পৃথিবীর বিভিন্ন উপসাগর PDF | Important Gulf of the World PDF - Bangla GK Diary
পৃথিবীর বিভিন্ন উপসাগর |
নমস্কার বন্ধুরা, এই পেজে আপনারা পাবেন পৃথিবীর বিভিন্ন উপসাগর PDF যেখানে পৃথিবীর গুরুত্বপূর্ণ উপসাগরের নাম, সমুদ্র সংযোগ ও দেশ দেওয়া আছে।
প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে পৃথিবীর ভূগোলের অংশ হিসাবে উপসাগরের নাম, কোন সমুদ্রের সাথে সংযুক্ত, কোন দেশে অবস্থিত ইত্যাদি প্রশ্নগুলি লক্ষ্য করা যায়।
আজকের এই পৃথিবীর বিভিন্ন উপসাগর PDF | Important Gulf of the World PDF - Bangla GK Diary থেকে আপনারা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ উপসাগর গুলির যেমন, খাম্বাত উপসাগর, কচ্ছ উপসাগর, পানামা উপসাগর, মান্নার উপসাগর, মেক্সিকো উপসাগর ইত্যাদির একটি সুন্দর তালিকা পাবেন যেটি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে।
উপসাগর কাকে বলে?
তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। যেমন – কচ্ছ উপসাগর। উপসাগরের জল সাধারণত শান্ত হয়। বড় বড় উপসাগরকে ইংরেজিতে গালফ (gulf) বলা হয়। আবার ক্ষুদ্রাকৃতির খাড়া পাড় বিশিষ্ট উপসাগর বা সমুদ্রের খাঁড়িগুলি ইংরেজিতে ফ্যোর্ড (fjord) নামেও পরিচিত।
পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটি?
বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। পৃথিবীর সর্ববৃহৎ এই উপসাগরটি পশ্চিমে ভারত ও শ্রীলংকার পূর্ব উপকূল, উত্তরে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীপ্রণালী সৃষ্ট বদ্বীপ এবং পূর্বে মায়ানমার উপদ্বীপ থেকে আন্দামান-নিকোবর শৈলশিরা (ridges) পর্যন্ত বিস্তৃত ভূ-ভাগ দ্বারা বঙ্গোপসাগর তিনদিকে আবদ্ধ।
পৃথিবীর বিভিন্ন উপসাগর - Important Gulf of the World
উপসাগর | সমুদ্র সংযোগ | দেশ |
---|---|---|
খাম্বাত উপসাগর | আরব সাগর | ভারত |
কচ্ছ উপসাগর | আরব সাগর | ভারত |
পানামা উপসাগর | প্রশান্ত মহাসাগর | পানামা |
মার্তাবান উপসাগর | বঙ্গোপসাগর | মায়ানমার |
ক্যালিফোর্নিয়া উপসাগর | প্রশান্ত মহাসাগর | মেক্সিকো |
অ্যাডেন উপসাগর | আরব সাগর | ইয়েমেন |
মান্নার উপসাগর | ভারত মহাসাগর | ভারত ও শ্রীলঙ্কা |
তাতারি উপসাগর | জাপান সাগর | রাশিয়া |
লায়নস উপসাগর | ভূমধ্যসাগর | ফ্রান্স ও স্পেন |
গেবস উপসাগর | ভূমধ্যসাগর | লিবিয়া ও টিউনিসিয়া |
কারপেন্টারিয়া উপসাগর | আরাকুরা সাগর | অস্ট্রেলিয়া |
আমুন্ডসেন | বিউফোর্ট সাগর | কানাডা |
থাইল্যান্ড উপসাগর | প্রশান্ত মহাসাগর | থাইল্যান্ড ও কম্বোডিয়া |
মেক্সিকো উপসাগর | আটলান্টিক মহাসাগর | মক্সিকো ও আমেরিকা |
হন্ডুরাস উপসাগর | ক্যারিবিয়ান সাগর | মেক্সিকো |
স্যান মাতিয়াস উপসাগর | দক্ষিণ আটলান্টিক মহাসাগর | আর্জেন্টিনা |
স্যান জর্জ উপসাগর | দক্ষিণ আটলান্টিক মহাসাগর | আর্জেন্টিনা |
বোথনিয়া উপসাগর | বাল্টিক সাগর | সুইডেন ও ফিনল্যান্ড |
সেন্ট লরেন্স উপসাগর | উত্তর আটলান্টিক মহাসাগর | কানাডা |
বো হাই উপসাগর | হলুদ সাগর | চীন |
ওমান উপসাগর | আরব সাগর | ওমান ও ইরান |
ড্যারিয়েন উপসাগর | ক্যারিবিয়ান সাগর | পানামা ও ভেনিজুয়েলা |
আলাস্কা উপসাগর | প্রশান্ত মহাসাগর | কানাডা ও আমেরিকা |
অ্যাকাবা উপসাগর | লোহিত সাগর | মিশর ও ইজরায়েল |
পারস্য উপসাগর | আরব সাগর | ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি |
সির্তে উপসাগর | ভূমধ্যসাগর | লিবিয়া |
পাপুয়া উপসাগর | কোরাল সাগর | পাপুয়া নিউ গিনি |
জোসেফ বোনাপর্তে উপসাগর | ভারত মহাসাগর | পশ্চিম অস্ট্রেলিয়া |
রিগা উপসাগর | বাল্টিক উপসাগর | এস্তোনিয়া ও ল্যাটভিয়া |
গুয়ায়েকুইল উপসাগর | প্রশান্ত মহাসাগর | ইকুয়েডর ও পেরু |
File Details:
File Name: পৃথিবীর বিভিন্ন উপসাগর
File Formate: PDF
File Size: 3.6 MB
Click Here to Download
More Important GK | Link |
---|---|
নার্সিং পরীক্ষার প্রশ্ন ও উত্তর | Click Here |
Please do not enter any spam link in the comment box.