Ads Area

General Science Questions and Answers in Bengali Part 1 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali Part 1 for All Competitive Exams - জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর

General Science Questions and Answers in Bengali

General Science Questions and Answers in Bengali

নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে বিজ্ঞান থেকে 20 টি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর। Science বা বিজ্ঞান যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা তাই General Science থেকে Important GK Questions and Answers নিয়ে এই পর্ব শুরু করেছি। এই পর্বগুলির মাধ্যমে আমরা General Science in Bengali, পদার্থ বিজ্ঞান mcq, সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর, life science gk in bengali, রসায়ন বিজ্ঞান, জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন, বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর এগুলি নিয়ে আলোচনা করব।




জেনারেল সায়েন্স প্রশ্ন ও উত্তর পর্ব - ১


1. লোহাকে মরিচা মুক্ত করতে কোন গুরুত্বপূর্ণ ধাতু ব্যবহৃত হয়?

A) অ্যালুমিনিয়াম
B) কার্বন
C) ক্রোমিয়াম
D) টিন


2. মানুষের হৃদয়ে কতগুলি কক্ষ আছে?

A) চারটি
B) দুটি
C) তিনটি
D) পাঁচটি


3. নীলগাই নিম্নলিখিত কোন পরিবারভুক্ত?

A) গরু
B) ছাগল
C) ভেঁড়া
D) হরিণ


4. অ্যালকোহল-জল মিশ্রণ থেকে জলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে?

A) শোধন
B) বাষ্পীভবন
C) পাতন
D) ঊর্ধ্বপাতন


5. নিম্নলিখিত কে, নিউটনের আগেই প্রত্যাশা করে ঘোষণা করেন সব বস্তুই পৃথিবীর দিকে আকর্ষিত হয়?

A) আর্যভট্ট
B) বরাহমিহিত্র
C) বুদ্ধগুপ্ত
D) ব্রহ্মগুপ্ত


6. নিচের কোনটি সঠিক নয়-

A) অ্যানিমোমিটার - বায়ুর গতি
B) অ্যামমিটার - বিদ্যুৎপ্রবাহ
C) টেকিওমিটার - চাপ পার্থক্য
D) পায়রোমিটার - উচ্চতাপ


7. পৃথিবীর মুক্তিবেগ কত?

A) 15.0 কিমি/সেকেন্ড
B) 21.1 কিমি/সেকেন্ড
C) 7.0 কিমি/সেকেন্ড
D) 11.2 কিমি/সেকেন্ড


8. নিম্নলিখিত কোনটি সঞ্চিত হওয়ার ফলে মাংসপেশী ক্লান্তি অনুভব করে?

A) ল্যাকটিক অ্যাসিড
B) পাইরুভিক অ্যাসিড
C) বেঞ্জোয়িক অ্যাসিড
D) ইউরিক অ্যাসিড


9. পরমাণুর নিউক্লিয়াস'এর উপাদানগুলি হল-

A) ইলেকট্রন ও প্রোটন
B) ইলেকট্রন ও নিউট্রন
C) প্রোটন ও নিউট্রন
D) প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন


10. গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়?

A) মূল
B) ফল
C) ফুল
D) কান্ড




11. নিচের কোন পদার্থটি খাদ্যবস্তু সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়-

A) সাইট্রিক অ্যাসিড
B) পটাশিয়াম ক্লোরাইড
C) সোডিয়াম বেঞ্জোয়েট
D) সোডিয়াম ক্লোরাইড


12. হাড়ের সাথে মাংসপেশী সংযোগকারী টিস্যু কোনটি?

A) তরুণাস্থি
B) লিগামেন্ট
C) টেন্ডন
D) আন্তঃস্থায়ী তরল


13. কোন ভিটামিন আমাদের দেহে সবচেয়ে সহজে তৈরি হয়?

A) ভিটামিন এ
B) ভিটামিন বি
C) ভিটামিন সি
D) ভিটামিন ডি


14. নন-স্টিকের বাসনপত্রে কিসের প্রলেপ থাকে?

A) পি.ভি.সি
B) গ্রাফাইট
C) টেফলন
D) সিলিকন


15. হিমোগ্লোবিন কী?

A) প্রোটিন
B) কার্বহাইড্রেট
C) ফ্যাট
D) ভিটামিন


16. নিম্নলিখিত কোনটি একটি ভেক্টর রাশি নয়-

A) সরণ
B) বেগ
C) বল
D) আয়তন


17. মানুষের রক্তের পি.এইচ (pH) মান কত?

A) 7.2
B) 7.8
C) 6.6
D) 7.4


18. ফুল বিষয়ে অধ্যয়ন কে বলে-

A) ফ্রেনোলোজি
B) অ্যান্থোলোজি
C) অ্যাগ্রোস্টোলোজি
D) প্যালিনোলোজি


19. টমাটোর লাল রঙের কারণ কী?

A) ক্যাপসাইসিন
B) লাইকোপিন
C) জ্যানথোফিল
D) উপরের কোনটিই নয়


20. রাসায়নিকভাবে "মিল্ক অফ ম্যাগনেশিয়া" কী?

A) ম্যাগনেশিয়াম কার্বনেট
B) সোডিয়াম বাই-কার্বনেট
C) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
D) ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড




উত্তর:


1. C) ক্রোমিয়াম। 2. A) চারটি। 3. D) হরিণ। 4. C) পাতন। 5. D) ব্রহ্মগুপ্ত। 6. C) টেকিওমিটার - চাপ পার্থক্য। 7. D) 11.2 কিমি/সেকেন্ড। 8. A) ল্যাকটিক অ্যাসিড। 9. C) প্রোটন ও নিউট্রন। 10. D) কান্ড। 11. C) সোডিয়াম বেঞ্জোয়েট। 12. C) টেন্ডন। 13. D) ভিটামিন ডি। 14. C) টেফলন। 15. A) প্রোটিন। 16. D) আয়তন। 17. D) 7.4। 18. B) অ্যান্থোলোজি। 19. B) লাইকোপিন। 20. D) ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড।




More Important GK

Link

ভারতের রাজ্য এবং রাজধানী প্রশ্ন ও উত্তর

Click Here

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad