
১৮। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দেমাতরম' গাওয়া হয়?
➥ কলকাতা অধিবেশন।
১৯। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন পত্রিকায়?
➥ সঞ্জীবনী।
২০। মোগল আমলে অথর্ববেদের অনুবাদ করেন কে?
➥ হাজি ইব্রাহিম।
২১। পৃথিবীর কক্ষপথের পরিধি কত?
➥ প্রায় ৯৬ কোটি কিলোমিটার।
২২। কোন দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়?
➥ ৪ জুলাই।
২৩। মেরুপ্রদেশের কাছাকাছি স্থানসমূহের অক্ষাংশকে কি বলে?
➥ উচ্চ অক্ষাংশ।
২৪। কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে?
➥ বেরিং।
২৫। কোন শিলায় কয়লা, খনিজ তেল সঞ্চিত থাকে?
➥ পাললিক শিলা।
২৬। 'হর্নরেন্ড' কোন জাতীয় শিলা?
➥ রূপান্তরিত।
২৭। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
➥ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
২৮। 'কুলা', 'কুফরী' ও 'ডালহৌসি' ভারতের কোন রাজ্যের বিখ্যাত পর্যটন স্থল?
➥ হিমাচল প্রদেশ।
২৯। ভারতের প্রধানত পাট উৎপন্ন হয় কোন রাজ্যে?
➥ পশ্চিমবঙ্গ।
৩০। ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি?
➥ অপ্সরা।
আরো পড়ুন...
➜ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)
Please do not enter any spam link in the comment box.