Ads Area

History GK in Bengali Questions and Answers Part 3 - ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর: Bangla GK Diary

History GK in Bengali Questions and Answers Part 3 - ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর

History GK in Bengali Questions and Answers Part 3
History GK in Bengali Questions and Answers Part 3

নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর।


ইতিহাস হল মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। ইতিহাসের গবেষণায় বিবেচিত উৎসগুলি তিনটি বিভাগে বিভক্ত: লিখিত, মৌখিক এবং শারীরিক বা সরাসরি। ইতিহাসবিদরা সাধারণত তিনটি উৎসই পরীক্ষা করেন। তবে লিখিত উপাদান সর্বজনীনভাবে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসাবে স্বীকৃত। হেরোডোটাসকে ইতিহাসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়।


ভারতীয় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন - WBCS, RRB, BANK, PSC, SSC, MTS, CGL, CHSL, POLICE ইত্যাদিতে আসতে দেখা যায়। History GK in Bengali Questions and Answers Part 3 - ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর: Bangla GK Diary তে তাই Competitive Exams এর জন্য সাম্ভাব্য ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হল। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ২৫ টি প্রশ্ন History GK in Bengali Questions and Answers Part 3 দেওয়া হল। প্রশ্নগুলি একবার ভালো করে দেখে নিন। ইতিহাস বিষয়ে আপনি কতটা প্রস্তুত একবার পরীক্ষা করে দেখুন।



Read More...

◾ ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর এর সমস্ত পর্ব -
>> History GK for Competitive Exam <<




ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ৩ ::


1. পুলিশি ব্যবস্থার প্রচলন করেন কে?

A) ওয়ারেন হেস্টিংস
B) লর্ড কর্নওয়ালিস
C) লর্ড মাউন্টব্যাটেন
D) লর্ড ক্লাইভ


2. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়?

A) 1770
B) 1771
C) 1772
D) 1773


3. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?

A) অপরাজিত বর্মন
B) নরসিংহ পল্লব
C) নরসিংহ পল্লব
D) শৈলশিরা


4. ব্রহ্মানন্দ উপাধি কে পান?

A) অপরাজিত বর্মন
B) নাগপাল
C) কেশব চন্দ্র
D) শৈলশিরা


5. রাওলাট আইন কবে পাস হয়?

A) 1917
B) 1919
C) 1921
D) 1923


6. মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন?

A) চন্দ্রগুপ্ত
B) সমুদ্র গুপ্ত
C) প্রথম কুমার গুপ্ত
D) তৃতীয় কুমার গুপ্ত


7. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন?

A) 15 বছর
B) 16 বছর
C) 20 বছর
D) 25 বছর


8. অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন?

A) কালিদাস
B) বানভট্ট
C) বরাহমিহির
D) ভাস


9. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?

A) বিপিনচন্দ্র পাল
B) কেশব সেন
C) রামমোহন রায়
D) দয়ানন্দ সরস্বতী


10. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?

A) দয়ানন্দ সরস্বতী
B) শিশির কুমার ঘোষ
C) রামমোহন রায়
D) বিপিনচন্দ্র পাল


11. পরিব্রাজক কে রচনা করেন?

A) দয়ানন্দ সরস্বতী
B) শিশির কুমার ঘোষ
C) স্বামী বিবেকানন্দ
D) বিপিনচন্দ্র পাল


12. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

A) 1880
B) 1850
C) 1800
D) 1835


13. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়?

A) 1526 খ্রীস্টাব্দে
B) 1556 খ্রীস্টাব্দে
C) 1576 খ্রীস্টাব্দে
D) 1580 খ্রীস্টাব্দে




14. ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম কী?

A) কবুলিয়ত ও পাট্টা
B) জামিন-আসমান
C) ভূমি-স্বর্গ
D) কোনটিই নয়


15. অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিলেন?

A) অনন্ত বর্মন
B) রামপাল
C) গুরু রামদাস
D) গুরু গোবিন্দ


16. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন?

A) সুভাষচন্দ্র বসু
B) রাসবিহারী বসু
C) রামমোহন রায়
D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


17. নৌ-বিদ্রোহ কত সালে হয়েছিল?

A) 1945
B) 1946
C) 1947
D) 1948


18. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?

A) লালা হরদয়াল
B) রাসবিহারী বসু
C) রামমোহন রায়
D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


19. সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল?

A) 1927
B) 1928
C) 1929
D) 1930


20. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

A) সিরাজউদ্দৌলা
B) মুর্শিদকুলি খাঁ
C) শিবাজী
D) অপরাজীত বর্মন


21. চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রচলিত হয়েছিল?

A) 1793
B) 1794
C) 1795
D) 1796


22. ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়?

A) ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
B) ইংরেজ ও হুনদের মধ্যে
C) ইংরেজ ও মৌর্যদের মধ্যে
D) ইংরেজ ও ফরাসিদের মধ্যে


23. ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে?

A) ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
B) ইংরেজ ও হুনদের মধ্যে
C) ইংরেজ ও মৌর্যদের মধ্যে
D) ইংল্যান্ড ও ফরাসিদের মধ্যে


24. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

A) ওয়ারেন হেস্টিংস
B) লর্ড ক্যানিং
C) লর্ড মাউন্টব্যাটেন
D) লর্ড ক্লাইভ


25. কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

A) 1880
B) 1850
C) 1800
D) 1835



উত্তর:
1.B) লর্ড কর্নওয়ালিস। 2.A) 1770। 3.A) অপরাজিত বর্মন। 4.C) কেশব চন্দ্র। 5.B) 1919। 6.C) প্রথম কুমার গুপ্ত। 7.A) 15 বছর। 8.A) কালিদাস। 9.D) দয়ানন্দ সরস্বতী। 10.B) শিশির কুমার ঘোষ। 11.C) স্বামী বিবেকানন্দ। 12.C) 1800। 13.B) 1556 খ্রীস্টাব্দে। 14.A) কবুলিয়ত ও পাট্টা। 15.C) গুরু রামদাস। 16.A) সুভাষচন্দ্র বসু। 17.B) 1946। 18.A) লালা হরদয়াল। 19.B) 1928। 20.B) মুর্শিদকুলি খাঁ। 21.A) 1793। 22.A) ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। 23.D) ইংল্যান্ড ও ফরাসিদের মধ্যে। 24.A) ওয়ারেন হেস্টিংস। 25.D) 1835।



More GK Mock Test

Link

ইতিহাস জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad