ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ - Various Historical Battles in the History of India || WBP Constable Exam 2021
![]() |
ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ |
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের জন্য ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ থেকে অনেক প্রশ্ন আপনারা বিভিন্ন পরীক্ষায় পেয়ে থাকবেন। কোন যুদ্ধ কবে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? কে জিতেছিল? এইধরনের ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ সম্পর্কিত আজকের এই পাঠটি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারী। নীচের সম্পূর্ন পাঠটি একবার দেখে নিন।
ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ
1. হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 352 খ্রিঃ পূঃ
B) 330 খ্রিঃ পূঃ
C) 326 খ্রিঃ পূঃ
D) 328 খ্রিঃ পূঃ
উঃ- C) 326 খ্রিঃ পূঃ
Note:- হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার ও পুরু এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে আলেকজান্ডার জয়ী হয় এবং পুরু পরাজিত হয়।
2. কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 261 খ্রিঃ পূঃ
B) 251 খ্রিঃ পূঃ
C) 260 খ্রিঃ পূঃ
D) 255 খ্রিঃ পূঃ
উঃ- A) 261 খ্রিঃ পূঃ
Note:- কলিঙ্গ যুদ্ধ অশোক ও কলিঙ্গরাজ এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে অশোক জয়ী হয় এবং কলিঙ্গরাজ পরাজিত হয়।
3. প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1195 খ্রিঃ
B) 1291 খ্রিঃ
C) 1101 খ্রিঃ
D) 1191 খ্রিঃ
উঃ- D) 1191 খ্রিঃ
Note:- প্রথম তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয় এবং মহম্মদ ঘোরী পরাজিত হয়।
4. দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1191 খ্রিঃ
B) 1192 খ্রিঃ
C) 1193 খ্রিঃ
D) 1194 খ্রিঃ
উঃ- B) 1192 খ্রিঃ
Note:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহান এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে মহম্মদ ঘোরী জয়ী হয় এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়।
5. প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1520 খ্রিঃ
B) 1522 খ্রিঃ
C) 1525 খ্রিঃ
D) 1526 খ্রিঃ
উঃ- D) 1526 খ্রিঃ
Note:- প্রথম পানিপথের যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদী এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে বাবর জয়ী হয় এবং ইব্রাহিম লোদী পরাজিত হয়।
6.খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1537 খ্রিঃ
B) 1535 খ্রিঃ
C) 1527 খ্রিঃ
D) 1530 খ্রিঃ
উঃ- C) 1527 খ্রিঃ
Note:- খানুয়ার যুদ্ধ বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংহ এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে বাবর জয়ী হয় এবং সংগ্রাম সিংহ পরাজিত হয়।
7. প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1848 - 49 খ্রিঃ
B) 1849 - 59 খ্রিঃ
C) 1845 - 46 খ্রিঃ
D) 1845 - 49 খ্রিঃ
উঃ- C) 1845 - 46 খ্রিঃ
Note:- প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ ইংরেজ ও খালসা শিখ বাহিনী এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং খালসা শিখ বাহিনী পরাজিত হয়।
8. চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1549 খ্রিঃ
B) 1559 খ্রিঃ
C) 1539 খ্রিঃ
D) 1530 খ্রিঃ
উঃ- C) 1539 খ্রিঃ
Note:- চৌসার যুদ্ধ শেরশাহ ও হুমায়ুন এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে শেরশাহ জয়ী হয় এবং হুমায়ুন পরাজিত হয়।
9. কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1540 খ্রিঃ
B) 1538 খ্রিঃ
C) 1535 খ্রিঃ
D) 1550 খ্রিঃ
উঃ- A) 1540 খ্রিঃ
Note:- কনৌজের যুদ্ধ শেরশাহ ও হুমায়ুন এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে শেরশাহ জয়ী হয় এবং হুমায়ুন পরাজিত হয়।
10. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1546 খ্রিঃ
B) 1556 খ্রিঃ
C) 1565 খ্রিঃ
D) 1520 খ্রিঃ
উঃ- B) 1556 খ্রিঃ
Note:- দ্বিতীয় পানিপথের যুদ্ধ হিমু (আদিল শাহ) ও বৈরাম খাঁ (আকবর) এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে বৈরাম খাঁ জয়ী হয় এবং হিমু পরাজিত হয়।
11. তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1545 খ্রিঃ
B) 1575 খ্রিঃ
C) 1560 খ্রিঃ
D) 1565 খ্রিঃ
উঃ- D) 1565 খ্রিঃ
Note:- তালিকোটার যুদ্ধ বিজাপুর, গোলকুণ্ডা, আহম্মদ নগরের এর সম্মিলিত বাহিনী ও বিজয়নগর (ভারত) এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে বিজাপুর, গোলকুণ্ডা, আহম্মদ নগরের এর সম্মিলিত বাহিনী জয়ী হয় এবং বিজয়নগর (ভারত) পরাজিত হয়।
12. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1586 খ্রিঃ
B) 1580 খ্রিঃ
C) 1581 খ্রিঃ
D) 1576 খ্রিঃ
উঃ- D) 1576 খ্রিঃ
Note:- হলদিঘাটের যুদ্ধ আকবর ও রানাপ্রতাপ (ভারত) এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে আকবর জয়ী হয় এবং রানাপ্রতাপ পরাজিত হয়।
13. দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1848 - 49 খ্রিঃ
B) 1849 - 59 খ্রিঃ
C) 1846 - 48 খ্রিঃ
D) 1847 - 49 খ্রিঃ
উঃ- A) 1848 - 49 খ্রিঃ
Note:- দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ ইংরেজ ও শিখ বাহিনী এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং শিখ বাহিনী পরাজিত হয়।
14. প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1746 - 49 খ্রিঃ
B) 1745 - 50 খ্রিঃ
C) 1742 - 45 খ্রিঃ
D) 1746 - 48 খ্রিঃ
উঃ- D) 1746 - 48 খ্রিঃ
Note:- প্রথম কর্ণাটকের যুদ্ধ চাঁদাসাহেব, ফরাসি ও ইংরেজদের মিলিত বাহিনী ও নিজাম আনোয়ারউদ্দিন এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে চাঁদাসাহেব, ফরাসি ও ইংরেজদের মিলিত বাহিনী জয়ী হয় এবং নিজাম আনোয়ারউদ্দিন পরাজিত হয়।
15. দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1749 - 54 খ্রিঃ
B) 1750 - 64 খ্রিঃ
C) 1748 - 56 খ্রিঃ
D) 1749 - 50 খ্রিঃ
উঃ- A) 1749 - 54 খ্রিঃ
Note:- দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজ ও নিজাম আনোয়ারউদ্দিন, চাঁদাসাহেব ও ফরাসি এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং নিজাম আনোয়ারউদ্দিন, চাঁদাসাহেব ও ফরাসি পরাজিত হয়।
16. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1817 - 19 খ্রিঃ
B) 1817 - 18 খ্রিঃ
C) 1817 - 20 খ্রিঃ
D) 1817 - 29 খ্রিঃ
উঃ- A) 1817 - 19 খ্রিঃ
Note:- তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ইংরেজ ও মারাঠা এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং মারাঠা পরাজিত হয়।
17. সপ্তবর্ষের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1759 - 65 খ্রিঃ
B) 1757 - 63 খ্রিঃ
C) 1756 - 60 খ্রিঃ
D) 1756 - 63 খ্রিঃ
উঃ- D) 1756 - 63 খ্রিঃ
Note:- সপ্তবর্ষের যুদ্ধ ব্রিটেন, প্রাশিয়া ও ফ্রান্স, অস্ট্রিয়া এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ব্রিটেন, প্রাশিয়া জয়ী হয় এবং ফ্রান্স, অস্ট্রিয়া পরাজিত হয়।
18. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1757 খ্রিঃ
B) 1765 খ্রিঃ
C) 1760 খ্রিঃ
D) 1759 খ্রিঃ
উঃ- A) 1757 খ্রিঃ
Note:- পলাশীর যুদ্ধ ইংরেজ ও সিরাজউদ্দৌলা এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং সিরাজউদ্দৌলা পরাজিত হয়।
19. বিদরার যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1750 খ্রিঃ
B) 1755 খ্রিঃ
C) 1759 খ্রিঃ
D) 1760 খ্রিঃ
উঃ- C) 1759 খ্রিঃ
Note:- বিদরার যুদ্ধ ইংরেজ ও ওলন্দাজ এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং ওলন্দাজ পরাজিত হয়।
20. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1759 খ্রিঃ
B) 1764 খ্রিঃ
C) 1763 খ্রিঃ
D) 1760 খ্রিঃ
উঃ- D) 1760 খ্রিঃ
Note:- বন্দিবাসের যুদ্ধ ইংরেজ ও ফরাসী এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং ফরাসী পরাজিত হয়।
21. ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1818 খ্রিঃ
B) 1820 খ্রিঃ
C) 1815 খ্রিঃ
D) 1825 খ্রিঃ
উঃ- C) 1815 খ্রিঃ
Note:- ওয়াটারলুর যুদ্ধ ইংল্যান্ড ও নেপোলিয়ন এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংল্যান্ড জয়ী হয় এবং নেপোলিয়ন পরাজিত হয়।
22. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1764 খ্রিঃ
B) 1763 খ্রিঃ
C) 1760 খ্রিঃ
D) 1761 খ্রিঃ
উঃ- A) 1764 খ্রিঃ
Note:- বক্সারের যুদ্ধ ইংরেজ ও মীরকাশিম এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং মীরকাশিম পরাজিত হয়।
23. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1767 - 79 খ্রিঃ
B) 1767 - 89 খ্রিঃ
C) 1767 - 69 খ্রিঃ
D) 1767 - 68 খ্রিঃ
উঃ- C) 1767 - 69 খ্রিঃ
Note:- প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ ইংরেজ ও হায়দার আলি এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে হায়দার আলি জয়ী হয় এবং ইংরেজ পরাজিত হয়।
24. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1775 খ্রিঃ
B) 1773 খ্রিঃ
C) 1765 খ্রিঃ
D) 1772 খ্রিঃ
উঃ- A) 1775 খ্রিঃ
Note:- প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ মারাঠা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে মারাঠা জয়ী হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হয়।
26. তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1790 - 94 খ্রিঃ
B) 1790 - 92 খ্রিঃ
C) 1790 - 91 খ্রিঃ
D) 1790 - 93 খ্রিঃ
উঃ- B) 1790 - 92 খ্রিঃ
Note:- তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ ইংরেজ ও টিপু সুলতান এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং টিপু সুলতান পরাজিত হয়।
27. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1789 খ্রিঃ
B) 1779 খ্রিঃ
C) 1790 খ্রিঃ
D) 1799 খ্রিঃ
উঃ- D) 1799 খ্রিঃ
Note:- চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ ইংরেজ ও টিপু সুলতান এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং টিপু সুলতান পরাজিত হয়।
28. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল?
A) 1803 - 05 খ্রিঃ
B) 1803 - 09 খ্রিঃ
C) 1803 - 07 খ্রিঃ
D) 1803 - 04 খ্রিঃ
উঃ- A) 1803 - 05 খ্রিঃ
Note:- দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ ইংরেজ ও রঘুজী ভোঁসলে ও সিন্ধিয়া এর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ জয়ী হয় এবং রঘুজী ভোঁসলে ও সিন্ধিয়া পরাজিত হয়।
More Important GK | Link |
---|---|
মোঘল সাম্রাজ্যের ইতিহাস - বাবর | Click Here |
Please do not enter any spam link in the comment box.