GK Questions Answers in Bengali Part 5 - Bangla Question Answer : Bangla GK Diary
GK Questions Answers in Bengali Part 5 |
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের কাছে শেয়ার করছি GK Questions Answers in Bengali Part 5 - Bangla Question Answer : Bangla GK Diary
জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank, PSC, Miscellaneous ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে।
Bangla GK Diary তাই বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ 'বাংলা জিকে' প্রশ্ন-উত্তর নিয়ে এই সিরিজ পর্ব শুরু করেছে।
আরো পড়ুন...
➜ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)
GK Questions Answers in Bengali Part 5
জীববিদ্যা
১| 'মানব শরীরের কোন পাচকরসে উৎসেচক থাকে না?
➢ পিত্তরস।
২| ফ্যাট পরিপাকে সহায়তাকারী একটি উৎসেচকের নাম কি?
➢ লাইপেজ।
৩| ফুসফুসীয় শিরায় কি ধরনের রক্ত প্রবাহিত হয়?
➢ বিশুদ্ধ রক্ত।
৪| ধুতরা গাছের পাতায় কি উপাক্ষার পাওয়া যায়?
➢ ডাটুরিন।
৫| কোন প্রাণী ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে?
➢ অ্যামিবা।
পদার্থবিদ্যা
৬| এস.আই পদ্ধতিতে দ্রুতির একক কি?
➢ মিটার/সেকেন্ড।
৭| 'ত্বরণ' কি রাশি?
➢ ভেক্টর রাশি।
৮| 'এক্স রশ্মি'/ উৎপাদনের যন্ত্রের নাম কি?
➢ কুলিজ নল।
৯| কোন হীরেকে 'কার্বোনেডো' বলে?
➢ কালো হীরে।
১০| টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি, কোন শক্তিতে রূপান্তরিত হয়?
➢ তড়িৎশক্তি শব্দশক্তিতে।
রসায়ন
১১| কে সর্বপ্রথম অ্যামোনিয়া গ্যাস তৈরি করেন?
➢ জোসেফ প্রিস্টলে (১৭৭৪ খ্রিস্টাব্দে)।
১২| লাইকার অ্যামোনিয়া কাকে বলে?
➢ অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে।
১৩| 'নাইট্রাইট' কি ধরনের যৌগ?
➢ সমযোজী যৌগ।
১৪| কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়?
➢ হাইড্রোমিটার।
১৫| কোন অ্যাসিড লোহাকে নিষ্ক্রিয় করে দেয়?
➢ ধুমায়মান নাইট্রিক অ্যাসিড।
ভারতের ইতিহাস
১৬| বীরবল কে ছিলেন?
➢ সম্রাট আকবরের মন্ত্রী।
১৭| ভারতের কোন বিদেশী শাসনকর্তারা 'ক্ষত্রপ' উপাধি ধারণ করেন?
➢ উত্তর-পশ্চিম ভারতের শক শাসনকর্তারা।
১৮| প্রয়াগের মেলা কি নামে পরিচিত ছিল?
➢ মহামোক্ষ ক্ষেত্র।
১৯| কোন শব্দ থেকে 'মোঙ্গল' শব্দটির উৎপত্তি হয়েছে?
➢ মোঙ্গ (এর অর্থ 'নির্ভীক')।
২০| সুফিদের দুটি সম্প্রদায়ের নাম লিখুন-
➢ চিশতি ও সুরাবর্দী।
ভারতের স্বাধীনতা সংগ্রাম
২১| ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি কে ছিলেন?
➢ অ্যালান অক্টোভিয়ান হিউম।
২২| 'ভারত ছাড়ো আন্দোলন'এর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
➢ লর্ড লিনলিথগো।
২৩| কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর সৃষ্টি হয়?
➢ সুরাত।
২৪| কে অরবিন্দ ঘোষকে 'স্বাদেশীকতার ধর্মগুরু' আখ্যা দেন?
➢ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ভারতের ভূগোল
২৫| তৈরি হয়ে গেল বিশ্বের উচ্চতম রেল সেতু 'দ্য আর্ক অব চেনাব'। চেনাব নদী থেকে কত মিটার উঁচুতে এই সেতুটি তৈরি করা হয়েছে?
➢ ৩৫৯ মিটার।
২৬| ভারতের সবথেকে বেশি কাপড়ের কল আছে কোন রাজ্যে?
➢ গুজরাত।
২৭| কোন শহরকে 'ভারতের বিজ্ঞান নগরী' বলে?
➢ বেঙ্গালুরু।
২৮| 'বরোদা' শহরের নাম এখন কি?
➢ ভাদোদরা।
২৯| 'পিছবনি' ও 'রসুলপুর' নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে?
➢ পূর্ব মেদিনীপুর।
আন্তর্জাতিক ভূগোল
৩০| জামাইকা কোন বস্তু উৎপাদনে পৃথিবী বিখ্যাত?
➢ বক্সাইট।
৩১| কোন দেশকে পৃথিবীর 'সুগার বাউল' বলা হয়?
➢ কিউবা।
৩২| ইউরোপের রূঢ় উপত্যকার প্রধান খনিজ সম্পদ কি?
➢ কয়লা।
৩৩| বিশ্ববিখ্যাত 'নায়াগ্রা জলপ্রপাত' কোন নদী থেকে সৃষ্ট?
➢ সেন্ট লরেন্স।
৩৪| কোন দেশ টিউলিপ ফুলের জন্য বিখ্যাত?
➢ হল্যান্ড।
রাষ্ট্রনীতি
৩৫| 'সমষ্টি উন্নয়ন প্রকল্প' এর প্রবক্তা কে?
➢ বলবন্ত রায় মেহেতা।
৩৬| ভারতের কোন রাজ্যের আলাদা সংবিধান আছে?
➢ জম্মু ও কাশ্মীর।
৩৭| ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কে?
➢ অ্যাটর্নি জেনারেল।
৩৮| কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন?
➢ রাষ্ট্রপতি।
৩৯| 'সুপ্রিম কোর্ট'এর বিচারপতি তার মেয়াদকাল পূর্ণ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন?
➢ রাষ্ট্রপতি।
More Important GK | Link |
---|---|
কর্মক্ষেত্র বাংলা জিকে পর্ব - ৪ | Click Here |
Please do not enter any spam link in the comment box.