Ads Area

General Knowledge in Bengali - কর্মসংস্থান বাংলা জিকে | GK in Bengali

General Knowledge in Bengali - কর্মসংস্থান বাংলা জিকে | GK in Bengali

কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ১
কর্মসংস্থান বাংলা জিকে পর্ব - ১

নমস্কার বন্ধুরা,
আজকের এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি General Knowledge in Bengali - কর্মসংস্থান বাংলা জিকে | GK in Bengali


জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, PSC, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।


Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে বাংলা জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে এই সিরিজ পর্ব শুরু করেছে। প্রতিটি প্রশ্ন সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


আরো পড়ুন...

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর (All Part)



General Knowledge in Bengali


জীববিদ্যা


১| কোন বিজ্ঞানী বসন্ত রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন?

➢ এডওয়ার্ড জেনার।


২| গমের রাস্ট রোগ ঘটায় কোন ছত্রাক?

➢ পাকসিনিয়া গ্র্যামিনিজ।


৩| পৃথিবীর সবথেকে বড় প্রাণীকোশের নাম কী?

➢ উটপাখির ডিম।


৪| রবার্ট ব্রাউন কোশের কোন অংশ আবিষ্কার করেন?

➢ নিউক্লিয়াস।


৫| অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি হয়, এদেরকে কী বলে?

➢ প্রোটিনয়েড।



পদার্থবিদ্যা


৬| 'দ্রুতি' কী রাশি?

➢ স্কেলার রাশি।


৭| বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী?

➢ ভোল্ট।


৮| তরঙ্গ কয় প্রকার ও কী কী?

➢ ২ প্রকার, অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ।


৯| 'বার্লো চক্র' কী নিয়মে কাজ করে?

➢ বামহস্ত নিয়ম।


১০| দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?

➢ ল্যাকটোমিটার।



রসায়ন


১১| গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী?

➢ ম্যানোমিটার।


১২| সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?

➢ কার্বন-ডাই-অক্সাইড।


১৩| অ্যামোনিয়াম সালফেটের অণুতে ক'টি পরমাণু আছে?

➢ ১৫ টি।


১৪| 'হাইপো' কী?

➢ সোডিয়াম থায়োসালফেট।


১৫| প্ল্যাটিনাম, হাইড্রোজেনকে শুষে নিলে তাকে কী বলে?

➢ অন্তধৃতি।



ভারতের ইতিহাস


১৬| 'গদর পার্টি'র প্রতিষ্ঠাতা কে?

➢ লালা হরদয়াল (মার্কিন যুক্তরাষ্ট্রে)।


১৭| 'খানুয়ার যুদ্ধ' কাদের মধ্যে হয়েছিল?

➢ বাবর ও রাণা সংগ্রাম সিংহ (১৫২৭ খ্রিস্টাব্দে)।


১৮| আলবিরুণী কখন ভারতে আসেন?

➢ সুলতান মামুদের ভারত আক্রমণকালে।


১৯| গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?

➢ ধন্বন্তরী।


২০| পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক কে ছিলেন?

➢ টমাস মেকলে।





ভারতের স্বাধীনতা সংগ্রাম


২১| কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে?

➢ সিপাহি বিদ্রোহ।


২২| ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়?

➢ ১৮৫৮ সালে।


২৩| মোহনদাস করমচাঁদ গান্ধীকে কে 'মিকি মাউস' আখ্যা দেন?

➢ সরজিনী নাইডু।


২৪| অ্যানি বেসান্ত 'হোমরুল আন্দোলন' কোথায় সংগঠিত করেছিলেন?

➢ মাদ্রাজ।


২৫| আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে?

➢ পণ্ডিতা রমাবাঈ।



ভারতের ভূগোল


২৬| আন্দামান দ্বীপপুঞ্জের বিখ্যাত কারাগারের নাম কী?

➢ সেলুলার জেল।


২৭| ভাকরা ও নাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে?

➢ শতদ্রু।


২৮| 'আহার' নদী ভারতের কোন রাজ্যে আছে?

➢ রাজস্থান।


২৯| 'বরোদা' শহরের নাম এখন কি?

➢ ভাদোদরা।


২৯| ওড়িশার দামনজোড়ি কী জন্য বিখ্যাত?

➢ অ্যালুমিনিয়াম।


৩০| 'মান্নার উপসাগর'টি কোথায় আছে?

➢ তামিলনাড়ুর পূর্বে।



আন্তর্জাতিক ভূগোল


৩১| ইউরোপের রূঢ় উপত্যকার প্রধান খনিজ সম্পদ কী?

➢ কয়লা।


৩২| বিশ্ববিখ্যাত 'নায়াগ্রা জলপ্রপাত' কোন নদী থেকে সৃষ্ট?

➢ সেন্ট লরেন্স।


৩৩| কোন দেশ টিউলিপ ফুলের জন্য বিখ্যাত?

➢ হল্যান্ড।


৩৪| 'সিনাই পেনিনসুলা' কোন আফ্রিকান দেশে আছে?

➢ মিশর।


৩৫| ব্রাজিল মালভূমি ও আন্দিজ পর্বতের মধ্যে সংযোগরক্ষাকারী মালভূমির নাম কী?

➢ মতোগ্রাসো।



রাষ্ট্রনীতি


৩৬| কে প্রথম বিরোধী দলনেতা হিসাবে লোকসভায় তার আসন পান?

➢ যশবন্তরাও বলবন্তরাও চবন।


৩৭| সবথেকে কম কত বছর বয়সে কোনো ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন?

➢ ২৫ বছর।


৩৮| লোক আদালতের জনক কে?

➢ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পি.এন.ভগবতী।


৩৯| লোকসভার জিরো আওয়ারের মেয়াদকাল কতদিনের?

➢ অনির্দিষ্ট।


৪০| রাষ্ট্রপতির বক্তৃতা কে তৈরি করেন?

➢ প্রধানমন্ত্রী ও তাঁর ক্যাবিনেট।



More Important GK Link
ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ২ Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad