Ads Area

ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর || Forests in India

ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর || Forests in India

ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর || Forests in India
ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর || Forests in India

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আপনাদের সাথে শেয়ার করলাম ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর || Forests in India.

ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর || Forests in India এই পেজে আপনাদের জন্য থাকছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ, অবস্থান, জলবায়ু ও প্রধান উদ্ভিদ এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর




ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ :


১) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ অরণ্য

২) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ

i) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ

ii) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ

৩) ক্রান্তীয় কাঁটা ঝোপের অরণ্য

৪) পার্বত্য অঞ্চলের অরণ্য

৫) উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য




১) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ অরণ্য :


অবস্থান :

পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঊর্ধ্ব আসাম, পূর্ব হিমালয়ের নিম্নাংশে ও হিমালয়ের পাদদেশ অঞ্চল।


জলবায়ু :

অধিক বৃষ্টিপাত (২০০-৩০০ সেমির বেশি), অধিক উষ্ণতা (২৫-২৭ ডিগ্রী সেলসিয়াস) ও অধিক আর্দ্রতা যুক্ত জলবায়ু অঞ্চলে চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়।


প্রধান উদ্ভিদ :

শিশু, গর্জন, রোডউড, মেহগনি, রাবার, আবলুস, বাঁস, আয়রন উড, বেত প্রভৃতি এই অরণ্যের প্রধান উদ্ভিদ গোষ্ঠী।




২) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ :


◾ বার্ষিক গড় বৃষ্টিপাত যেখানে ৫০-২০০ সেমি এবং গ্রীষ্মের আগে বসন্তে অধিকাংশ গাছের পাতা ঝরে যায় তাদেরকে পর্ণমোচী উদ্ভিদ বলে।

◾ পর্ণমোচী বৃক্ষ দুই প্রকার শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ এবং আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ।



i) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য :


অবস্থান :

পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি, আরাবল্লী পর্বতের পূর্বাংশ, উচ্চগঙ্গা ও শতদ্রু সমভূমি অঞ্চলে বিচ্ছিন্নভাবে এই বনভূমি দেখা যায়।


জলবায়ু :

এই অঞ্চলে স্বল্প বৃষ্টিপাত (৫০-১০০ সেমি), অধিক উষ্ণতা (২৮-৩০ ডিগ্রী সেলসিয়াস) ও স্বল্প আর্দ্রতা (৪০-৫০%) জলবায়ু দেখা যায়।


প্রধান উদ্ভিদ :

এই বনভূমি অঞ্চলে সবাই ঘাস, কুল, শিরীষ, জাম প্রভৃতি গাছের উপস্থিতি দেখা যায়। মূলত এই অঞ্চলকে শাভানা তৃণভূমি অঞ্চল বলা হয়।



ii) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য :


অবস্থান :

হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স অঞ্চল, ছোটনাগপুর মালভূমি অঞ্চল, অসম সমভূমি, মধ্য ও নিম্নগঙ্গা সমভূমি, ওড়িশা মালভূমি ও উপকূল অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমির বিভিন্ন অংশে।


জলবায়ু :

মাঝারি বৃষ্টিপাত (১০০-১৫০ সেমি), অধিক উষ্ণতা (২৬-২৭ ডিগ্রী সেলসিয়াস) ও মাঝারি আর্দ্রতার জন্য শীতকালে গাছের পাতাগুলি ঝরে পড়ে। এই জন্য এই বনভূমিকে পর্ণমোচী মৌসুমী বনভূমি বলা হয়।


প্রধান উদ্ভিদ :

শাল, সেগুন, শিরীষ, পলাশ, মহুয়া, চন্দন, অর্জুন, তুঁত, শিমুল প্রভৃতি এই বনভূমির প্রধান বৃক্ষ।


◾ ভারতের ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি প্রায় ৩৭%




৩) ক্রান্তীয় কাঁটা ঝোপের অরণ্য :


অবস্থান :

