Ads Area

6th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary

6th May, 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ | Daily Current Affairs in Bengali - Bangla GK Diary


6th May Current Affairs in Bengali
6th May Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 6th May, 2021 Current Affairs এর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs 2021 India, Current Affairs 2021 questions and answers, Current Affairs 2021 PDF, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স pdf, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ PDF, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর





6th May Current Affairs in Bengali




1. পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স ২০২১ জয়ী হলেন কে?
>> লুইস হ্যামিলটন।

2. প্রতিবছর কোন দিনটিতে "International Firefighter's Day" পালিত হয়।
>> 4th May.

3. সম্প্রতি প্রয়াত পারুল দেবী দাস কোন রাজ্যের প্রথম আইএএস (IAS) অফিসার ছিলেন?
>> আসাম।

4. কোন দেশ সম্প্রতি শিক্ষক, শ্যামলা গণেশ কে "অর্ডার অফ রাইজিং সান" অ্যাওয়ার্ড প্রদান করেছে?
>> জাপান।

5. কে সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন?
>> প্রফুল্ল চন্দ্র পান্থ।

6. সম্প্রতি প্রয়াত জগমোহন কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
>> জম্মু ও কাশ্মীর।

7. মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে কতবারের জন্য শপথ নিলেন?
>> তৃতীয়বারের জন্য।

8. কোন অ্যাপ ভারতে তার মোবাইল অ্যাপে "ভ্যাকসিন ফাইন্ডার" টুল চালু করবে?
>> ফেসবুক।

9. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি 'Believe in Sport' ক্যাম্পেইনে কোন ভারতীয় অ্যাথলিটকে নির্বাচন করেছে?
>> পিভি সিন্ধু।

10. ২০২১ সালে কবে বিশ্ব হাঁপানি দিবস (World Asthma Day) পালিত হয়েছে?
>> 4th May. এটি প্রতিবছর মে মাসের প্রথম মঙ্গলবার পালিত হয়।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad