1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল প্রশ্ন ও উত্তর পর্ব - ১ | Geography GK Questions in Bengali
Geography GK MCQ in Bengali |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পৃথিবীর ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল gk, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর এইসব বিষয় থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রয়োজন।
এই সিরিজে আমরা ১০০০+ গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন, যেগুলি পরীক্ষায় বারবার এসেছে সেগুলি আপনাদের জন্য নিয়ে আসব। আজ তাই আপনাদের জন্য ভূগোল প্রশ্ন উত্তর পর্ব ১ শুরু করলাম যেখানে ২০ টি গুরুত্বপূর্ণ Geography GK MCQ in Bengali দেওয়া হয়েছে।
প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিন আর দেখুন কতগুলি উত্তর আপনার জানা আছে।
ভূগোল জি.কে প্রশ্ন ও উত্তর পর্ব - ১
❒ ভারতের সবচেয়ে লম্বা খাল বা ক্যানেল কোনটি?
A) ইন্দিরা গান্ধী খাল
B) হিসার খাল
C) গোবিন্দ বল্লভপন্থ সাগর
D) কৃষ্ণরাজ সাগর খাল
উত্তরঃ A) ইন্দিরা গান্ধী খাল
❒ এরোপ্লেন বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে সাধারণত উড়ে?
A) ট্রপোস্ফিয়ার
B) আয়োনোস্ফিয়ার
C) মেসোস্ফিয়ার
D) স্ট্রাটোস্ফিয়ার
উত্তরঃ D) স্ট্রাটোস্ফিয়ার
❒ বায়ুমন্ডলের কোন স্তরে প্রতিফলিত হয় রেডিও ওয়েভ ফিরে আসে?
A) মেসোস্ফিয়ার
B) স্ট্রাটোস্ফিয়ার
C) ট্রপোস্ফিয়ার
D) থার্মোস্ফিয়ার
উত্তরঃ A) মেসোস্ফিয়ার
❒ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A) আনাইমুদি
B) দোদাবেতা
C) নীলগিরি
D) কোনোটিই নয়
উত্তরঃ A) আনাইমুদি
❒ কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়?
A) আগ্নেয় শিলা
B) পাললিক শিলা
C) রূপান্তরিত শিলা
D) কোনোটিই নয়
উত্তরঃ B) পাললিক শিলা
❒ কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়?
A) বুধ
B) মঙ্গল
C) বৃহস্পতি
D) শুক্র
উত্তরঃ B) মঙ্গল
❒ ভারতের সবথেকে উঁচু বাঁধ কোনটি?
A) ভাকরা নাঙ্গাল বাঁধ
B) তেহেরী বাঁধ
C) রিহান্দ বাঁধ
D) পাঞ্চেৎ বাঁধ
উত্তরঃ B) তেহেরী বাঁধ
❒ যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত, সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
A) হিলিয়াম
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) হাইড্রোজেন
উত্তরঃ D) হাইড্রোজেন
❒ মিশরের দুটি শহরের ওপর মধ্যাহ্ন সূর্য রশ্মির পতন কোণের তারতম্য বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন?
A) কোপার্নিকাস
B) গ্যালিলিও
C) ইরাটসথেনিস
D) কেপলার
উত্তরঃ C) ইরাটসথেনিস
❒ ভারতের সব থেকে পুরনো বহুমুখী পরিকল্পনার নাম কি?
A) ভাকরা নাঙ্গাল ভ্যালি কর্পোরেশন
B) নর্মদা ভ্যালি প্রজেক্ট
C) মাহেশ্বর প্রজেক্ট
D) দামোদর ভ্যালি প্রজেক্ট
উত্তরঃ D) দামোদর ভ্যালি প্রজেক্ট
❒ 'নাগার্জুন নদী পরিকল্পনা' - কোন নদীর তীরে গড়ে উঠেছে?
A) কৃষ্ণা নদীর তীরে
B) কাবেরী নদীর তীরে
C) গোদাবরী নদীর তীরে
D) তাপ্তি নদীর তীরে
উত্তরঃ A) কৃষ্ণা নদীর তীরে
❒ পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
A) ভুটান
B) মালদ্বীপ
C) ভ্যাটিকান সিটি
D) মাল্টা
উত্তরঃ C) ভ্যাটিকান সিটি
❒ 'শ্বেতহস্তির দেশ' কাকে বলা হয়?
A) আফ্রিকা
B) থাইল্যান্ড
C) মালয়েশিয়া
D) শ্রীলঙ্কা
উত্তরঃ B) থাইল্যান্ড
❒ 'ভূমধ্যসাগরের চাবি' কাকে বলা হয়?
A) জিব্রাল্টার
B) সুয়েজ খাল
C) পর্তুগাল
D) সিসিলি
উত্তরঃ A) জিব্রাল্টার
❒ 'হাজার হ্রদের দেশ' (Land of Thousand Lakes) কোন দেশকে বলা হয়?
A) থাইল্যান্ড
B) হল্যান্ড
C) ফিনল্যান্ড
D) নিউজিল্যান্ড
উত্তরঃ C) ফিনল্যান্ড
❒ 'পঞ্চ সমুদ্রের বন্দর' কাকে বলা হয়?
A) লন্ডন
B) টোকিও
C) মস্কো
D) হংকং
উত্তরঃ C) মস্কো
❒ 'ভাকরানাঙ্গাল প্রজেক্ট' - কোন রাজ্যে অবস্থিত?
A) অরুণাচল প্রদেশ
B) হিমাচল প্রদেশ
C) মাদ্রাজ
D) রাজস্থান
উত্তরঃ B) হিমাচল প্রদেশ
❒ 'প্রাচ্যের ব্রিটেন' কোন দেশকে বলা হয়?
A) জাপান
B) চীন
C) মালয়েশিয়া
D) নিউজিল্যান্ড
উত্তরঃ A) জাপান
❒ পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?
A) নিউইয়র্ক
B) লন্ডন
C) প্যারিস
D) টোকিও
উত্তরঃ D) টোকিও
❒ ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
A) নর্মদা নদী পরিকল্পনা
B) দামোদর নদী পরিকল্পনা
C) হিরাকুদ নদী পরিকল্পনা
D) ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা
উত্তরঃ C) হিরাকুদ নদী পরিকল্পনা
More Important GK | Link |
---|---|
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলির তালিকা | Click Here |
Please do not enter any spam link in the comment box.