Ads Area

General Science - WBCS Prelims Previous Year 2012 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2012 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2012
General Science - WBCS Prelims Previous Year 2012



নমস্কার বন্ধুরা,

WBCS Prelims Previous Year 2012 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে এখানে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 25 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে। এর কম বা বেশি General Science এর প্রশ্ন কোনো কোনো সালে এসেছে।

Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।



Read More...

General Science - WBCS Prelims Previous Year Questions Answers




General Science - WBCS Prelims Previous Year 2012


1. এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়?


A) আলোকবর্ষ

B) মাইক্রন

C) AU

D) রেডিয়ান


Ans: D) রেডিয়ান


2. পরম শূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে-


A) জল জমে বরফে পরিণত হয়

B) পদার্থের অনুগুলির গতি স্তব্ধ হয়

C) সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে

D) অনুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পরের সমান হয়


Ans: B) পদার্থের অনুগুলির গতি স্তব্ধ হয়


3. একটি বস্তু অনুভূমিক তলে (horizontal surface) সমদ্রুতিতে গমন করে। তবে বস্তুতির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না?


A) বেগ

B) ভরবেগ

C) গতিশক্তি

D) ত্বরণ


Ans: D) ত্বরণ


4. কোন তলটি তাপের উত্তম শোষক?


A) সাদা অমসৃণ তল

B) কালো অমসৃণ তল

C) সাদা মসৃণ তল

D) কালো মসৃণ তল


Ans: B) কালো অমসৃণ তল


5. গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচদণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক ও কাঁচের প্রতিসরাঙ্কেরর তুলনায়?


A) বেশি

B) কম

C) প্রায় সমান

D) এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না


Ans: C) প্রায় সমান


6. ধনাত্মক আধান আহিত একটি পরিবাহীকে ভু সংলগ্ন করা হলে?


A) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হবে

B) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে প্রোটন প্রবাহিত হবে

C) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে

D) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে প্রোটন প্রবাহিত হবে


Ans: C) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে


7. যে প্রাণী গোষ্ঠী সমুদ্রর জলে পাওয়া যায় না?


A) স্তন্যপায়ী (Mammals)

B) উভচর (Amphibia)

C) সরীসৃপ (Reptiles)

D) পক্ষী (Aves)


Ans: B) উভচর (Amphibia)


8. ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং (Shielding) এর পরিমাপ কত?


A) 5.20

B) 4.80

C) 5.80

D) 4.85


Ans: A) 5.20


9. সোনার ঘনত্ব রুপার তুলনায় অস্বাভাবিক বেশি এর কারণ কি?


A) রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি

B) রুপার তুলনায় সোনার পারমাণবিক সংখ্যা বেশি

C) উচ্চ প্রতিবন্ধক ইলেকট্রনের প্রভাব

D) ল্যান্থানাইড সংকোচন


Ans: A) রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি


10. টেলিকমিউনিকেশন এর জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?


A) অবলোহিত রশ্মি (Infrared rays)

B) অতিবেগুনি রশ্মি (Ultraviolet rays)

C) মাইক্রো তরঙ্গ (Microwaves)

D) X-রশ্মি (X-rays)


Ans: C) মাইক্রো তরঙ্গ (Microwaves)


11. একটি 100 ml জলীয় দ্রবণে কতটা পরিমাণ একটি দ্বি-ক্ষারীয় অ্যাসিড যোগ করা হলে দ্রবণটি এর মাত্রা 0.1 (N) হয়?


A) 2 gm

B) 1 gm

C) 10 gm

D) 20 gm


Ans: B) 1 gm


12. গ্যাসীয় অণুর গড় গতিবেগ কোনভাবে প্রকাশিত করা হয়?


A) √(3RT/m)

B) √(2RT/m)

C) √(8RT/πm)

D) √(KT/πm)


Ans: C) √(8RT/πm)


13. প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল?


A) মলিশেষের পরীক্ষা

B) বিউরেট পরীক্ষা

C) ডি.এন.পি পরীক্ষা

D) বেনেডিক্টের পরীক্ষা


Ans: B) বিউরেট পরীক্ষা


14. নিম্নোক্ত কোনটি থার্মোপ্লাস্টিক?


A) রবার

B) নাইলন 6-6

C) PVC

D) বেকেলাইট


Ans: C) PVC


15. 'প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব'এর প্রবক্তা কে?


A) জ. বি. এস. হলডেন

B) জি. জে. মেন্ডেল

C) এ. আই. ওপারিন

D) সি. আর. ডারউইন


Ans: D) সি. আর. ডারউইন


16. ভারতের প্রথম 'Remote Sensing Satellite' কোনটি?


A) P6

B) P4

C) IRS 1A

D) CARTOSAT


Ans: C) IRS 1A


17. 'DNA gyrase' উৎসেচক টি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে তা হল?


A) প্রোটিন সংশ্লেষণ

B) DNA রেপ্লিকেশন

C) লিপিড জৈব সংশ্লেষ

D) DNA এর ক্ষয়


Ans: B) DNA রেপ্লিকেশন


18. জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট-


A) উদ্ভিদের সালোকসংশ্লেষের সঙ্গে

B) উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে

C) উদ্ভিদের উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসেবে

D) উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে


Ans: B) উদ্ভিদের জল ও খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে


19. মূল, কাণ্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল-


A) টেরিডোফাইটার

B) গুপ্তবীজী উদ্ভিদের

C) ব্যক্তবীজী উদ্ভিদের

D) শৈবালের


Ans: D) শৈবালের


20. 'Aerial Photographs' নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়?


A) মাইক্রোস্কোপ

B) স্টিরিওস্কোপ

C) প্যারাল্যাক্স বার

D) থিওডোলাইট


Ans: C) প্যারাল্যাক্স বার


21. একটি নির্দিষ্ট ধরনের এবং একটি নির্দিষ্ট এলাকায় সমুদায় জীবগুলির ভরকে কি বলে?


A) বায়োম

B) বায়োমাস

C) বায়োমার্কার

D) বায়োসেন্সর


Ans: B) বায়োমাস


22. পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের কোন অংশে অবস্থান করে?


A) রক্ত

B) লসিকানালী

C) যকৃত

D) অন্ত্র


Ans: B) লসিকানালী


23. ADH -এর অভাবে কোন রোগ সৃষ্টি হয়?


A) ডায়াবেটিস ইনসিপিডাস

B) ডায়াবেটিস মেলিটাস

C) গ্রেভ -এর রোগ

D) কুশিং রোগ


Ans: A) ডায়াবেটিস ইনসিপিডাস


24. মানুষের স্বাভাবিক রক্ত কেমন প্রকৃতির?


A) আম্লিক

B) ক্ষারীয়

C) প্রশমিত

D) পরিবর্তনশীল


Ans: B) ক্ষারীয়


25. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ?


A) ট্রাইপ্যানোসোমিয়াসিস

B) জিয়ারডিয়াসিস

C) এনসকেফালাইটিস

D) অরিয়েন্টাল ঘা


Ans: C) এনসকেফালাইটিস




Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad