Ads Area

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৬

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৬

কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৬
কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৬

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৬ এ আপনাদের জন্য থাকছে ৩৭টি বাংলা জিকে প্রশ্ন-উত্তর।


আজকের এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, PSC, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।


Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে General Knowledge in Bengali সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।



আরো পড়ুন...

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর (All Part)




কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৬


সাধারণ বিজ্ঞান


১| 'ডিনামাইট' কে আবিষ্কার করেন?

➢ আলফ্রেড নোবেল।


২| তরলের সান্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?

➢ ভিসকোমিটার।


৩| দুটি জ্বালানি ফসিল কি কি?

➢ পেট্রোলিয়াম ও কয়লা।


৪| ক্ষার ধাতুর প্রকৃতি কি ধরণের?

➢ জারক দ্রব্য।


৫| 'গোনাডোট্রপিক হরমোন' কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?

➢ পিট্যুইটারি।


৬| প্রাণীদেহে কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা রোগ হয়?

➢ লৌহ।


৭| উদ্ভিদ সালোকসংশ্লেষের সময় মাটির কোন জলকে শোষণ করতে পারে?

➢ কৈশিক জল।


৮| পরাশ্রয়ী উদ্ভিদ কোন অঙ্গের সাহায্যে জলীয় বাষ্প শোষণ করে?

➢ ভেলামেন।


৯| কানের কোন অংশ ভারসাম্যগ্রাহক রূপে কাজ করে?

➢ ওটোলিথ।


১০| কোন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে?

➢ থাইরক্সিন।



ইতিহাস


১১| স্বাধীনতা আন্দোলনের 'কাকোরি ট্রেন ষড়যন্ত্র'এর নতুন নাম কি?

➢ কাকোরি ট্রেন অ্যাকশন (১৯২৫ সালের ৯ আগস্ট সংঘটিত হওয়া, অস্ত্র কেনার জন্য কাকোরি ট্রেন ডাকাতির দায়ে ফাঁসিতে ঝোলানো বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে)।


১২| 'শ্রীরঙ্গপত্তনম'এর যুদ্ধে ইংরেজরা কাকে পরাজিত করেন?

➢ টিপু সুলতান।


১৩| সদর দেওয়ানী আদালত প্রথম কোথায় স্থাপিত হয়?

➢ ফোর্ট উইলিয়ামে।


১৪| 'পাক-ই-স্তান' শব্দের অর্থ কি?

➢ পবিত্র ভূমি।


১৫| মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দু'জন বিদেশির নাম কি?

➢ বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রা।


১৬| 'ক্রিপস মিশন' কবে ভারতে এসেছিল?

➢ ১৯৪২ সালের মার্চে।


১৭| 'সন্ধ্যা পত্রিকা'র সম্পাদক কে ছিলেন?

➢ ব্রহ্মবান্ধব উপাধ্যায়।


১৮| শিকাগো ধর্ম সভায় শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন?

➢ স্বামী বিবেকানন্দ।


১৯| ১৮৭৭ সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল?

➢ নাগপুর।



ভূগোল


২০| 'বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র' ভারতের কোন শহরে আছে?

➢ দিল্লিতে।


২১| সম্প্রতি ভারতের কটি জলাভূমি 'রামসার সাইট'এর তালিকায় যুক্ত হল?

➢ ৪টি (এগুলি হল: গুজরাটের 'থোল', গুজরাটের 'ওয়াধওয়ানা', হরিয়ানার 'সুলতানপুর' ও হরিয়ানার 'ভিন্ডাওয়াস')।


২২| মানচিত্রে কোন দেশের অস্তিত্ব নেই?

➢ বেলডোনিয়া।


২৩| ভারতে শিল্প রুগ্নতার মূল কারণ কি?

➢ মুনাফায় ঘাটতি।


২৪| কোন দেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি রপ্তানি বাণিজ্য হয়?

➢ মার্কিন যুক্তরাষ্ট্র।


২৫| 'রিখটার স্কেল' কটি মাত্রায় ভাগ করা থাকে?

➢ ১০ মাত্রায়।


২৬| 'সিসমস' শব্দের অর্থ কি?

➢ ভূমিকম্প।


২৭| 'আবহবিকার'এর আরেক নাম কি?

➢ বিচূর্ণীভবন।


২৮| 'মামাভাগ্নে' পাহাড় কোথায় আছে?

➢ বীরভূম জেলার দুবরাজপুরে।


২৯| 'রিখটার স্কেল' কে আবিষ্কার করেন?

➢ জনৈক মার্কিন বিজ্ঞানী সি. এফ. রিখটার (১৯৩৫ সালে)।



রাষ্ট্রনীতি


৩০| কোন সাংবিধানিক আধিকারিকের কাছে ক্ষমা করার ক্ষমতা আছে?

➢ রাষ্ট্রপতি বা রাজ্যপাল।


৩১| ভারতীয় সংবিধানের কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে?

➢ ৩৯৭ ধারা।


৩২| ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কোনটি?

➢ আনুমানিক ব্যয় হিসাব কমিটি।


৩৩| ভারতের সর্বোচ্চ আপিল আদালত কোনটি?

➢ সুপ্রিম কোর্ট।


৩৪| সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে কখন কমানো যায়?

➢ জরুরি অবস্থার সময়।


৩৫| রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধ দেখা দিলে কে মীমাংসা করে?

➢ সুপ্রিম কোর্ট।


৩৬| সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে ও ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়?

➢ সঞ্চিত তহবিল থেকে।


৩৭| সংবিধানের কোন ধারায় অনগ্রসর শ্রেণির জন্য কমিশন নিয়োগের কথা বলা হয়েছে?

➢ ৩৪০ নম্বর ধারায়।






More Important GK Link
কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৫ Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad