Ads Area

General Knowledge in Bengali - GK in Bengali || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৩

General Knowledge in Bengali - GK in Bengali || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৩

General Knowledge in Bengali
General Knowledge in Bengali

নমস্কার বন্ধুরা,

General Knowledge in Bengali - GK in Bengali || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৩ তে আপনাদের জন্য থাকছে ৪০টি জিকে প্রশ্ন-উত্তর।


আজকের এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, PSC, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।


Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে কর্মসংস্থান বাংলা জিকে সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।



আরো পড়ুন...

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর (All Part)



কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ৩


জীববিদ্যা


১| পৃথিবীর সবথেকে বড় প্রাণীকোষের নাম কি?

➢ উটপাখির ডিম।


২| রবার্ট ব্রাউন কোষের কোন অংশ আবিষ্কার করেন?

➢ নিউক্লিয়াস।


৩| গমের রাস্ট রোগ ঘটায় কোন ছত্রাক?

➢ পাকসিনিয়া গ্র্যামিনিজ।


৪| মরুভূমির প্রাণীরা শুষ্কমল ত্যাগ করে কেন?

➢ জল সাশ্রয়ের জন্য।


৫| ক্যাঙ্গারুর পেটের তলায় যে থলি থাকে তাকে কি বলে?

➢ মারসুপিয়াম।



পদার্থবিদ্যা


৬| যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় তাকে কি বলে?

➢ হাইড্রোমিটার।


৭| টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি, কোন শক্তিতে রূপান্তরিত হয়?

➢ তড়িৎশক্তি শব্দশক্তিতে।


৮| দৌড় প্রতিযোগিতায় কি ধরনের ঘড়ি ব্যবহৃত হয়?

➢ স্টপ ঘড়ি।


৯| কি দিয়ে সরু তারের ব্যাস মাপা যায়?

➢ স্ক্রু গেজ।


১০| বিভব পার্থক্যের ব্যবহারিক একক কি?

➢ ভোল্ট।



রসায়ন


১১| হাইড্রোজেন গ্যাস কি রঙের শিখায় জ্বলে?

➢ নীল।


১২| ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য, এমন একটি গ্যাসের নাম কি?

➢ হাইড্রোজেন সালফাইড।


১৩| নাইট্রোজেনের কটি যোজ্যতা?

➢ ৫ টি।


১৪| কে সর্বপ্রথম অ্যামোনিয়া গ্যাস তৈরি করেন?

➢ জোসেফ প্রিস্টলে (১৭৭৪ খ্রিস্টাব্দে)।


১৫| 'লাইকার অ্যামোনিয়া' কাকে বলে?

➢ অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে।



ভারতের ইতিহাস


১৬| আর্যরা কোন দেবতার পূজা করতো?

➢ প্রাকৃতিক শক্তি।


১৭| বৈদিক দেবতা ইন্দ্রের অন্য নাম কি?

➢ পুরন্দর।


১৮| জৈন সাহিত্য কোন ভাষায় লেখা?

➢ অর্ধমাগধী বা প্রাকৃত।


১৯| আলেকজান্ডারের বাবার নাম কি ছিল?

➢ ফিলিপ।


২০| জাফর খাঁ কার সেনাপতি ছিলেন?

➢ আলাউদ্দিন খলজি



ভারতের স্বাধীনতা সংগ্রাম


২১| কবে ব্রিটিশ সরকার জন সাইমনের নেতৃত্বে একটি কমিশন নিয়োগ করে-

➢ ১৯২৭ সাল।


২২| গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?

➢ কপিলা বস্তুর কাছে লুম্বিনী উদ্যান।


২৩| গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন?

➢ আলারাকালামা।


২৪| চন্দ্রগুপ্ত মৌর্য কাকে বিবাহ করেন?

➢ সেলুকাস কন্যা হেলেন।


২৫| কাদের নেতৃত্বে 'গদর' আন্দোলন সংঘটিত হয়?

➢ লালা হরদয়াল ও সোহম সিং ভাখনা



ভারতের ভূগোল


২৬| ভারতের 'কুনো জাতীয় উদ্যান'এ আবার চিতাবাঘ অন্তর্ভুক্ত করা হবে। এই জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➢ মধ্য প্রদেশ


২৭| 'রণ' শব্দের অর্থ কী?

➢ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি।


২৮| কোন শহর 'ভারতের রোম' নামে পরিচিত?

➢ দিল্লি।


২৯| ভারতের কোন রাজ্যের অধিবাসীরা নিজেদের 'কুভালি পাক' নামে ডাকে?

➢ মণিপুর।


৩০| ভারতের সবথেকে ভালো কোক কয়লা কোথায় পাওয়া যায়?

➢ ঝরিয়ায়।



আন্তর্জাতিক ভূগোল


৩১| সম্প্রতি আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া বিশ্বের বৃহত্তম বরফখণ্ডটির নাম কি?

➢ A-76.


৩২| সম্প্রতি প্রয়াত হাইব্রিড ধানের জনক ইউনান লংপিং কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন?

➢ চীন।


৩৩| কে প্রথম ভারতীয় আইসিএস হয়েছেন?

➢ সত্যেন্দ্রনাথ ঠাকুর।


৩৪| 'কমনউইল' পত্রিকা কে প্রকাশ করতেন?

➢ অ্যানি বেসান্ত।


৩৫| কে 'শিবাজী উৎসব'এর সূচনা করেন?

➢ বালগঙ্গাধর তিলক।



রাষ্ট্রনীতি


৩৬| সবথেকে কম কত বছর বয়সে কোন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন?

➢ ২৫ বছর।


৩৭| মন্ত্রিপরিষদের বৈঠকে কে পৌরোহিত্য করেন?

➢ প্রধানমন্ত্রী।


৩৮| কোনো ব্যক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রিপরিষদের সদস্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন্য?

➢ ৬ মাস।


৩৯| ভারতের রাজনৈতিক শক্তির প্রধান উৎস কি?

➢ জনগণ।


৪০| সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়?

➢ ৬১।






More Important GK Link
কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ২ Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad