4th June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
4th June 2021 Current Affairs in Bengali |
Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে আপনারা 4th June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য বাংলা জিকে ডায়েরি এবার থেকে প্রতিদিন সকালে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবে সম্পূর্ণ বাংলাতে।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 4th June 2021 Current Affairs, June 2021 Current Affairs
4th June 2021 Current Affairs in Bengali::
1. কোন রাজ্য সরকার X - Ray on wheels লঞ্চ করল?
➢ উড়িষ্যা
☞ প্রচলিত পদ্ধতিতে অ্যান্টিজেন এবং RT-PCR পরীক্ষার মাধ্যমে কোভিড-19 এর মিউট্যান্ট স্ট্রেনগুলির সনাক্তকরণ ক্রমশ কঠিন হয়ে উঠেছে। এখন অনেক চিকিৎসক কোভিড-19 সংক্রমণ শনাক্ত করতে এক্স-রে এবং সিটি স্ক্যানগুলির উপর নির্ভর করছেন।
☞ গ্রামীণ অঞ্চলে এই পরিষেবা গুলো লোকের পক্ষে খুব সহজে অ্যাক্সেসযোগ্য নয় বলে উড়িষ্যার কটক জেলা প্রশাসন দ্রুত সমাধানের জন্য x ray on wheels পরিষেবা চালু করল।
☞ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
☞ উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল।
☞ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর।
2. কোন দেশ তিন সন্তান নীতি (three child policy) আনলো?
➢ চীন
☞ জনসংখ্যা কমেছে বলে তিন সন্তান নীতি জারি করল চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
☞ চীনের রাজধানী বেইজিং।
☞ চীনের মুদ্রা রেনমিনবি।
3. Savarkar: A contested Legacy (1924-1966) এই বইটির লেখক কে?
➢ বিক্রম সম্পথ
☞ ইনি একজন ইতিহাসবিদ।
☞ বইটি প্রকাশিত হবে 26 জুলাই 2021.
☞ বইটির প্রকাশক penguin random house India.
4. আইজ্যাক হেরজোগ কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন?
➢ ইজরায়েল
☞ আইজ্যাক হেরজোগ ইজরায়েলের 11 তম রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন।
☞ ইজরায়েলের রাজধানী জেরুজালেম।
☞ ইজরায়েলের মুদ্রা ইজরায়েলি শেকেল।
5. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল Saksham পেনশন স্কিম লঞ্চ করল?
➢ জম্মু-কাশ্মীর
☞ প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু-কাশ্মীর কোভিড ভুক্তভোগীদের পরিবারের জন্য Saksham স্কিম লঞ্চ করল।
☞ লক্ষ্য হলো একমাত্র উপার্জনকারী কে হারানো পরিবারগুলির জীবিকা নিশ্চিত করা।
☞ জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
6. ভারতের কোন রাজ্যে সবথেকে বৃহত্তম বুদ্ধ মূর্তি (Reclining Buddha) স্থাপিত হলো?
➢ বিহার
☞ 26 মে বুদ্ধ জয়ন্তী দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনে ভারতের বৃহত্তম স্ট্যাচু অফ রিক্লাইনিং বুদ্ধা বোধগয়া বৌদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন মন্দির স্থাপিত হলো।
☞ এটা 100 ফুট শায়িত ফাইবার গ্লাস স্ট্যাচু।
☞ এই স্ট্যাচুটি কলকাতার 22 জন আর্টিস্ট দ্বারা তিনমাস ধরে তৈরি করা হয়েছে।
7. আইসল্যান্ডের নতুন ভারতীয় অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?
➢ বি শ্যাম
☞ আইসল্যান্ডের রাজধানী রেইকাজাভিক।
☞ আইসল্যান্ডের মুদ্রা ক্রোনা।
8. কোন রাজ্য সরকার রাজ্যের গ্রামগুলিতে সোলার বেসড ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম লঞ্চ করল?
➢ গোয়া
☞ গোয়া রাজ্যের যেসব অঞ্চলে গ্রিড এর সাহায্যে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয় সেখানে বিদ্যুৎ দেওয়ার জন্য এই প্রোগ্রামটি চালু করা হয়।
☞ এই প্রোগ্রামটি চালু হয় গোয়ার প্রতিষ্ঠা দিবসের দিন অর্থাৎ 30 মে।
☞ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
☞ গোয়ার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি।
☞ গোয়ার রাজধানীর পানাজি।
9. আসাম রাইফেলস এর ডিরেক্টর জেনারেল পদের দায়িত্বভার কে গ্রহণ করলেন?
➢ লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দন নায়ার
☞ ইনি 21 তম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন।
☞ আসাম রাইফেলস সদরদপ্তর শিলং, মেঘালয়।
☞ আসাম রাইফেল প্রতিষ্ঠাকাল 1835.
10. 2021 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 91 কেজি বিভাগে সোনার পদক জয় লাভ করলেন সঞ্জিত কুমার, ইনি কোন রাজ্যের বাসিন্দা?
➢ আসাম
☞ বয়স 27 বছর
☞ ইনি কাজাকিস্তানের Vassili Levit কে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।
☞ 2021 সালে এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে দুবাই।
☞ ইনি 2021 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জিতলেন। প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন পুজা রাণী মহিলা 75 কেজি বিভাগে।
More Current Affairs |
Link |
---|---|
3rd June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.