Ads Area

5th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ - Bangla GK Diary

5th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১

5th June 2021 Current Affairs in Bengali
5th June 2021 Current Affairs in Bengali

Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 5th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।


Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 5th June 2021 Current Affairs, June 2021 Current Affairs




5th June 2021 Current Affairs in Bengali::


1. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
➢ 5 জুন
☞ 2021 Theme - Ecosystem Restoration
☞ পৃথিবী এবং প্রকৃতিকে রক্ষা করতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্য জনগণকে সচেতন করার উদ্দেশ্যে প্রতিবছর এই দিবস পালন করা হয়।
☞ এবারে পরিবেশ দিবসের আয়োজিত দেশ হল পাকিস্তান।
☞ 1974 সালে প্রথম ইউনাইটেড নেশন (UN) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে।

2. 2021 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার কে পেলেন?
➢ ডেভিড ডিওপ
☞ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বা ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ একটি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার যেটা ইউনাইটেড কিংডম প্রদান করে থাকে।
☞ পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হয় 50 হাজার পাউন্ড।

3. ভারতে হোয়াটসঅ্যাপ কোম্পানির grievance officer হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ পরেশ বি লাল
☞ WhatsApp প্রতিষ্ঠা সাল: 2009
☞ WhatsApp CEO: Will Cstheart
☞ WhatsApp সদর দপ্তর: ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট।

4. WHO executive board এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ ডক্টর প্যাট্রিক আমোথ
☞ ইনি কেনিয়ার স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল।
☞ WHO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
☞ প্রতিষ্ঠা সাল 1948 সালের 7 এপ্রিল।

5. কোন রাজ্যে Indus Best Mega Food Park এর উদ্বোধন করা হলো?
➢ ছত্রিশগড়
☞ এটির উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
☞ বর্তমানে নরেন্দ্র সিং তোমার কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী পদে নিযুক্ত আছেন।
☞ ছত্রিশগড় এর রাজধানী রায়পুর।
☞ রাজ্যপাল অনুসূয়া উইকি।

6. কোন রাজ্য sustainable development goal (SDG) India index 2020-21 এ শীর্ষস্থান দখল করেছে?
➢ কেরালা
☞ Sustainable development goal India index 2020-21 এবছর এটা তৃতীয়তম।
☞ এই সূচকটি প্রকাশ করে নীতি আয়োগ।
☞ 3 জুন নীতি আয়োগ এর ভাইস চেয়ারপারসন রাজীব কুমার এই সূচকটি প্রকাশ করলেন।
☞ কেরালা রাজ্যের স্কোর - 75
☞ হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু রাজ্যের স্কোর - 74
☞ অন্ধ্রপ্রদেশ, গোয়া, কর্ণাটক ও উত্তরাখণ্ড রাজ্যের স্কোর - 72

7. কোন সংস্থা 'Nano Urea' নামে চাষের জন্য বিশ্বে প্রথম তরল ইউরিয়া তৈরি করল?
➢ IFFCO
☞ IFFCO এর পুরো নাম - Indian fermata fertiliser cooperative limited
☞ সদরদপ্তর নিউ দিল্লি।

8. উত্তর প্রদেশের রাজ্য সরকার করোনায় প্রয়াত সাংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা হিসেবে দেওয়ার কথা ঘোষণা করল?
➢ 10 লক্ষ
☞ উত্তর প্রদেশের রাজধানী লখনৌ।
☞ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
☞ উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল

9. Dublin Literacy award 2021 জিতলেন ভ্যালেরিয়া লুইসেলি, ইনি কোন দেশের লেখিকা?
➢ মেক্সিকো
☞ Lost Children Archieve এই উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার জিতলেন।
☞ পুরস্কারের অর্থমূল্য €100000 অর্থাৎ প্রায় 89,27,300 টাকা।
☞ এই পুরস্কারটি সাহিত্যের জন্য বিশ্বের অন্যতম ধনী পুরস্কার হিসেবে বিবেচিত হয়।

10. CSIR - Central for cellular and molecular biology (CCMB) অডিটর পদে কে নিযুক্ত হলেন?
➢ ডঃ বিনয় কুমার নন্দীকুড়ি
☞ ইনি একজন molecular biologist
☞ ইনি DBT National Institute of Immunology New Delhi এর বিজ্ঞানী।






More Current Affairs

Link

4th June 2021 Current Affairs

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad