Bangla GK Questions And Answers Part 1 - Online GK in Bengali - Bangla GK Diary
Bangla GK Questions and Answers Part-1 |
নমস্কার বন্ধুরা,
'বাংলা জিকে ডায়েরি' আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 'Bangla GK Questions And Answers Part-1'.
জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, PSC, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।
Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে এই সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ 'GK Question' নিয়ে এই সমস্যার সমাধান করতে। প্রতিটি প্রশ্ন-উত্তর বাংলায় থাকছে যাতে করে আপনাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সুবিধা হয়।
Bangla GK Questions And Answers Part 1
নমুনা প্রশ্ন-উত্তর:
জীববিদ্যা
১| পরাশ্রয়ী উদ্ভিদের বায়োবীয় আবরণকে কি বলে?
- ভেলামেন।
২| কোন প্রাণীকে স্বাভাবিক কর্ষক বলে?
- কেঁচো।
পদার্থবিদ্যা
৬| সরণ কি রাশি?
- ভেক্টর রাশি।
৭| আলোক রশ্মির কত রকমের প্রতিফলন হয় ও কি কি?
- ২ রকম। নিয়মিত ও বিক্ষিপ্ত।
রসায়ন
১১| 'নাইট্রোজেন'এর ক'টি যোজ্যতা?
- ৫ টি।
১২| কোন অ্যাসিড লোহাকে নিস্ক্রিয় করে দেয়?
- ধূমায়মান নাইট্রিক অ্যাসিড।
ভারতের ইতিহাস
১৫| প্রয়াগের মেলা কি নামে পরিচিত ছিল?
- মহামোক্ষ ক্ষেত্র।
১৬| কোন শব্দ থেকে 'মোঙ্গল' শব্দটির উৎপত্তি হয়েছে?
- মোঙ্গ (এর অর্থ নির্ভীক)।
ভারতের স্বাধীনতা সংগ্রাম
২০| কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয়?
- সুরাত।
২১| কে অরবিন্দ ঘোষকে 'স্বাদেশিকতার ধর্মগুরু' আখ্যা দেন?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ভারতের ভূগোল
২৫| ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি?
- গুজরাটের লাম্বা।
২৬| দাক্ষিণাত্যের লাভা গঠিত মালভূমিকে কি বলে?
- ডেকানট্রাপ।
আন্তর্জাতিক ভূগোল
৩০| কোন শহরকে 'সাত চূড়োর দেশ' বলে?
- রোম।
৩১| 'আন্তর্জাতিক নদী গবেষণাগার' কোন দেশে আছে?
- ফিলিপিন্স।
রাষ্ট্রনীতি
৩৫| 'সমষ্টি উন্নয়ন প্রকল্প' এর প্রবক্তা কে?
- বলবন্ত রাই মেহেতা।
৩৬| ভারতের কোন রাজ্যের আলাদা সংবিধান আছে?
- জম্মু ও কাশ্মীর।
PDF Details:
Name: Bangla GK - 1
File Size: 3.30 MB
Language: Bengali
Download Link: Click Here
More GK Questions |
Link |
---|---|
বাংলা জিকে পর্ব - ০ |
Click Here |
Please do not enter any spam link in the comment box.