Ads Area

State and Union Territory Capitals of India 2021-General Knowledge Questions and Answers in Bengali

State and Union Territory Capitals of India 2021-General Knowledge Questions and Answers in Bengali


MCQ on Indian states and Capitals
MCQ on Indian states and Capitals

এই পাঠে আমরা ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী গুলি সম্পর্কিত General Knowledge (GK) প্রশ্ন আলোচনা করব। এই জি.কে (GK) প্রশ্ন আলোচনার মাধ্যমে ভারতের সমস্ত রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী শহরগুলি জানার সুযোগ পাওয়া যাবে। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ভারতের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, ও তাদের রাজধানী সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রশ্ন পেয়ে যাবেন। In this Article we cover - GK Questions on States and Capitals of India, MCQ on Indian states and Capitals, Quiz on States and capitals of India.



States of India : GK abut the States and Union territories Capitals of India


ভারতে বর্তমানে 28 টি রাজ্য (State) ও 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) রয়েছে। এর আগে একটি পাঠে আমরা ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী গুলি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আপনি যদি ওই পাঠটি না দেখে থাকেন তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন-




আজকের পাঠে আমরা সেই রাজধানী সম্পর্কিত "State and Union Territory Capitals of India 2021-General Knowledge Questions and Answers in Bengali" নিয়ে এসেছি।



GK abut the States and Union territories Capitals of India


1. মহারাষ্ট্রের রাজধানী কী?





উত্তর= A) মুম্বই

 

2. নিচের কোনটি উত্তরাখণ্ডের রাজধানী?





উত্তর= C) দেরাদুন

 

3. দিশপুর কোন উত্তর-পূর্ব রাজ্যের রাজধানী?





উত্তর= A) আসাম

 

4. কোন শহর জম্মু ও কাশ্মীরের "গ্রীষ্মকালীন রাজধানী" হিসাবে পরিচিত?





উত্তর= B) শ্রীনগর

 

5. কাভারাত্তি কোন কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী?





উত্তর= B) লাক্ষাদ্বীপ

 

6. পোর্ট ব্লেয়ার কোন কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী?





উত্তর= A) আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ

 

7. ইটানগর ভারতের কোন রাজ্যের রাজধানী?





উত্তর= D) অরুণাচল প্রদেশ

 

8. রাঁচি ভারতের কোন রাজ্যের রাজধানী?





উত্তর= C) ঝাড়খণ্ড

 

9. ওড়িশার রাজধানীর নাম কী?





উত্তর= C) ভুবনেশ্বর

 

10. শিলভাসা কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী?





উত্তর= D) দাদরা ও নগর হাভেলি

 

11. উত্তর প্রদেশের রাজধানী কী?





উত্তর= D) লক্ষ্ণৌ

 

12. মেঘালয়ের রাজধানীর নাম কী?





উত্তর= C) শিলং

 

13. গান্ধীনগর কোন রাজ্যের রাজধানী?





উত্তর= A) গুজরাট

 

14. তিরুবনন্তপুরম __________________ এর রাজধানী।





উত্তর= D) কেরালা

 

15. গ্যাংটক কোন রাজ্যের রাজধানী?





উত্তর= A) সিকিম

 

16. _________________ ছত্তিশগড়ের রাজধানী।





উত্তর= C) রায়পুর

 

17. গোয়ার রাজধানী _____________________।





উত্তর= D) পানাজী

 

18. ভারতের হৃদয়, মধ্য প্রদেশের রাজধানী কোনটি?





উত্তর= B) ভোপাল

 

19. উত্তর পূর্ব রাজ্য, নাগাল্যান্ডের রাজধানী কি?





উত্তর= D) কোহিমা

 

20. রাজস্থান রাজ্যের রাজধানী কোনটি?





উত্তর= D) জয়পুর

 

21. কোন ভারতীয় শহর দুটি রাজ্যের রাজধানী?





উত্তর= C) চণ্ডীগড়

 

22. জম্মু ও কাশ্মীর রাজ্যের দুটি রাজধানী শহর রয়েছে। এই দুটি শহর কোনটি?





উত্তর= A) জম্মু ও শ্রীনগর

 

23. তামিলনাড়ুর রাজধানী কী?





উত্তর= C) চেন্নাই

 

24. হরিয়ানার রাজধানী কী?





উত্তর= A) চণ্ডীগড়

 

25. ভারতে বর্তমানে কটি রাজ্য ও কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?





উত্তর= C) 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল




More Important GK

Link

ভারতের রাজ্য এবং রাজধানী ২০২১

Click Here



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad