Ads Area

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৫

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৫

GK in Bengali - Bangla GK
GK in Bengali - Bangla GK

নমস্কার বন্ধুরা,

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৫ এ আপনাদের জন্য থাকছে ৩৫টি বাংলা জিকে প্রশ্ন-উত্তর।


আজকের এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, PSC, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।


Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে কর্মসংস্থান বাংলা জিকে সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।



আরো পড়ুন...

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর (All Part)




কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৫


সাধারণ বিজ্ঞান


১| 'নাসা'র 'হাবল টেলিস্কোপ' সম্প্রতি বৃহস্পতির উপগ্রহে জলের প্রমাণ পেল?

➢ গ্যানিমিড। 


২| ক্ষুদ্রতম করোটি স্নায়ু কোনটি?

➢ অপটিক। 


৩| কঙ্কালের কোন অংশ সুষুম্নাকাণ্ডকে বাঁচায়?

➢ মেরুদন্ড। 


৪| যন্ত্রের মাধ্যমে সুস্থ মানুষের দেহ থেকে রোগীর শরীরে রক্ত সঞ্চালন করার প্রক্রিয়া প্রথম কবে শুরু হয়?

➢ ১৮১৮ সালে। 


৫| রেণুস্থলী প্রাচীরের স্থূল প্রাচীরযুক্ত কোশীয় অংশের নাম কি?

➢ অ্যানুলাস। 


৬| রক্তচাপ মাপার মেশিন কবে আবিষ্কৃত হয়?

➢ ১৮৯৬ সালে। 


৭| ফিতাকৃমির মুখ্য পোষক কি?

➢ মানুষ। 


৮| 'বায়োটা' কি?

➢ কোন নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ। 


৯| কে প্রথম কেঁচোকে 'কৃষকের বন্ধু' বলেন?

➢ ডারউইন। 


১০| কে প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোশের খোঁজ পান?

➢ রবার্ট হুক। 



ইতিহাস 


১১| ইংরেজ পর্যটক রালফ ফীচ কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন?

➢ ১৫৭৯ খ্রিস্টাব্দে। 


১২| প্রাচীন ভারতের একটি বিখ্যাত সামুদ্রিক বন্দরের নাম কি?

➢ তাম্রলিপ্ত (এখনকার তমলুক)। 


১৩| চীনা পরিব্রাজক ফা-হিয়েন কোন সময় ভারতে এসেছিলেন?

➢ ৩৯৯ খ্রিস্টাব্দ থেকে ৪১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। 


১৪| মোগল বাহিনী কত খ্রিস্টাব্দে হুগলি জেলা দখল করে?

➢ ১৬৩২ খ্রিস্টাব্দে। 


১৫| আকবর বাদশাহের আমলে সপ্তগ্রামকে কি বলা হত?

➢ 'বালঘাকখানা' বা 'বিদ্রোহস্থান'। 


১৬| কত খ্রিস্টাব্দে পাঠানরা সপ্তগ্রাম লুট করে?

➢ ১৫৯২ খ্রিস্টাব্দে। 


১৭| ১৬৮৬ খ্রিস্টাব্দে হুগলিতে নবাব সৈন্যের সঙ্গে সংঘর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি ধ্বংস হয়ে যায়। কোম্পানির ক্ষতিপূরণ কত ছিল?

➢ ৪৫ লাখ টাকা। 


১৮| 'অস্টেন্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কত খ্রিস্টাব্দে, কারা গঠন করেন?

➢ বেলজিয়ামের কয়েকজন দুর্ধর্ষ বণিক ১৭১২ খ্রিস্টাব্দে। 


১৯| মুর্শিদকুলি খাঁ'র রাজ্যকালের পূর্ব পর্যন্ত প্রাদেশিক রাজস্ব সচিব কে ছিলেন?

➢ বাদশাহ নিয়োজিত বাংলার দেওয়ান। 



ভূগোল 


২০| 'ম্যাগমা' কি?

➢ ভূগর্ভস্থ গলিত উত্তপ্ত তরল পদার্থ। 


২১| ব্রম্ভকুন্ডে কোন ৩টি নদী মিলিত হয়েছে?

➢ ডিবং, লুহিত ও ডিহং। 


২২| কৃষ্ণরাজসাগর হ্রদ কোন নদীতে অবস্থিত?

➢ কাবেরী। 


২৩| দাক্ষিণাত্যের মালভূমির পর্বতময় অঞ্চল কি নামে পরিচিত?

➢ মালনাদ। 


২৪| কার্ডামাম পাহাড়ের সবচেয়ে দক্ষিণের গিরিপথটির নাম কি?

➢ শেঙ্কোটা। 


২৫| বিশ্বের বৃহত্তম তৈলখনির নাম কি?

➢ সৌদি আরবের ধাওয়ার। 


২৬| বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কি বলে?

➢ গৌর। 


২৭| সাতপুরা কি ধরণের পর্বত?

➢ স্তপ পর্বত। 


২৮| 'বামন' কার উপনদী?

➢ চম্বল নদীর। 


২৯| আঁধি কোন সময় প্রবাহিত হয়?

➢ সন্ধ্যায় সময়। 



রাষ্ট্রনীতি 


৩০| সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুসারে, লেখ জারির মাধ্যমে মৌলিক অধিকার বলবৎ করতে পারে?

➢ ৩২ নম্বর। 


৩১| 'নিবর্তনমূলক আটক আইন' কত সালে প্রণীত হয়?

➢ ১৯৫০। 


৩২| 'নিবর্তনমূলক আটক আইন'এর বলে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ কত দিন আটক রাখা যায়?

➢ ২ মাস। 


৩৩| কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার অর্জনের বয়সসীমা ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়?

➢ ৬১ তম(১৯৮৯)।






More Important GK Link
বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad