Ads Area

মোঘল সাম্রাজ্যের ইতিহাস - বাবর | History of Mughal Empire - Babar in Bengali

মোঘল সাম্রাজ্যের ইতিহাস - বাবর | History of Mughal Empire - Babar in Bengali

History of Mughal Empire - Babar in Bengali
History of Mughal Empire - Babar in Bengali

মোঘল সাম্রাজ্যের ইতিহাস (১৫২৬ - ১৮৫৭)

❍ ভারতবর্ষে জহির উদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ মোগল বা মোঘল বংশ নামে পরিচিত। মোঙ্গল কথাটি থেকে মোঘল নামের উৎপত্তি হয়েছে। মোঘলরা মধ্য এশিয়ার চাখতাই তুর্কির অঞ্চলের বংশজাত।

❍ মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা : জহির উদ্দিন মোহাম্মদ বাবর

❍ শ্রেষ্ঠ শাসক : আকবর

❍ মোঘল আমলের স্বর্ণযুগ : শাহজাহানের শাসনকাল

❍ মোঘল সাম্রাজ্যের চরম বিস্তৃতি : ঔরঙ্গজেবের শাসনকাল

❍ শেষ মোঘল সম্রাট : দ্বিতীয় বাহাদুর শাহ

❍ মোট 17 জন মোঘল সম্রাট ভারতে রাজত্ব করেন



জহির উদ্দিন মোহাম্মদ বাবর (১৪৮৩ - ১৫৩০ খ্রিঃ)

✪ ১৪৮৩ - জন্ম


✪ ১৪৯৫ - ১২ বছর বয়সে মধ্য এশিয়ার ফারগানার সিংহাসনে বসেন


✪ ১৪৯৭ - সমরখন্দ দখল (পরবর্তীকালে বিতাড়িত হন)


✪ ১৫০৪ - কাবুল দখল


✪ ১৫২৪ - লাহোর দখল

❍ ইব্রাহিম লোদির অত্যাচারে দিল্লি সুলতানির চরম অবস্থা

❍ দৌলত খাঁ লোদির ও আলম খাঁ লোদির বাবরকে ভারতে আক্রমণের আমন্ত্রণ


✪ ১৫২৫ - পাঞ্জাব দখল

❍ দৌলত খাঁ কে হারিয়েছেন


✪ ১৫২৬ - প্রথম পানিপথের যুদ্ধ

❍ ইব্রাহিম লোদিকে হারিয়েছেন


✪ ১৫২৭ - খানুয়ার যুদ্ধ

❍ ইব্রাহিম লোদির ভাই মামুদ লোদি ও সংগ্রাম সিংহ (রাজপুত) কে হারিয়েছেন


✪ ১৫২৮ - চান্দেরি দুর্গ দখল


✪ ১৫২৯ - গোগরার যুদ্ধ (পাটনা)


✪ ১৫৩০ - মৃত্যু


❍ ১৪৮৩ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারি বাবর জন্মগ্রহণ করেন।

❍ বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। বাবরের পিতা ওমর শেখ মির্জা উজবেকিস্তানের 'ফারগানা'র অধিপতি ছিলেন।

❍ মাতার নাম কুতলু নিগার খানুম।

❍ পিতার দিক থেকে বাবর ছিলেন তৈমুরের বংশধর ও মাতার দিক থেকে মোঙ্গলবীর চেঙ্গিজ খাঁর বংশধর।

❍ তুর্কি ভাষায় 'বাবর' কথার অর্থ হল সিংহ।

❍ বাবরের চারটি ছেলে ও একটি মেয়ে - হুমায়ুন, কামরান, হিন্দাল ও গুলবদন বেগম।

❍ দিল্লির আগ্রার লুণ্ঠিত ধনরত্ন বাবর তার সেনাবাহিনী, ধর্মগুরু ও আত্মীয়দের মধ্যে বিতরণ করার ফলে কালান্দার উপাধি লাভ করেন।

❍ খানুয়ার যুদ্ধে বাবর জয়লাভ করে এবং 'গাজি' উপাধি নেন।

❍ ১৫৩০ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর বাবর অসুস্থ হয়ে আগ্রায় মারা যান, কবর দেওয়া হয় কাবুলে।

❍ বাবর 'কাবুলি বাগ' ও লোদী দুর্গ নির্মাণ করেন ও সম্বলের মসজিদ নির্মাণ করেন।

❍ বাবর তুর্কি ভাষায় 'বাবরনামা' বা 'তুজুক-ই-বাবরি' নামে আত্মজীবনীমূলক বই লেখেন।

❍ তিনি 'খাত-ই-বাবরি' নামে নতুন তুর্কি হরফ চালু করেন।



গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :-


1. লোদী বংশের পর ভারতে কোন বংশের শাসন শুরু হয়?


A) সৈয়দ বংশ

B) শাহ বংশ

C) মোঘল বংশ

D) তুঘলক বংশ


উত্তরঃ- C) মোঘল বংশ


2. ভারতে মোঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?


A) বাবর

B) হুমায়ূন

C) জাহাঙ্গীর

D) শাহজাহান


উত্তরঃ- A) বাবর


3. বাবরের আসল নাম কি?


A) জহির উদ্দিন মোহাম্মদ বাবর

B) নাসির উদ্দিন বাবর

C) বাবর উদ্দিন মহম্মদ

D) কোনোটিই নয়


উত্তরঃ- A) জহির উদ্দিন মোহাম্মদ বাবর


4. 'বাবর' শব্দটির অর্থ কি?


A) সমুদ্র

B) সিংহ

C) শ্রেষ্ঠ সম্রাট

D) বিশ্বজয়ী


উত্তরঃ- B) সিংহ


5. বাবর এর পিতার নাম কি?


A) জালাল খাঁ

B) তেমুচিন

C) বৈরাম খান

D) ওমর শেখ মির্জা


উত্তরঃ- D) ওমর শেখ মির্জা


6. মোগলদের মধ্যে কোন দুই জাতির রক্তের সংমিশ্রণ ঘটেছিল?


A) তুর্কি ও গ্রিক

B) তুর্কি ও মোঙ্গল

C) মোঙ্গল ও রোমান

D) কোনোটিই নয়


উত্তরঃ- B) তুর্কি ও মোঙ্গল


7. বাবর তার মায়ের দিক থেকে কোন যোদ্ধার বংশধর ছিলেন?


A) চেঙ্গিস খাঁ

B) আলেকজান্ডার

C) তৈমুর লঙ

D) জুলিয়াস সিজার


উত্তরঃ- A) চেঙ্গিস খাঁ


8. বাবর কোন দেশে জন্মেছিলেন?


A) আফগানিস্তান

B) গ্রীস

C) রোম

D) উজবেকিস্তান


উত্তরঃ- D) উজবেকিস্তান


9. বাবরের পিতা কোন অঞ্চলের অধিপতি ছিলেন?


A) মিশর

B) ফারগানা

C) কাবুল

D) সিংহল


উত্তরঃ- B) ফারগানা


10. বাবর কখন কাবুল আক্রমণ করেছিলেন?


A) 1506

B) 1504

C) 1509

D) 1508


উত্তরঃ- B) 1504


11. পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?


A) বাবর ও ইব্রাহিম লোদী

B) বাবর ও দৌলত খাঁ

C) বাবর ও রানা সংগ্রাম সিংহ

D) কোনোটিই নয়


উত্তরঃ- A) বাবর ও ইব্রাহিম লোদী


12. ভারতের যুদ্ধে কে প্রথম কামান ব্যবহার করেছিলেন?


A) বাবর

B) আলাউদ্দিন খলজী

C) জাহাঙ্গীর

D) আকবর


উত্তরঃ- A) বাবর


13. পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হন?


A) দৌলত খাঁ

B) বাবর

C) রানা সংগ্রাম সিংহ

D) ইব্রাহিম লোদী


উত্তরঃ- D) ইব্রাহিম লোদী


14. খানুয়ার যুদ্ধ (1527 খ্রিস্টাব্দ) কাদের মধ্যে হয়েছিল?


A) আলাউদ্দিন খলজী ও রানা রতন সিং

B) বাবর ও ইব্রাহিম লোদী

C) বাবর ও সংগ্রাম সিংহ

D) কোনাটিই নয়


উত্তরঃ- C) বাবর ও সংগ্রাম সিংহ


15. চান্দেরির যুদ্ধ (1528 খ্রিস্টাব্দ) কাদের মধ্যে হয়েছিল?


A) বাবর ও মেদিনী রাও

B) বাবর ও ইব্রাহিম লোদী

C) বাবর ও সংগ্রাম সিংহ

D) কোনাটিই নয়


উত্তরঃ- A) বাবর ও মেদিনী রাও


16. কোন পারস্য রাজা বাবর কে সাহায্য করেছিল?


A) ইসমাইল

B) আব্বাস

C) নাদির শাহ আলী

D) কেউই নন


উত্তরঃ- A) ইসমাইল


17. বাবর এর মেয়ের নাম কি?


A) নুরজাহান

B) রাজিয়া সুলতানা

C) গুলবদন বেগম

D) কেউই নন


উত্তরঃ- C) গুলবদন বেগম


18. বাবরের আত্মজীবনীর নাম কি?


A) তুজুক-ই-বাবরি

B) তুজুক-ই-আকবরী

C) খাত-ই-বাবরি

D) কোনটিই নন


উত্তরঃ- A) তুজুক-ই-বাবরি


19. 'কাবুলিবাগ' কে নির্মাণ করেন?


A) হুমায়ূন

B) বাবর

C) আকবর

D) জাহাঙ্গীর


উত্তরঃ- B) বাবর


20. বাবর এর আত্মজীবনী কোন ভাষায় লেখা হয়েছিল?


A) তুর্কি

B) জার্মানি

C) পস্তু

D) আরবি


উত্তরঃ- A) তুর্কি


21. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা কত ছিল?


A) 12000

B) 13000

C) 14000

D) 15000


উত্তরঃ- A) 12000





More Important GK Link
কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৬ Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad