Ramsar Convention and Wetland Sites Important Questions in Bengali : রামসার সাইট জিকে প্রশ্ন ও উত্তর - Bangla GK Diary
|
Ramsar Convention and Wetland Sites Important Questions in Bengali |
রামসার সম্মেলন - Ramsar Convention
জলাভূমি সম্পর্কিত রামসার কনভেনশন হল একটি আন্তঃসরকারী চুক্তি, যা জলাভূমি সংরক্ষণ এবং তাদের সংস্থানসমূহের সংরক্ষণ এবং বুদ্ধিমানভাবে ব্যবহারের জন্য জাতীয় পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো সরবরাহ করে। জলাভূমি বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করার বিষয়টি 1971 সালে ইরানের ছোট শহর রামসারে হয়েছিল। সেই থেকে জলাভূমি সম্পর্কিত কনভেনশনটি রামসার কনভেনশন নামে পরিচিত। রামসার কনভেনশনের অধীনে নদী থেকে প্রবালপ্রাচী পর্যন্ত বিস্তৃত প্রাকৃতিক ও মানবসৃষ্ট আবাসস্থলকে জলাভূমি হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে।
ভারতে রামসার সাইটগুলি - Ramsar Sites in India
ভারতের জলাভূমি সংরক্ষণ ও পরিচালনার জন্য প্রথম চেন্নাইতে কেন্দ্র স্থাপন করা হয় 2 ফেব্রুয়ারি 2021। ভারতে বর্তমানে 42টি রামসার সাইট রয়েছে। রামসার সাইটগুলি হ'ল জলাভূমি যার আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। আসন্ন প্রতিটি পরীক্ষার জন্য 'ভারতের রামসার সাইটস' বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং, প্রার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RAIL, SSC, PSC, BANK, MTS, POLICE ইত্যাদির প্রস্তুতির জন্য রামসার সাইট এবং রামসার কনভেনশন সম্পর্কে পড়তে হবে। ভারতের 42টি রামসার সাইটের নাম ও অবস্থান সম্পর্কিত তালিকা আগের একটি পাঠে শেয়ার করেছি। আপনি যদি ওই পাঠটি না দেখে থাকেন তাহলে "List of Ramsar Sites in India" তে ক্লিক করুন।
Ramsar Convention and Wetland Sites Important Questions in Bengali
রামসার কনভেনশনের বিস্তৃত লক্ষ্য হল জলাভূমিগুলির বিশ্বব্যাপী ক্ষয়ক্ষতি বন্ধ করা এবং বুদ্ধিমান ব্যবহার এবং পরিচালনার মাধ্যমে সংরক্ষণ করা।
এই পাঠে আমরা রামসার সাইট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্নগুলি সাধারণত বিভিন্ন পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। প্রশ্নগুলি আপনাদের চাকরির পরীক্ষায় খুব সাহায্য করবে। তাই সময় নষ্ট না করে নীচের প্রশ্ন-উত্তর গুলি দেখা যাক।
রামসার সাইট জিকে প্রশ্ন ও উত্তর
1. ওয়েটল্যান্ড(Wetland) বা জলাভূমি বলতে কী বোঝায়?
>> একটি জলাভূমি হল খুব ভেজা, কাদামাটি জমি এবং এটিতে বন্য গাছপালা জন্মে।
2. বিশ্ব জলাভূমি দিবস (World Wetland Day) কবে পালন করা হয়?
>> 2 ফেব্রুয়ারি।
3. প্রথমবার বিশ্ব জলাভূমি দিবস কত সালে পালন করা হয়েছিল?
>> 1997 সালে।
4. 2020 সালে বিশ্ব জলাভূমি দিবসের থিম কি ছিল?
>> Wetlands and Biodiversity (জলাভূমি এবং জীববৈচিত্র্য)।
5. 2021 সালে বিশ্ব জলাভূমি দিবসের থিম কি ছিল?
>> Wetlands and Water (জলাভূমি এবং জল)।
6. রামসার সাইট কোনগুলি?
>> যে কোনও জলাভূমি, তার সংরক্ষণ এবং তার প্রাকৃতিক সম্পদের বুদ্ধিমান ব্যবহার এবং পরিচালনার লক্ষ্যে রামসার কনভেনশনের অধীনে তালিকাভুক্ত থাকলে সেগুলি কে রমসার সাইট বলে।
7. রামসার সম্মেলন ( Ramsar Convention) কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
>> 2 ফেব্রুয়ারি 1971 সালে।
8. রামসার সম্মেলন কেন করা হয়েছিল?
>> বিলুপ্ত হয়ে যাওয়া জলাভূমি সংরক্ষণের জন্য।
9. রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
>> ইরানের রামসার শহরে কাস্পিয়ান সাগরের তীরে।
10. রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তি কবে গ্রহন করা হয়?
>> 21 ডিসেম্বর 1975 সালে।
11. রামসার চুক্তির অফিসিয়াল ভাষা কী ছিল?
>> ইংরেজি, স্পেনিশ ও ফ্রেঞ্চ।
12. রামসার চুক্তিতে প্রথমে কতগুলি দেশ স্বাক্ষর করেছিল?
>> 7টি দেশ।
13. বর্তমানে রামসার চুক্তিতে স্বাক্ষরিত দেশের সংখ্যা কত?
>> 171টি দেশ।
14. ভারত কত সালে এই চুক্তিতে স্বাক্ষর করে?
>> 1 ফেব্রুয়ারি 1982 সালে।
15. ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন কবে শুরু হয়েছিল?
>> 1986 সালে।
16. ভারতের রাষ্ট্রীয় জলাভূমি সংরক্ষণ সম্মেলন শুরু করার উদ্দেশ্যে কী ছিল?
>> ভারতে অবস্থিত জলাভূমি গুলির সংরক্ষণ।
17. ভারতে বর্তমানে কতগুলি রামসার সাইট রয়েছে?
>> 42টি।
18. ভারতে কোন রাজ্যে সবথেকে বেশি রামসার সাইট রয়েছে?
>> উত্তর প্রদেশ।
19. উত্তর প্রদেশে মোট কতগুলি রামসার সাইট রয়েছে?
>> 8টি।
20. ভারতের প্রথম রামসার সাইট হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে?
>> চিলকা হ্রদ, ওড়িশা।
21. ভারতের সবচেয়ে বড় রামসার সাইট কোনটি?
>> সুন্দরবন, পশ্চিমবঙ্গ।
22. ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট কোনটি?
>> ভেম্বনাদ কোল জলাভূমি, কেরালা।
23. ভারতের তৃতীয় বৃহত্তম রামসার সাইট কোনটি?
>> চিলকা হ্রদ, ওড়িশা।
24. ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি?
>> রেণুকা হ্রদ, হিমাচল প্রদেশ।
25. বিশ্বে রামসার সাইটের সংখ্যা কতগুলি?
>> 2400 এর বেশি।
26. সবথেকে বেশি রামসার সাইট কোন দেশে রয়েছে?
>> যুক্তরাজ্যে (United Kingdom)।
27. যুক্তরাজ্যে মোট কতগুলি রামসার সাইট রয়েছে?
>> 175টি।
28. ক্ষেত্রফল হিসাবে সবথেকে বেশি রামসার সাইট কোথায় রয়েছে?
>> বলিভিয়া।
29. বিশ্বের সর্ব প্রথম রামসার সাইট কোনটি?
>> কোবার্গ উপদ্বীপ (Cobourg Peninsula), অস্ট্রেলিয়া।
30. কত সালে কোবার্গ উপদ্বীপকে রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত করা হয়?
>> 1974 সালে।
31. 2019 সালে ভারতে মোট কতগুলি রামসার সাইট সংযুক্ত করা হয়েছিল?
>> 11টি।
32. 2020 সালে ভারতে মোট কতগুলি রামসার সাইট নতুন সংযুক্ত করা হয়েছে ও কী কী?
>> 5টি। (1) আসান ব্যারেজ, উত্তরাখণ্ড। (2) কানওয়ার তাল বা কাবার তাল হ্রদ, বিহার। (3) সুর সরোবর, উত্তরপ্রদেশ। (4) লোনার লেক, মহারাষ্ট্র। (5) তসো কর, লাদাখ।
33. ভারতে সর্বশেষ রামসার সাইট "তসো কর" কবে মনোনীত হয়েছিল?
>> 17 নভেম্বর 2020।
34. পশ্চিমবঙ্গের কোন জলাভূমিকে 2019 সালে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়?
>> সুন্দরবন (1 ফেব্রুয়ারি, 2019)।
35. পশ্চিমবঙ্গে মোট কতগুলি রামসার সাইট রয়েছে ও কী কী?
>> 2টি। (1) পূর্ব কলকাতা জলাভূমি। (2) সুন্দরবন জলাভূমি।
Please do not enter any spam link in the comment box.