রাজস্থান, কচ্ছ ও কাথিয়াবাড় উপদ্বীপে, দাক্ষিণাত্য মালভূমির বৃষ্টিচ্ছায় অঞ্চলে।


জলবায়ু :

এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ৫০ সেমির কম, অধিক উষ্ণতা (৩৫-৪৫ ডিগ্রী সেলসিয়াস) ও অতি স্বল্প আর্দ্রতার জন্য উদ্ভিদের কান্ড ও কাঁটা মোমযুক্ত পদার্থ দ্বারা আবৃত থাকে।


প্রধান উদ্ভিদ :

বাবলা, খেজুর, ফনিমনসা, তাল, বেরি প্রভৃতি কাঁটাযুক্ত বৃক্ষ, গুল্ম ও ঘাস এই অঞ্চলের প্রধান বৃক্ষ। মরু ও মরুপ্রায় অঞ্চলে এরূপ উদ্ভিদকে জেরোফাইট বলে। এই অরণ্য ভারতের প্রায় ২.৬% অঞ্চল জুড়ে অবস্থান করছে।




৪) পার্বত্য অঞ্চলের অরণ্য :


পার্বত্য অঞ্চলের বনভূমি প্রধানত উচ্চতা ও বৃষ্টিপাতের তারতম্যে গড়ে ওঠে -

◾ পাদদেশ থেকে ১০০০ মিটার পর্যন্ত উচ্চতায় পূর্ব হিমালয়ে শাল, সেগুন, গর্জন, বাঁশ প্রভৃতি পর্ণমোচী ও চিরহরিৎ বৃক্ষের মিশ্র অরণ্য এবং পশ্চিম হিমালয়ে ঘাস ও পর্ণমোচী বৃক্ষের গুল্ম ও শুষ্ক অরণ্য দেখা যায়।

◾ পূর্ব হিমালয়ের ১০০০ থেকে ৩০০০ মিটার উচ্চতায় ওক, চেস্টনাট, অ্যাশ, বীচ প্রভৃতি চিরহরিৎ বনভূমি এবং পশ্চিম হিমালয়ের ১০০০ থেকে ২০০০ মিটার উচ্চতায় চির ও পাইন এর পর্ণমোচী বনভূমি দেখা যায়।

◾ পূর্ব হিমালয়ের ৩০০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ২০০০ থেকে ৩০০০ মিটার উচ্চতায় স্প্রূস ফার, সিডার, পাইন প্রভৃতি বৃক্ষের বনভূমি দেখা যায়।

◾ পূর্ব হিমালয়ের ৪০০০ থেকে ৫০০০ মিটার উচ্চতায় এবং পশ্চিম হিমালয়ের ৩০০০ থেকে ৫০০০ মিটার উচ্চতায় বার্চ, পাইন, রডোডেনড্রন প্রভৃতি আল্পীয় বনভূমি জন্মায়।




৫) উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য :


অবস্থান :

গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল ভাগে জোয়ার ভাটা অধ্যুষিত লবণাক্ত মাটিতে।


জলবায়ু :

অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের প্রভাবে এই বনভূমির বিকাশ ঘটে।


প্রধান উদ্ভিদ :

সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা, আগর, হোগলা প্রভৃতি এই বনভূমির প্রধান উদ্ভিদ। সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলে জোয়ারের জলের ওঠা নামা এবং কর্দমাক্ত লবণাক্ত মাটিতে উদ্ভিদ গুলি টিকে থাকার জন্য অনেক উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। ভারতের প্রায় ০.৬% বনভূমি এই প্রকৃতির।




জেনে রাখুন...


আল্পীয় বনভূমি :


◾ হিমালয়ের ৪০০০ মিটার বেশি উচ্চতায় যে বনভূমি দেখা যায় তাকে আল্পীয় বনভূমি বলা হয়।

◾ রাডোডেনড্রন একটি আল্পীয় বৃক্ষের উদাহরণ।



হ্যালোফাইট :


◾ ম্যানগ্রোভ উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মায় বলে লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট বলে।



জরায়ুজ অঙ্কুরোদগম :


◾ লবণাম্বু উদ্ভিদের ফল গাছে থাকা অবস্থায়, ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদগমের প্রক্রিয়াকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে।



অধিমূল :


◾ লবণাম্বু গাছের কান্ডের নিচের দিকে চারদিক থেকে তক্তার মতো চ্যাপ্টা অংশ বের হয় এবং মাটিতে ঢুকে যায় একে বলা হয় অধিমূল।




গুরুত্বপূর্ণ তথ্য :


◾ আন্দামান ও নিকোবরে চিরহরিৎ বনভূমি সৃষ্টি হয়েছে।

◾ উপকূলের লবণাক্ত মাটিতে লবণাম্বু উদ্ভিদ ম্যানগ্রোভ সৃষ্টি হয়েছে।

◾ হিমালয়ের পাদদেশে অধিক বৃষ্টির কারণে চিরহরিৎ বনভূমি সৃষ্টি হয়েছে।

◾ মরু অঞ্চলে অধিক উষ্ণ ও শুষ্ক পরিবেশে জেরোফাইট সৃষ্টি হয়েছে।

◾ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে আর্দ্র পর্ণমোচী অরণ্যের বনভূমি দেখা যায়।

◾ ভারতে মিশ্র বনভূমি দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে।

◾ অরণ্যকে প্রাকৃতিক স্পঞ্জ বলে অবশ্য এটি একটি প্রাকৃতিক সম্পদ একে সবুজ সোনা ও বলা হয়।

◾ ভারতের স্থলভাগের ২৪.৫৬% বনভূমি আবৃত।

◾ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বনভূমির পরিমাণ সর্বাধিক।

◾ কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বনভূমি পরিমাণ সর্বাধিক। লাক্ষাদ্বীপে সবচেয়ে কম।

◾ ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত।

◾ শিশু একটি চিরহরিৎ বৃক্ষ। ২০০-৩০০ সেমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে চিরহরিৎ বৃক্ষ জন্মায়।

◾ উপকূলের লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়।

◾ পৃথিবী বা ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল পশ্চিমবঙ্গের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য।

◾ ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য উড়িষ্যার ভিতরকণিকা।

◾ একটি আল্পীয় বৃক্ষের উদাহরণ হল রডোডেনড্রন।

◾ 1980 সালে বন সংরক্ষণ আইন প্রবর্তন হয়।

◾ সমাজের মানুষ ও সরকার যৌথভাবে অরণ্য সংরক্ষণ ও বৃক্ষরোপণকে যৌথ বন ব্যবস্থাপনা বলে।

◾ পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবারিতে যৌথ বনব্যবস্থাপনা দেখা যায়।

◾ পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়।

◾ মরু অঞ্চলের উদ্ভিদকে জাগন উদ্ভিদ বা জেরোফাইট বলে।

◾ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ ই জুন।

◾ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় ২১ শে মার্চ।

◾ অরণ্য সপ্তাহ পালিত হয় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে।

◾ গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়। কাজিরাঙ্গা অভয়ারণ্য এক সিং গন্ডারের জন্য বিখ্যাত।

◾ প্রাকৃতিক পরিবেশকে বাঁচানোর আন্দোলনকে পরিবেশ আন্দোলন বলে।

◾ গাছ জড়িয়ে ধরে আন্দোলনকে চিপকো আন্দোলন বলে।

◾ একটি পরিবেশ আন্দোলনের উদাহরণ হল চিপকো আন্দোলন অথবা নর্মদা বাঁচাও আন্দোলন।

◾ চিপকো আন্দোলন দেখা গিয়েছিল উত্তরাখণ্ড রাজ্যে।

◾ সুন্দরলাল বহুগুনা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত।




বিশ্বের গুরুত্বপূর্ণ তৃণভূমি


তৃণভূমি অবস্থান
স্টেপ ইউরোপ এবং উত্তর এশিয়া
পুস্তাজ হাঙ্গেরি
প্রেইরি আমেরিকা
পম্পাস আর্জেন্টিনা
ভেন্ড দক্ষিণ আফ্রিকা
ডাউনস অস্ট্রেলিয়া
ক্যান্টারবেরি নিউজিল্যান্ড
সাভানা আফ্রিকা ও অস্ট্রেলিয়া
তৈগা ইউরোপ এবং এশিয়া




ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর


১) ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?


A) নাগপুরে

B) দেরাদুনে

C) পরেশনাথে

D) জয়সলমীরে


উত্তরঃ B) দেরাদুনে



২) ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?


A) সুন্দরবন

B) পিছাভরম

C) ভিতরকণিকা

D) সিমলা


উত্তরঃ C) ভিতরকণিকা



৩) চিরহরিৎ অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ-


A) 100-200 সেমি

B) 150-200 সেমি

C) 200 সেমির বেশী

D) 300 সেমি


উত্তরঃ C) 200 সেমির বেশী



৪) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ-


A) 50-100 সেমি

B) 100-150 সেমি

C) 100-200 সেমি

D) 200-250 সেমি


উত্তরঃ C) 100-200 সেমি



৫) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ-


A) 25-50 সেমি

B) 50-100 সেমি

C) 100-150 সেমি

D) 150-200 সেমি


উত্তরঃ B) 50-100 সেমি



৬) ঠেসমূল দেখা যায় কোন অরণ্যের-


A) আর্দ্র পর্ণমোচী

B) ম্যানগ্রোভ

C) চিরহরিৎ

D) মরু


উত্তরঃ B) ম্যানগ্রোভ



৭) ভারতের কোন রাজ্যে বনভূমির মোট পরিমান সবচেয়ে বেশি?


A) অন্ধ্রপ্রদেশ

B) হিমাচল প্রদেশ

C) মধ্যপ্রদেশ

D) উত্তর প্রদেশ


উত্তরঃ C) মধ্যপ্রদেশ



৮) শতকরা হিসেবে বনভূমির পরিমাণ কোথায় সর্বাধিক?


A) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

B) মিজোরাম

C) মেঘালয়

D) সুন্দরবন


উত্তরঃ B) মিজোরাম



৯) এলিফ্যান্ট গ্র্যাস দেখা যায়-


A) আর্দ্র পর্ণমোচী অরণ্যে

B) সরলবর্গীয় অরণ্যে

C) নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে

D) শুষ্ক পর্ণমোচী অরণ্যে


উত্তরঃ D) শুষ্ক পর্ণমোচী অরণ্যে



১০) আল্পীয় অরণ্যের একটি উদ্ভিদ হল-


A) স্প্রুস

B) জুনিপার

C) ওক

D) পাইন


উত্তরঃ B) জুনিপার



১১) ভারতীয় সাভানা বলা হয়-


A) চিরহরিৎ উদ্ভিদকে

B) পার্বত্য সরলবর্গীয় উদ্ভিদকে

C) আর্দ্র পর্ণমোচী উদ্ভিদকে

D) শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে


উত্তরঃ D) শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে



১২) একটি সরলবর্গীয় উদ্ভিদ হল-


A) দেবদারু

B) মহুয়া

C) সেগুন

D) গরান


উত্তরঃ A) দেবদারু



১৩) ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়?


A) মরু অঞ্চলে

B) পার্বত্য অঞ্চলে

C) উপকূল অঞ্চলে

D) মালভূমি অঞ্চলে


উত্তরঃ C) উপকূল অঞ্চলে



১৪) ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম-


A) পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল

B) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল

C) কেরালার মালাবার সমভূমির খাঁড়ি অঞ্চল

D) অসমের ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল


উত্তরঃ B) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল



১৫) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য দেখা যায়?


A) ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য

B) ক্রান্তীয় চিরসবুজ অরণ্য

C) আর্দ্র পর্ণমোচী অরণ্য

D) পর্ণমোচী ও ম্যানগ্রোভ অরণ্য


উত্তরঃ B) ক্রান্তীয় চিরসবুজ অরণ্য



১৬) ভারতের মরু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায়?


A) জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ

B) গুল্ম জাতীয় উদ্ভিদ

C) কাঁটাঝোপ

D) উপরের সবকটি


উত্তরঃ D) উপরের সবকটি



১৭) একটি চিরসবুজ উদ্ভিদ হল-


A) শাল

B) মেহগনি

C) পাইন

D) পলাশ


উত্তরঃ B) মেহগনি



১৮) চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে?


A) সরলবর্গীয় অরণ্যে

B) চিরহরিৎ অরণ্যে

C) পর্ণমোচী অরণ্যে

D) ম্যানগ্রোভ অরণ্যে


উত্তরঃ C) পর্ণমোচী অরণ্যে



১৯) রোজউড গাছ জন্মায় কোন অরণ্যে?


A) সরলবর্গীয় অরণ্যে

B) চিরহরিৎ অরণ্যে

C) পর্ণমোচী অরণ্যে

D) ম্যানগ্রোভ অরণ্যে


উত্তরঃ B) চিরহরিৎ অরণ্যে



২০) বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?


A) 21 মার্চ

B) 22 এপ্রিল

C) 5 জুন

D) 28 জুলাই


উত্তরঃ A) 21 মার্চ



২১) নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?


A) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি

B) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি

C) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি

D) পার্বত্য অঞ্চলের আর্দ্র নাতিশীতোষ্ণ বনভূমি


উত্তরঃ C) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি



২২) ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?


A) নীলগিরি

B) বৃহত্তম কচ্ছের রন

C) ডিব্রু সাইখোয়া

D) সুন্দরবন


উত্তরঃ B) বৃহত্তম কচ্ছের রন



২৩) ভারতের কোন রাজ্যে রবার গাছের চাষ সর্বাধিক?


A) মহারাষ্ট্র

B) কেরল

C) উত্তরাখণ্ড

D) পশ্চিমবঙ্গ


উত্তরঃ B) কেরল



২৪) ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি?


A) পর্ণমোচী

B) মরু উদ্ভিদ

C) ম্যানগ্রোভ

D) চিরহরিৎ


উত্তরঃ A) পর্ণমোচী



২৫) হিমালয়ের পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায়?


A) পর্ণমোচী

B) সরলবর্গীয়

C) ম্যানগ্রোভ

D) চিরহরিৎ


উত্তরঃ D) চিরহরিৎ



২৬) মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে কি বলে?


A) হ্যালোফাইট

B) জেরোফাইট

C) হেলিওফাইট

D) মেসোফাইট


উত্তরঃ B) জেরোফাইট



২৭) পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চলে কি ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায়?


A) গুল্ম ও তৃণ

B) সরলবর্গীয়

C) ম্যানগ্রোভ

D) চিরহরিৎ


উত্তরঃ A) গুল্ম ও তৃণ



২৮) লম্বা ও ছুঁচোলো প্রকৃতির গাছ দেখা যায়-


A) মরু অঞ্চলে

B) পার্বত্য অঞ্চলে

C) সুন্দরবন অঞ্চলে

D) মরু অঞ্চলে


উত্তরঃ B) পার্বত্য অঞ্চলে



২৯) কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায়?


A) পডসল

B) লবণাক্ত

C) চিরহরিৎ

D) আত্মীয়


উত্তরঃ A) পডসল



৩০) কোন রাজ্যে অরণ্যের বিন্যাস সবথেকে কম?


A) হরিয়ানা

B) পাঞ্জাব

C) বিহার

D) রাজস্থান


উত্তরঃ A) হরিয়ানা



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad