Ads Area

GK Bengali Question Answer Part 25 - সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022

GK Bengali Question Answer Part 25 - সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022

GK Bengali Question Answer Part 25
GK Bengali Question Answer Part 25

নমস্কার বন্ধুরা,

বাংলা জিকে ডায়েরি'র এই পেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি GK Bengali Question Answer Part 25 যেখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকছে।


GK Questions and Answers in Bengali প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022 এ থাকছে 29টি GK Bengali Question Answer.


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব GK Questions with Answers in Bengali 2022 যেখানে আমরা বিভিন্ন GK Questions in Bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General Knowledge Questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla Question Answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


Bangla GK Diary is best government exam preparation website in bengali language. Prepare for the following subjects with us - Current Affairs, Mock Test, Subjective GK, History GK, Geography GK, Science GK, Polity GK and Latest Notification.



আরো পড়ুন...

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর (All Part)




GK Bengali Question Answer Part 25 ::


১। 'পেট্রোলচালিত গাড়ি' কে আবিষ্কার করেন?

➥ জার্মান ইঞ্জিনিয়ার কার্ল ফ্রেডরিচ বেঞ্জ।


২। বিষাক্ত মাস্টার্ড গ্যাস উৎপাদনে ব্যবহৃত জৈব যৌগটির নাম কি?

➥ ইথালিন।


৩। শহরের এলাকায় বাড়িতে যে জল পাঠানো হয়, তা শুদ্ধ করা হয় কি পদ্ধতিতে?

➥ ক্লোরিনেশন।


৪। 'অ্যাসপিরিন'এর রাসায়নিক নাম কি?

➥ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড।


৫। কোন প্রক্রিয়ার সাহায্যে দুটি আইসোটোপকে আলাদা করা হয়?

➥ ব্যাপন।


৬। 'ফুলারিন' কি?

➥ কার্বনের একটি রূপভেদ।


৭। 'নটিক্যাল মাইল' কিসের একক?

➥ জলপথে দূরত্বের একক।


৮। গলনের সময় তাপমাত্রার পরিবর্তন হয়, এমন পদার্থ কি?

➥ মোম।


৯। মরীচিকা সৃষ্টির কারণ কি?

➥ আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।


১০। মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন?

➥ গুপ্ত যুগ।


১১। 'দায়ভাগ' গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

➥ জীমূতবাহন।


১২। 'কৌলিন্য প্রথা' কে প্রচলন করেন?

➥ বল্লাল সেন।


১৩। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন?

➥ অপরাজিত।


১৪। 'ঠান্ডা যুদ্ধ' কথাটি কার উক্তি?

➥ ওয়াল্টার লিপম্যান।


১৫। রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয়?

➥ লেনিনের।


১৬। 'বান্দুং সম্মেলন' কবে অনুষ্ঠিত হয়?

➥ ১৯৫৫ সালে।


১৭। কাদের 'নর্ডিক' বলা হতো?

➥ আর্যদের।


১৮। 'নানাঘাট শিলালিপি' কার সময়ে খোদিত হয়?

➥ সাতবাহন রাজা প্রথম সাতকর্ণী।


১৯। কলহন রচিত 'রাজতরঙ্গিনী' গ্রন্থ থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়?

➥ কাশ্মীরের ইতিহাস।


২০। নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত?

➥ ঘন্টায় ১,৬৩০ কিলোমিটার।


২১। আবর্তন গতির অন্য নাম কি?

➥ আহ্নিক গতি।


২২। বছরের কোন দিনটি 'জলবিসুব' নামে পরিচিত?

➥ ২৩ সেপ্টেম্বর।


২৩। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

➥ ২,৫১০ কিলোমিটার।


২৪। গ্রাফাইট কোন শিলার রূপান্তর?

➥ পাললিক শিলার।


২৫। হর্নরেন্ড কোন জাতীয় শিলা?

➥ রূপান্তরিত।


২৬। নদীখাত খুব সংকীর্ণ ও গভীর হলে তাকে কি বলে?

➥ মিয়েন্ডার।


২৭। হিমবাহের ক্ষয় কার্যের ফলে কোন হ্রদ সৃষ্টি হয়?

➥ করি হ্রদ।


২৮। লুনি নদী কোথায় পড়েছে?

➥ কচ্ছের রাণ অঞ্চলে।


২৯। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি?

➥ গারসোপ্পা/যোগ।




আরও পড়ুন...

History GK Questions with Answers Part 4 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

History GK MCQs in Bengali Part 5 - Indian History MCQs - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর

GK Mock Test in Bengali 2022 Part 115 - জিকে মক টেস্ট প্রশ্ন উত্তর

GK Questions and Answers in Bengali Part 24 - সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022

পৃথিবীর বিভিন্ন উপসাগর PDF | Important Gulf of the World PDF - Bangla GK Diary


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad