সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Bengali Science GK for Competitive Exams
![]() |
Bengali Science GK for Competitive Exams |
বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সাধারণ বিজ্ঞান ভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যা প্রার্থীদের ভালো প্রস্তুতির জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ।
এই ব্লগে, আমরা বিভিন্ন সরকারি ও চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন এবং তাদের সঠিক উত্তরগুলি তুলে ধরেছি, যা বিশেষ করে WBCS, SSC, RRB, NTPC, Group D, TET ইত্যাদি পরীক্ষার্থীদের জন্য কার্যকর।
সহজ ভাষায় সাজানো এই প্রশ্ন এবং উত্তরগুলি আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে।
সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?
উত্তর: সমান বা একই হয়।
প্রশ্ন: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কি রশ্মি নির্গত হয়?
উত্তর: গামা রশ্মি।
প্রশ্ন: জলকে বরফে পরিনত করলে এর আয়তন কেমন হয়?
উত্তর: আয়তন বাড়ে।
প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কি?
উত্তর: ট্যাকোমিটার।
প্রশ্ন: কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয়?
উত্তর: অ্যামমিটার।
প্রশ্ন: বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র কি?
উত্তর: হাইগ্রোমিটার।
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে কত হবে?
উত্তর: ৩২ ফারেনহাইট।
প্রশ্ন: বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন?
উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।
প্রশ্ন: কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায়?
উত্তর: কালো দেখায়।
প্রশ্ন: মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হওয়ার কারন কি?
উত্তর: মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।
প্রশ্ন: দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের?
উত্তর: বেগুনি।
প্রশ্ন: ডুবোজাহাজ হতে জলের উপরে কোন বস্তু দেখার জন্য কি ব্যবহৃত হয়?
উত্তর: পেরিস্কোপ।
প্রশ্ন: পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী ?
উত্তর: হীরক।
প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কি?
উত্তর: সাবান ও পাউটার।
প্রশ্ন: নাইট্রিক অ্যাসিডের একটি অনুতে কয়টি পরমাণু থাকে?
উত্তর: ৫টি।
প্রশ্ন: কোন ধাতু পানিতে ভাসে?
উত্তর: তামা
প্রশ্ন: জিংক সালফেটের সংকেত কি?
উত্তর: ZnSO4
প্রশ্ন: হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতগুলি?
উত্তর: ৫টি।
প্রশ্ন: জল কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে?
উত্তর: 100°C তাপমাত্রায়।
প্রশ্ন: তরল মিশ্র পদার্থ থেকে ছেঁকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক কথার প্রনালীকে কি বলে?
উত্তর: পাতন।
প্রশ্ন: অসস্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি?
উত্তর: ইথিলিন।
প্রশ্ন: ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায়?
উত্তর: অ্যাসিটিক অ্যাসিড।
প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর: কালো ।
প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কি?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন: তামা ও টিনের মিশ্রণে কি হয়?
উত্তর: ব্রোঞ্জ।
প্রশ্ন: বায়ু মন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে?
উত্তর: ওজোন।
প্রশ্ন: দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
উত্তর: ল্যাকটিক এসিড।
প্রশ্ন: ঘর্ঘণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে কি নির্গত হয়?
উত্তর: ইলেকট্রন।
প্রশ্ন: কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
প্রশ্ন: কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?
উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
প্রশ্ন: সবচেয়ে মুল্যবান ধাতু কি
উত্তর: প্লাটিনাম।
প্রশ্ন: কি কারনে কচু খেলে গলা চুলকায়?
উত্তর: ক্যালসিয়াম অক্সালেট থাকায়।
প্রশ্ন: কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি?
উত্তর: বালি।
প্রশ্ন: কি কারনে অ্যাসিড বৃষ্টি হয়?
উত্তর: বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্য।
প্রশ্ন: গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু?
উত্তর: জিংক।
প্রশ্ন: শান্ত সাগর কোথায় অবস্থিত?
উত্তর: চাঁদে
প্রশ্ন:কোন গ্রহের আকাশ গোলাপী?
উত্তর: মঙ্গল গ্রহের
প্রশ্ন: একটি ডিমে কোন ভিটামিন বাদে সব কটি ভিটামিন আছে?
উত্তর: ভিটামিন সি।
প্রশ্ন:কোন গ্রহের হাজার হাজার বলয় আছে?
উত্তর: শনি
প্রশ্ন: মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর: 98.4° ফারেনহাইট।
প্রশ্ন: কোন গ্রহকে লাল গ্রহ বলে?
উত্তর: মঙ্গল গ্রহকে
প্রশ্ন: কিসের লেজ কাটা পড়লে সেটি মারা যায়?
উত্তর: ঘোড়ার
প্রশ্ন: স্তন্যপায়ী জীবের দুধে কোন কার্বোহাইড্রেড পাওয়া যায়?
উত্তর: ল্যাক্টোজ
প্রশ্ন: মানুষের শরীরে কত রকম ভিটামিন আছে?
উত্তর: ১২ রকম।
প্রশ্ন: একটি মাছির গড় আয়ু কত দিন?
উত্তর: ১৭ দিন।
প্রশ্ন: ইংরেজিতে সবচেয়ে কম বর্ণ ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: Q
প্রশ্ন: কোন প্রানীর শরীরে হাড় নেই?
উত্তর: কেঁচো, জোক
প্রশ্ন: মানুষ খাটো হয় কোনটির অভাবে?
উত্তর: খনিজ লবণ
প্রশ্ন: মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরী হয়?
উত্তর: ভিটামিন-কে
প্রশ্ন: কৃষকের বন্ধু বলা হয় কাকে?
উত্তর: কেঁচোকে
প্রশ্ন: কোন প্রানীর মাংসে বেশি প্রোটিন থাকে?
উত্তর: মুরগি
সাধারণ বিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা থাকলে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়া সহজ। এই ব্লগে দেওয়া প্রশ্ন এবং উত্তরগুলি আপনাকে পরীক্ষায় জিজ্ঞাসিত বিজ্ঞানের মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝতে সাহায্য করবে।
নিয়মিত অনুশীলন করুন এবং আপনার প্রস্তুতি জোরদার করুন। আমরা পরবর্তী অংশে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব - আমাদের সাথেই থাকুন!
আরও পড়ুন...
➙ মানুষের শরীর সম্পর্কে জানুন সহজ ভাষায়
➙ বাংলায় সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (MCQ সহ)
➙ Bengali GK Mock Test – পর্ব ১৫৫
Please do not enter any spam link in the comment box.