Ads Area

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর - GK in Bengali - Bangla GK MCQ

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর - GK in Bengali - Bangla GK MCQ

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১
বাংলা জিকে প্রশ্ন ও উত্তর পর্ব-১

প্রত্যেক চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রায় সবার জানা। বিভিন্ন চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই বাংলা জিকে প্রশ্ন উত্তর পর্ব-১ এ গুরুত্বপূর্ণ ২০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্ন উত্তর গুলি একবার দেখে নেওয়া যাক।




বাংলা জিকে প্রশ্ন ও উত্তর



1. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?





উত্তরঃ (A) ফরমিক অ্যাসিড

 

2. আলোর প্রতিফলনে সক্ষম যে অধাতু তা হল:





উত্তরঃ (B) হীরক

 

3. একটি দূষণমুক্ত জ্বালানী হল:





উত্তরঃ (B) ন্যাচারাল গ্যাস

 

4. কেঁচো শ্বাসকার্য চালায় কীসের সাহায্যে?





উত্তরঃ (C) ত্বক

 

5. শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়?





উত্তরঃ (C) তরঙ্গদৈর্ঘ্য

 

6. জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর?





উত্তরঃ (D) তামা, দস্তা, নিকেল

 

7. 'দুন' শব্দের অর্থ কি?





উত্তরঃ (D) অনুপ্রস্থ উপত্যকা

 

8. গ্রামীণ ও নগর জনবসতির মধ্যে মূল পার্থক্য হল:





উত্তরঃ (D) জনসংখ্যার পরিমাণ

 

9. নিউটনের মাধ্যাকর্ষণ নিয়ম প্রযোজ্য হয়:





উত্তরঃ (D) সর্বত্র

 

10. 'উবের কাপ' কোন খেলার সঙ্গে সম্পর্কিত?





উত্তরঃ (C) ব্যাডমিন্টন

 

11. 'গ্যালভানাইজেশন'এ কোন ধাতু ব্যবহার করা হয়?





উত্তরঃ (C) দস্তা

 

12. পৃথিবীতে একটি লোহার বলের ওজন 18 কিলোগ্রাম, চাঁদে এর ওজন হবে:





উত্তরঃ (D) 3 কিলোগ্রাম

 

13. আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয়?





উত্তরঃ (C) চরক

 

14. 'সার্বজনীন দাতা' কোন গ্রুপের রক্তকে বলা হয়?





উত্তরঃ (C) O

 

15. বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদান কোনটি?





উত্তরঃ (B) সবুজ উদ্ভিদ

 

16. মহারানীর ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয়?





উত্তরঃ (C) 1858

 

17. 'অ্যাসেজ' কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?





উত্তরঃ (A) ক্রিকেট

 

18. প্লাস্টিক কার পলিমার যৌগ?





উত্তরঃ (B) প্রোপিলিন

 

19. মানুষের রক্তের pH কত?





উত্তরঃ (D) 7.5

 

20. জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?





উত্তরঃ (B) উত্তরাখণ্ড





Tags

Post a Comment

2 Comments

Please do not enter any spam link in the comment box.

Top Post Ad

Bottom Post Ad