Ads Area

উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের বিভিন্ন অংশের বৈশিষ্ট্য - Characteristics of different parts of Plant Cells and Animal Cells

উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের বৈশিষ্ট্য - Characteristics of different parts of Plant Cells and Animal Cells

উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের বৈশিষ্ট্য
উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের বৈশিষ্ট্য

নমস্কার বন্ধুরা,

আজ আপনাদের জন্য এই পাঠে জীবন বিজ্ঞান থেকে আলোচনা করব উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের বৈশিষ্ট্য - Characteristics of Plant Cells and Animal Cells

আজকের এই টপিক টি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপকারী। এই টপিক থেকে সায়েন্স এর প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝেই দেখা যায়। নিচের সম্পূর্ণ পাঠটি একবার ভালো করে দেখে নিন।



উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের বৈশিষ্ট্য


✲ কোশ প্রাচীর ✲ 


❒ বৈশিষ্ট্য:-

সেলুলোজ, হেমি সেলুলোজ, পেকটিন প্রভৃতি জড়পদার্থ দ্বারা গঠিত পুরু প্রাচীর বিশেষ এটি মধ্যচ্ছদা, প্রাথমিক ও গৌণ প্রাচীর নিয়ে গঠিত। 


❒ কাজ:-

কোশের আকৃতি প্রদান এবং কোশের সজীব অংশকে রক্ষা করা এর প্রধান কাজ। অনেক সময় এটি কোশের বর্জ্য পদার্থ সঞ্চিত রাখে। 


❒ প্রাণী কোশ:-

অনুপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

উপস্থিত



✲ কোশ পর্দা ✲


❒ বৈশিষ্ট্য:-

সজীব অর্ধভেদ্য এবং প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত ভেদ্য ত্রি-স্তরীয় পর্দা। মাঝখানের ফ্যাটস্তর-কে বেষ্টন করে দু-পাশে প্রোটিন স্তর আছে। 


❒ কাজ:-

1. প্রোটোপ্লাজমকে রক্ষা করা।

2. কোশের আকৃতি প্রদান করা।

3. অন্তঃকোশীয় ব্যাপন ও অভিস্রবণে সহায়তা করা।

4. মাইটোকনড্রিয়া, নিউক্লিয়পর্দা উৎপাদনে ভূমিকা গ্রহন করা। 


❒ প্রাণী কোশ:-

গোলাকৃতি (অনিয়তাকার অস্থায়ী) 


❒ উদ্ভিদ কোশ:-

আয়তকার (নিয়তাকার স্থায়ী) 



✲ নিউক্লিয়াস ✲


❒ বৈশিষ্ট্য:-

প্রোটোপ্লাজমের সর্বাপেক্ষা ঘন, গোলাকার পর্দাবেষ্টিত অংশ। এটি নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের এটি প্রধান উপাদান। 


❒ কাজ:-

1. কোশের বিপাক নিয়ন্ত্রণ করা।

2. কোশ বিভাজন করা।

3. বংশগতির বৈশিষ্ট্যাবলী বংশ পরম্পরায় বহন করা।

4. বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করা। 


❒ প্রাণী কোশ:-

উপস্থিতি 


❒ উদ্ভিদ কোশ:-

উপস্থিত 



✲ সাইটোপ্লাজম ✲


❒ বৈশিষ্ট্য:-

নিউক্লিয়াস ব্যতীত সমস্ত প্রকার কোশ অঙ্গাণু ও নির্জীব বস্তুসহ প্রোটোপ্লাজমের অর্ধতরল জেলির মত সজীব অংশ। এটি এক্টোপ্লাজম ও এন্ডোপ্লাজমে বিভেদিত। 


❒ কাজ:-

1. কোশ অঙ্গাণুকে ও কোশের নির্জীব বস্তুকে ধারণ করে।

2. কোশের বিভিন্ন বিপাক ক্রিয়ায় প্রধানস্থল রূপে ব্যবহৃত হয়। 


❒ প্রাণী কোশ:-

উপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

উপস্থিত 



✲ মাইটোকনড্রিয়া ✲


❒ বৈশিষ্ট্য:-

দুটি একক পর্দা বেষ্টিত ক্ষুদ্র গোলাকার, ডিম্বাকার বা সূত্রাকার অঙ্গাণু। এর অন্তঃপর্দার ভাঁজগুলিকে ক্রিস্টি বলে। অন্তঃপর্দায় বৃন্ত যুক্ত এবং বহিঃপর্দায় বৃন্তহীন দানা থাকে। 


❒ কাজ:-

1. শ্বসনে সহায়তা করা।

2. কোশের শক্তির উৎসরূপে কাজ করে। 


❒ প্রাণী কোশ:-

উপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

উপস্থিত 



✲ প্লাস্টিড ✲


❒ বৈশিষ্ট্য:-

প্লাস্টিড দুটি একক পর্দা বেষ্টিত নানান আকৃতির অঙ্গাণু। এটি প্রধানত তিন প্রকারের যেমন- ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট স্ট্রোমা ও গ্রানা নিয়ে গঠিত। এতে ক্লোরোফিল নামক রঞ্জক থাকে। ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল ব্যতীত অন্যান্য বর্ণের রঞ্জক থাকে। লিউকোপ্লাস্টে কোন রঞ্জক থাকে না। 


❒ কাজ:-

প্লাস্টিড উদ্ভিদের বর্ণ সৃষ্টিতে, খাদ্য সংশ্লেষে এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষের সাহায্য করে বলেই একে কোশের রান্নাঘর বলে। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের ফুল, ফল প্রভৃতির বর্ণ গঠনে ও পরাগমিলনে সাহায্য করে। লিউকোপ্লাস্ট বিভিন্ন খাদ্যবস্তুর সঞ্চয়ে সাহায্য করে। 


❒ প্রাণী কোশ:-

অনুপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

উপস্থিত 



✲ গলগি বস্তু ✲


❒ বৈশিষ্ট্য:-

এরা একক পর্দাবেষ্টিত চ্যাপ্টা থলির মতো অঙ্গাণু। এটি সিস্টারনি, মাইক্রোভেসিকল ও ভ্যাকুওল নিয়ে গঠিত। 


❒ কাজ:-

এরা বিভিন্ন বস্তুর ক্ষরণে সাহায্য করে এবং সংশ্লেষিত প্রোটিন ও উৎসেচকের সঞ্চয় ভাণ্ডাররূপে কাজ করে। 


❒ প্রাণী কোশ:-

উপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

উপস্থিত 



✲ লাইসোজোম ✲


❒ বৈশিষ্ট্য:-

এরা একক আবরণ বেষ্টিত উৎসেচক পূর্ণ থলির মতো বা গহ্বরের মতো অঙ্গাণু। 


❒ কাজ:-

এরা প্রধানত অন্তঃকোশীয় পরিপাকে সহায়তা করে। লাইসোজোম উৎসেচকের সাহায্যে কোশ মধ্যস্থ বিভিন্ন অঙ্গাণুগুলিকে হজম করে কোশের মৃত্যু ঘটায়। এই কারণে লাইসোজোমকে সুইসাইড্যাল ব্যাগ বলা হয়। 


❒ প্রাণী কোশ:-

সাধারণত উপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

সাধারণত অনুপস্থিত 



✲ রাইবোজোম ✲


❒ বৈশিষ্ট্য:-

এরা প্রোটিন ও RNA দ্বারা গঠিত এক প্রকারের কণিকা, যা দুটি উপএকক দ্বারা গঠিত। 


❒ কাজ:-

প্রোটিন সংশ্লেষ করা এর প্রধান কাজ। এই কারণে এদের কোশের প্রোটিন তৈরির কারখানা বলা হয়। 


❒ প্রাণী কোশ:-

উপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

উপস্থিত 



✲ সেন্ট্রিওল ✲


❒ বৈশিষ্ট্য:-

এটি দুটি পিপের মতো ফাঁপা, দু'মুখ খোলা অঙ্গাণুবিশেষ যার প্রাচীরটি ত্রয়ী উপনালিকা নিয়ে গঠিত। 


❒ কাজ:-

কোশ বিভাজনের সময় বেমতন্তু গঠন এবং ফ্ল্যাজেলা বা সিলিয়া সৃষ্টি করা এর প্রধান কাজ। 


❒ প্রাণী কোশ:-

উপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

সাধারণত চারা গাছে উপস্থিত 



✲ সিলিয়া ও ফ্ল্যাজেলা ✲


❒ বৈশিষ্ট্য:-

প্লাজমা পর্দা বেষ্টিত 9+2 বিন্যাসে সজ্জিত মাইক্রোটিউবিউল নিয়ে গঠিত গমনে সহায়ক অঙ্গাণু। 


❒ কাজ:-

এককোশী প্রাণীদের গমনে সাহায্য করে এবং নির্দিষ্ট দিকে তরলের প্রবাহগতি নিয়ন্ত্রণ করে। 


❒ প্রাণী কোশ:-

উপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

অনুপস্থিত 



✲ ভ্যাকুওল ✲


❒ বৈশিষ্ট্য:-

টোনোপ্লাস্ট পরিবেষ্টিত সেল স্যাপ-সহ গহ্বর। 


❒ কাজ:-

অসম রেগুলেশনে সাহায্য করা, রেচনবস্তু ও খাদ্যবস্তু সঞ্চয় করা এর প্রধান কাজ। 


❒ প্রাণী কোশ:-

সাধারণত অনুপস্থিত 


❒ উদ্ভিদ কোশ:-

সাধারণত উপস্থিত






More Important GK Link
বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad