ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র - Nuclear power plants in India
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা |
নমস্কার বন্ধুরা,
এই পেজে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নাম ও তাদের অবস্থানের একটি সুন্দর তালিকা শেয়ার করা হল।
পরমাণু শক্তি ভারতে চতুর্থ বৃহত্তম বিদ্যুতের উৎস। পরমাণু শক্তির স্থান এদেশে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎশক্তির ঠিক পরেই। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হল এক ধরনের বিদ্যুৎ কেন্দ্র যা বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক বিভাজন প্রক্রিয়া ব্যবহার করে। পারমাণবিক চুল্লি ব্যবহার করে এটি করা হয়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এমন একটি সুবিধা যা পারমাণবিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি পারমাণবিক বিভাজনের সময় উৎপাদিত তাপকে জল গরম করার জন্য ব্যবহার করে। পারমাণবিক বিভাজনে, পরমাণুগুলি বিভক্ত হয়ে ছোট পরমাণু গঠন করে, শক্তি উৎপন্ন করে। জল গরমের ফলে উৎপাদিত বাষ্প বিদ্যুৎ উৎপাদনকারী বড় টারবাইন ঘুরাতে ব্যবহৃত হয়।
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার কুদানকুলামে অবস্থিত। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তামিলনাড়ুর দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্প। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (MAPS), যা কালপক্কাম (তামিলনাড়ু) এ অবস্থিত।
এই পাঠের শেষে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর শেয়ার করা হয়েছে যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | অবস্থান |
---|---|
তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | তারাপুর, মহারাষ্ট্র |
রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | রাওয়াতভাটা, রাজস্থান |
কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | কৈগা, কর্ণাটক |
কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | কাকরাপার, গুজরাট |
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | কুদানকুলাম, তামিলনাড়ু |
মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | কালপক্কাম, তামিলনাড়ু |
নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র | নারোরা, উত্তরপ্রদেশ |
File Details:
File Name: ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুলির তালিকা
File Format: PDF
Language: Bengali
Download Link: Click Here
Frequently Asked Questions
প্রশ্নঃ ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তরঃ তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্নঃ ভারতে মোট কতগুলি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে?
উত্তরঃ ৭টি।
প্রশ্নঃ ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ?
উত্তরঃ কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্নঃ তারাপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ তারাপুর, মহারাষ্ট্র।
প্রশ্নঃ ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তরঃ হোমি ভাভা।
প্রশ্নঃ ভারতের পারমাণবিক শক্তি কমিশন (AEC) 1948 সালে কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ হোমি ভাভা।
প্রশ্নঃ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র।
প্রশ্নঃ ভারতে প্রথম দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ কালপক্কাম।
প্রশ্নঃ কুদানকুলাম কীসের জন্য বিখ্যাত?
উত্তরঃ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্নঃ কোন বিদেশী দেশ কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করে?
উত্তরঃ রাশিয়া।
More Important GK | Link |
---|---|
কর্মক্ষেত্র বাংলা জিকে পর্ব - ৫ | Click Here |
Please do not enter any spam link in the comment box.