ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা : List of Important Research Institutes in India PDF in Bengali
List of Important Research Institutes in India |
Research Institute - গবেষণা কেন্দ্র
ভারত অনেক বিখ্যাত এবং মর্যাদাপূর্ণ সরকারী গবেষণা কেন্দ্রের আবাসস্থল। একটি দেশে বিভিন্ন ক্ষেত্রে গবেষণা কেন্দ্রের উপস্থিতি সরাসরি দেশের উন্নয়নের সাথে যুক্ত। একটি গবেষণা কেন্দ্র কেবল শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম হয় না, এখানে অনেক দক্ষতাও প্রকাশ পায়, যা বাস্তব-বিশ্বে, অন্যদের কাছে সত্যিকারের সুবিধা সরবরাহ করে। ভারতে বহুবিধ ক্ষেত্রের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি কেন্দ্র তাদের নিজস্ব মূল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
List of Important Research Institutes in India PDF in Bengali
আজকের পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি List of Important Research Institutes in India PDF in Bengali। এখানে আপনারা ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র ও তাদের অবস্থান সম্পর্কিত তালিকা পাবেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে নানান প্রশ্ন এসে থাকে।
নীচে এই তালিকার PDF / পিডিএফ দেওয়া আছে। আপনারা প্রয়োজনমতো পিডিএফ টি সংগ্রহ করে নেবেন।
Read This ☞ 1000+ Geography GK MCQ in Bengali
ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা
ক্রমিক সংখ্যা |
ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্র | অবস্থান |
---|---|---|
১ | কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার | দেরাদুন |
২ | ভারতীয় ক্যান্সার গবেষণাগার | মুম্বই |
৩ | ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার | দেরাদুন |
৪ | ভারতীয় কৃষি গবেষণাগার | নিউ দিল্লি |
৫ | কেন্দ্রীয় ধান গবেষণাগার | কটক |
৬ | কেন্দ্রীয় আলু গবেষণাগার | শিমলা |
৭ | কেন্দ্রীয় আখ গবেষণাগার | কোয়েম্বাটুর |
৮ | কেন্দ্রীয় তামাক গবেষণাগার | রাজামুন্দ্রি |
৯ | কেন্দ্রীয় সড়ক গবেষণাগার | নিউ দিল্লি |
১০ | জাতীয় চিনি গবেষণাগার | কানপুর |
১১ | ভারতীয় লাক্ষা গবেষণাগার | রাঁচি |
১২ | জাতীয় দুগ্ধ গবেষণাগার | কার্নাল |
১৩ | কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার | ধানবাদ |
১৪ | কেন্দ্রীয় চামড়া গবেষণাগার | চেন্নাই |
১৫ | কেন্দ্রীয় খনি গবেষণাগার | ধানবাদ |
১৬ | কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার | লক্ষ্ণৌ |
১৭ | ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ | পুনে ও দিল্লি |
১৮ | ভারতীয় মহাকাশ গবেষণাগার | বেঙ্গালুরু |
১৯ | কেন্দ্রীয় গম গবেষণাগার | পুসা |
২০ | কেন্দ্রীয় পাট গবেষণাগার | ব্যারাকপুর |
২১ | কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার | জুনপুট |
২২ | কেন্দ্রীয় চা গবেষণাগার | জোরহাট |
২৩ | কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার | নাগপুর |
২৪ | কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার | মহীশূর |
২৫ | জাতীয় সমুদ্র গবেষণাগার | পানাজি |
২৬ | জাহাজ গবেষণাগার | চেন্নাই |
২৭ | বস্ত্র গবেষণাগার | পুনে |
২৮ | কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার | দিল্লি |
২৯ | সর্বভারতীয় ম্যালেরিয়া গবেষণাগার | দিল্লি |
৩০ | কেন্দ্রীয় নারকেল গবেষণাগার | কাসারগড় |
৩১ | কেন্দ্রীয় বিল্ডিং গবেষণাগার | রুড়কি |
৩২ | জাতীয় উদ্ভিদ গবেষণাগার | লক্ষ্ণৌ |
৩৩ | কেন্দ্রীয় কাচ গবেষণাগার | কলকাতা |
৩৪ | পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার | হরিণঘাটা |
৩৫ | মৃত্তিকা গবেষণাগার | দেরাদুন, চন্ডিগড়, কোটা, আগ্রা ও যোধপুর |
৩৬ | বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার | চন্ডিগড় |
৩৭ | উচ্চতা বিষয়ক গবেষণাগার | গুলমার্গ |
৩৮ | জাতীয় পুষ্টি গবেষণাগার | হায়দ্রাবাদ |
৩৯ | জাতীয় যক্ষ্মা গবেষণাগার | বেঙ্গালুরু |
৪০ | জাতীয় বিমান গবেষণাগার | বেঙ্গালুরু |
৪১ | হীরক গবেষণাগার | সুরাট |
PDF-এর ডাউনলোড লিঙ্ক নীচে রয়েছে।
File Details:
File Name: List of Important Research Institutes in India
Language: Bengali
Format: PDF
File Size: 150 KB
No. of Pages: 2
Download Link: Click Here to Download
Please do not enter any spam link in the comment box.