General Knowledge in Bengali - GK in Bengali || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ২
কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ২ |
নমস্কার বন্ধুরা,
আজকের এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি General Knowledge in Bengali - GK in Bengali || কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ২
জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, PSC, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।
Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে এই সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আরো পড়ুন...
➜ বাংলা জিকে প্রশ্ন ও উত্তর (All Part)
কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ২
জীববিদ্যা
১| 'মরফিন' এর উৎস কি?
➢ পোস্ত গাছের শুকনো ল্যাটেক্স।
২| কুনোব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
➢ ৩ টি।
৩| আমাদের দেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি?
➢ যকৃত।
৪| মাছের ভারসাম্য অঙ্গের নাম কি?
➢ পৃষ্ঠপাখনা ও পায়ুপাখনা।
৫| 'ফটোট্রপিক' চলন কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়?
➢ আলোর গতিপথ।
পদার্থবিদ্যা
৬| কোন অ্যাসিডকে 'অয়েল অব ভিট্রিয়ল' বলে?
➢ ঘন সালফিউরিক অ্যাসিড।
৭| 'ডায়োড বাল্ব' কে প্রথম তৈরি করেন?
➢ ফ্লেমিং।
৮| কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়?
➢ হাইড্রোমিটার।
৯| দৌড় প্রতিযোগিতায় কি ধরনের ঘড়ি ব্যবহৃত হয়?
➢ স্টপ ঘড়ি।
১০| কি দিয়ে সরু তারের ব্যাস মাপা যায়?
➢ স্ক্রু গেজ।
রসায়ন
১১| হাইড্রোজেন গ্যাস কি রঙের শিখায় জ্বলে?
➢ নীল।
১২| ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য, এমন একটি গ্যাসের নাম কি?
➢ হাইড্রোজেন সালফাইড।
১৩| বর্ণহীন ফেরাস ক্লোরাইডের দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়?
➢ হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড।
১৪| রোধাঙ্কের একক কি?
➢ ওহম সেমি।
১৫| লিটমাস পেপার ক্ষার দ্রবণে কি রং ধারণ করে?
➢ নীল।
ভারতের ইতিহাস
১৬| 'হিন্দু-পাদ-পাদশাহীর' আদর্শ কে ঘোষণা করেন?
➢ প্রথম বাজিরাও।
১৭| নানা ফড়নবীশ কে ছিলেন?
➢ মারাঠা নেতা ও ধুরন্ধর মন্ত্রী।
১৮| পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
➢ বালাজি বিশ্বনাথ।
১৯| কোন বিখ্যাত সুফি সন্ত আলাউদ্দিন খলজির আনুকূল্য লাভ করেছিলেন?
➢ নিজামুদ্দিন আউলিয়া।
২০| সুলতান মামুদের বাবার নাম কি?
➢ সবুক্তগীন।
ভারতের স্বাধীনতা সংগ্রাম
২১| কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন?
➢ গুরু রাম সিং।
২২| 'ইন্ডিয়ান সোশিওলজিস্ট' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
➢ শ্যামজি কৃষ্ণবর্মা।
২৩| 'নীল কমিশন' কত সালে গঠন করা হয়?
➢ ১৮৬০।
২৪| কোন ভাইসরয়ের আমলে 'সিমলা চুক্তি' স্বাক্ষরিত হয়েছিল?
➢ লর্ড ওয়েভেল।
২৫| 'লখনৌ চুক্তি' কাদের মধ্যে হয়েছিল?
➢ কংগ্রেস ও মুসলিম লীগ।
ভারতের ভূগোল
২৬| 'রণ' শব্দের অর্থ কি?
➢ কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি।
২৭| কোন শহর 'ভারতের রোম' নামে পরিচিত?
➢ দিল্লি।
২৮| ভারতের কোন রাজ্যের অধিবাসীরা নিজেদের 'কুভালি পাক' নামে ডাকে?
➢ মনিপুর।
২৯| 'ভারতের সবথেকে ভালো কোক কয়লা কোথায় পাওয়া যায়?
➢ ঝরিয়ায়।
৩০| 'রোটাংগাস গিরিপথ' ভারতের কোন রাজ্যে আছে?
➢ হিমাচল প্রদেশ।
আন্তর্জাতিক ভূগোল
৩১| হাভানার কোন বস্তু পৃথিবী বিখ্যাত?
➢ সিগার।
৩২| জামাইকা কোন বস্তু উৎপাদনে পৃথিবী বিখ্যাত?
➢ বক্সাইট।
৩৩| 'আন্তর্জাতিক নদী গবেষণাগার' কোন দেশে আছে?
➢ ফিলিপিন্স।
৩৪| এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি?
➢ টোকিও।
৩৫| পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি?
➢ সিন্ধু।
রাষ্ট্রনীতি
৩৬| কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন?
➢ রাষ্ট্রপতি।
৩৭| সুপ্রিম কোর্টের বিচারপতি, তার মেয়াদকাল পূর্ণ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে, কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন?
➢ রাষ্ট্রপতি।
৩৮| অনগ্রসর শ্রেণির জন্য 'মন্ডল কমিশন' কবে গঠিত হয়?
➢ ১৮৭৮।
৩৯| সংসদীয় পদ্ধতিতে ভারতীয় অবদান কোনটি?
➢ অ্যাডজর্নমেন্ট মোশন।
৪০| কোনো বিধেয়ক, অর্থ বিধেয়ক কিনা, তার সিদ্ধান্ত কে নেন?
➢ লোকসভার অধ্যক্ষ।
৪১| লোকসভার জিরো আওয়ারের মেয়াদকাল কত দিনের?
➢ অনির্দিষ্ট।
More Important GK | Link |
---|---|
রামসার সাইট জিকে প্রশ্ন ও উত্তর | Click Here |
Please do not enter any spam link in the comment box.