Ads Area

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK ||  কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৪

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK ||  কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৪

GK in Bengali - Bangla GK
GK in Bengali - Bangla GK

নমস্কার বন্ধুরা,

General Knowledge in Bengali - GK in Bengali - Bangla GK || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৪ এ আপনাদের জন্য থাকছে ৩৫টি বাংলা জিকে প্রশ্ন-উত্তর।


আজকের এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, PSC, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।


Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে কর্মসংস্থান বাংলা জিকে সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।



আরো পড়ুন...

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর (All Part)




কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৪


সাধারণ বিজ্ঞান


১| কোন প্রাণীর দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি পরিলক্ষিত হয়?

➢ বহুকোশী প্রাণী হাইড্রা। 


২| কোন কোন উদ্ভিদের পাতায় ক্যালসিয়াম কার্বনেটের কেলাস পাওয়া যায়?

➢ রবাট, বট। 


৩| যে পাত্রের মাধ্যমে তাপের পরিমাপ করা হয়, তাকে কি বলে?

➢ ক্যালরিমিটার। 


৪| 'সরণ' কি রাশি?

➢ ভেক্টর রাশি। 


৫| তড়িৎ প্রবাহের একক কি?

➢ অ্যাম্পিয়ার। 


৬| পজিটিভ তড়িৎ বহনকারী সব কণাকে কি বলে?

➢ ক্যাটায়ন। 


৭| পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম কি?

➢ পরমাণু। 


৮| তাপ গতিবিদ্যার সূত্রের প্রণেতা কে?

➢ বিজ্ঞানী জুল। 


ইতিহাস 


৯| 'চোদ্দ দফা দাবি' কে উত্থাপিত করেন?

➢ মহম্মদ আলি জিন্না। 


১০| 'মাদ্রাজ লেবার ইউনিয়ন'এর প্রতিষ্ঠাতা কে?

➢ বি.পি.ওয়াদিয়া। 


১১| 'মিরাট ষড়যন্ত্র মামলা'য় অভিযুক্ত দুজন বিদেশির নাম কি?

➢ বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রা। 


১২| 'পাক-ই-স্তান' শব্দের অর্থ কি?

➢ পবিত্রভূমি। 


১৩| কোন আন্দোলনের ফলশ্রুতি 'যাদবপুর বিশ্ববিদ্যালয়'?

➢ বঙ্গভঙ্গ আন্দোলন। 


১৪| 'হোমরুল' কথার অর্থ কি?

➢ স্বায়ত্বশাসন। 


১৫| শিকাগো ধর্ম সভায় শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন?

➢ স্বামী বিবেকানন্দ। 


১৬| 'হান্টার কমিশন' কোন বছর নিযুক্ত হয়েছিল?

➢ ১৮৮২ সালে। 


১৭| 'এশিয়াটিক সোসাইটি' কে, কবে প্রতিষ্ঠা করেন?

➢ উইলিয়াম জোন্স, ১৭৮৪ খ্রিষ্টাব্দ। 


১৮| ভারতে কে প্রথম 'মে দিবস' পালন করেছিলেন?

➢ সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। 


ভূগোল 


১৯| সম্প্রতি লন্ডনে রপ্তানি হল নাগাল্যান্ডের 'জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন' ট্যাগ পাওয়া লঙ্কা 'রাজা মিরচা'। কবে এটি 'জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন' ট্যাগ পায়?

➢ ২০০৮ সাল। 


২০| যুক্তরাজ্যের কোন শহর সম্প্রতি 'ইউনেস্কো'র বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ পড়ল?

➢ লিভারপুল। 


২১| সম্প্রতি 'ইউনেস্কো'র বিশ্ব ঐতিহ্য স্থান'এর মর্যাদা পাওয়া শহর 'ধোলাভিরা' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➢ গুজরাত। 


২২| মহাশূন্যের দূরত্ব মাপার একক কি?

➢ আলোকবর্ষ। 


২৩| 'গ্রিনিচ মধ্যরেখা'র আরেক নাম কি?

➢ জুলু টাইম। 


২৪| সম্প্রতি 'ইউনেস্কো'র বিশ্ব ঐতিহ্য স্থান'এর মর্যাদা পাওয়া 'রামাপ্পা মন্দির' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➢ তেলেঙ্গানা। 


২৫| যখন বৃষ্টি হয়, তখন বায়ুমন্ডলে আপেক্ষিক আদ্রতা কত হয়?

➢ ১০০%। 


২৬| ইউরোপের রূঢ় উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কি?

➢ কয়লা। 


২৭| ভারতের গভীরতম বন্দরের নাম কি?

➢ বিশাখাপত্তনম। 


২৮| 'সর্দার সরোবর সেচ প্রকল্প' ভারতের কোন রাজ্যে আছে?

➢ গুজরাত। 


২৯| কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাতের নাম কি?

➢ শিবসমুদ্রম। 


রাষ্ট্রনীতি 


৩০| নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে?

➢ ১৯৬২ সাল। 


৩১| ভারতের নাগরিকত্ব আইন কবে পাস হয়?

➢ ১৯৫৫ সাল। 


৩২| কোন আইন 'রিজার্ভ ব্যাঙ্ক' প্রতিষ্ঠার প্রস্তাব রাখে?

➢ ভারত শাসন আইন, ১৯৩৫। 


৩৩| কোন আইনের মাধ্যমে 'বাংলার গভর্নর' পদকে 'বাংলার গভর্নর জেনারেল' পদে উন্নীত করা হয়?

➢ রেগুলেটিং আইন, ১৭৭৩। 


৩৪| 'পঞ্চায়েতী রাজ' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি?

➢ গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। 


৩৫| কোন সাংবিধানিক আধিকারিকের কাছে ক্ষমা করার ক্ষমতা আছে?

➢ রাষ্ট্রপতি।






More Important GK Link
ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad