ভারতের প্রধান প্রধান হিমবাহ ও তাদের অবস্থান | India's Major Glaciers in Bengali

Ads

ভারতের প্রধান প্রধান হিমবাহ ও তাদের অবস্থান | India's Major Glaciers in Bengali

ভারতের প্রধান প্রধান হিমবাহ ও তাদের অবস্থান | India's Major Glaciers in Bengali

ভারতের প্রধান প্রধান হিমবাহ ও তাদের অবস্থান
ভারতের প্রধান প্রধান হিমবাহ ও তাদের অবস্থান

বিশাল ভৌগোলিক বৈচিত্র্যের কারণে, ভারতের ভূখণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে হিমবাহ রয়েছে। এই হিমবাহগুলি কেবল প্রাকৃতিক সৌন্দর্যের উৎসই নয়, বরং ভারতের জলবায়ু, নদী প্রবাহ এবং পরিবেশগত ভারসাম্যের অন্যতম প্রধান উৎস। বিশেষ করে উত্তর ভারতের হিমালয় পর্বতমালায় অবস্থিত সিয়াচেন, গঙ্গোত্রী, জেমু, মিলাম ইত্যাদি হিমবাহগুলি নদীর উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই ব্লগ পোস্টে, আমরা ভারতের প্রধান হিমবাহগুলির নাম, তাদের অবস্থান, কোন পর্বতের অংশ সম্পর্কে জানব। স্কুল ও কলেজের ছাত্রছাত্রী, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থী এবং ভূগোল সম্পর্কে আগ্রহী সকলের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ভারতের প্রধান প্রধান হিমবাহ ও তাদের অবস্থান


কারাকোরাম পর্বতশ্রেণী


হিমবাহের নাম দৈর্ঘ্য (কিমি) অবস্থান
সিয়াচেন (ভারতের বৃহত্তম) ৭৫ নাবরা উপত্যকা
ফেডচেংকো ৭৪ উত্তর-পশ্চিম পামীর
হিসপার ৬২ হূনজা নদীর শাখা নদী
বিয়াফো ৫৯ ব্রাবো উপত্যকা
বাটুরা ৫৮ হূনজা
বলটরো ৫৮ ব্রালডো উপত্যকা
চোগোলুংমা ৫০ রাকাপোশি পর্বতশ্রেণী
খুরডোপলা ৪৭ সিংখাল উপত্যকা
লোলোফনড ৪০ সিয়াচেনের পশ্চিমে
ইয়ারকান্ড রিমো ৪০ সিয়ক উপত্যকা
মোহিল ইয়াজ ৩২ সিংখাল উপত্যকা
ইয়াজহিট ৩১ সিংখাল উপত্যকা
গডউইন অস্টিন/td> ৩০ K2
পাসু ২৫ হূনজা
কুনইয়াং ২৪ কারাকোরামের মুজটাগ
চোং কামডন ২১ সিয়ক
গাসেরব্রুন ১৬ গাসেরব্রুন


পীরপাঞ্জাল পর্বতশ্রেণী


হিমবাহের নাম দৈর্ঘ্য (কিমি) অবস্থান
সোনাপানি ১৫ চান্দরা উপত্যকা
বারা সিগরি ১০-২০ চান্দরা উপত্যকা
রাখায়ত ১৫ নাঙ্গা পর্বত
গাংরি ১৩ নুন কুন মাসিফ
চুংপার ১৩ নাঙ্গা পর্বত


কুমায়ুন-গাড়োয়াল অঞ্চল


হিমবাহের নাম দৈর্ঘ্য (কিমি) অবস্থান
গঙ্গোত্রী ৩০ গঙ্গার উৎপত্তিস্থল
মিলাম ২০ গোরি গঙ্গা
ভগীরথ খারাক ১৮ বদ্রীনাথের নিকট
মানা ১৮ গঙ্গোত্রীর উত্তর দিকে মানা উপত্যকা
শতপঞ্চ ১৬ বদ্রিনাথের নিকট
রুদুগায়রা ৬.২৩ তেহরি-গাড়োয়াল হিমালয়ের রুদুগায়রা উপত্যকা
কাফিনি ৪.২৫ কুমায়ুন হিমালয়ের নন্দাকোট পর্বতের পিন্ডার নদীর বাঁদিকে মধ্য নেপাল অঞ্চল
ইয়েপোকাংরা ১৩.৫ গোসাইথান
লিডান্ডা ১১ মানাসুলু
চুলিং ১১ মানাসুলু
মেওনডি ১১ ধবলগিরি হিমাচল


কাঞ্চনজঙ্ঘা-এভারেস্ট অঞ্চল


হিমবাহের নাম দৈর্ঘ্য (কিমি) অবস্থান
রংবাক ৫২ মাউন্ট এভারেস্ট উত্তর (তিব্বত) দিক
জেমু ২৫ জেমু উপত্যকা
কাঞ্চনজঙ্ঘা ২১ কাঞ্চনজঙ্ঘার উত্তরে
খুমবু ২০ মাউন্ট এভারেস্টের দক্ষিণে
কাংসুং ১৯ মাউন্ট এভারেস্টের পূর্বে
টোলাম বাউ ১৯ মাউন্ট এভারেস্টের দক্ষিণ-পশ্চিম দিকে
বরুণ ১৫ বরুণটস শৃঙ্গের উত্তর-পূর্ব দিকে
রামবং ১০ কাঞ্চনজঙ্ঘা



ভারতের হিমবাহসমূহ শুধু প্রাকৃতিক বৈশিষ্ট্য নয়, বরং দেশের নদ-নদী, কৃষি, পরিবেশ ও সামরিক কৌশলের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশেষ করে হিমালয় অঞ্চলে অবস্থিত সিয়াচেন, গঙ্গোত্রী, বান্ডারপুঞ্চ প্রভৃতি হিমবাহ জলসঞ্চয় ও নদীর উৎপত্তির অন্যতম উৎস। এসব হিমবাহের অবস্থান ও গুরুত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা ভূগোল শিক্ষার্থী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের জন্য অত্যন্ত জরুরি।

আশা করি, এই পোস্টের মাধ্যমে আপনি ভারতের গুরুত্বপূর্ণ হিমবাহগুলির একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। আরও এমন তথ্যভিত্তিক লেখার জন্য আমাদের সাথেই থাকুন।


আরও পড়ুন...

ভারতের সামরিক মহড়ার তালিকা ও অংশীদার দেশসমূহ

বাংলায় গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান মক টেস্ট

ভারতের ইতিহাস জিকে প্রশ্নোত্তর বাংলায়


Post a Comment

0 Comments