ব্রিটিশ শাসনাধীন সময় স্থাপিত উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক সংগঠন | Political Organizations During British Rule - banglagkdiary.com
Political Organizations During British Rule |
নমস্কার বন্ধুরা, এই পেজে আমরা আলোচনা করেছি ব্রিটিশ শাসনাধীন সময় স্থাপিত উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক সংগঠন সম্পর্কে।
ব্রিটিশ শাসনাধীন সময় স্থাপিত উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক সংগঠনগুলির স্থাপনকাল, সংগঠন সম্পর্কিত ব্যক্তি ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখানে আলোচনা করা হল।
বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের ব্রিটিশ শাসনাধীন সময় স্থাপিত রাজনৈতিক সংগঠন থেকে অনেক ধরনের প্রশ্ন দেখা যায় যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা কত সালে হয়, বঙ্গভাষা প্রকাশিকা সভা কোথায় প্রতিষ্ঠিত হয়, জমিদার সভা কে প্রতিষ্ঠা করে, জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন ইত্যাদি। আজকের এই পেজে আমরা তাই ব্রিটিশ শাসনাধীন সময় স্থাপিত উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক সংগঠন গুলির সম্পর্কে তথ্য নিয়ে এসেছি যেটি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপকারী হবে।
ব্রিটিশ শাসনাধীন সময় স্থাপিত উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক সংগঠন
❖ বাংলা প্রেসিডেন্সি
✱ বঙ্গভাষা প্রকাশিকা সভা
❯ স্থাপনকাল ᅳ ১৮৩৬
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ এটিকে বাঙালি তথা ভারতীয়দের সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে মনে করা হয়। সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনা এবং সরকারকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করাই ছিল এই সংগঠনের মূল উদ্দেশ্য।
✱ জমিদার সভা
❯ স্থাপনকাল ᅳ ১২ নভেম্বর, ১৮৩৮
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ সভাপতি রাধাকান্ত দেব, সম্পাদক প্রসন্ন কুমার ঠাকুর এছাড়া দ্বারকানাথ ঠাকুর যুক্ত ছিলেন।
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ মূলত এই প্রতিষ্ঠানের বেশিরভাগ সদস্য জমিদার হলেও জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভারতীয় এই প্রতিষ্ঠান সদস্য হতে পারত। এই প্রতিষ্ঠানের মাধ্যমে জনসাধারণ সর্বপ্রথম নিয়মতান্ত্রিক উপায়ে দাবি-দাওয়া আদায়ে শিক্ষা লাভ করে।
✱ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
❯ স্থাপনকাল ᅳ ২০ এপ্রিল, ১৮৪৩
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ সভাপতি জর্জ থমসন, সম্পাদক প্যারীচাঁদ মিত্র
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ ব্রিটিশ শাসিত ভারতের অবস্থা ইংল্যান্ডে প্রচার করা এবং সামাজিক অধিকার লাভ করায় ছিল এই সংগঠনের উদ্দেশ্য।
✱ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
❯ স্থাপনকাল ᅳ ২৯ অক্টোবর, ১৮৫১
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ সভাপতি রাধাকান্ত দেব, সম্পাদক দ্বারকানাথ ঠাকুর
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ এটি একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান যা জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি একত্রিত হয়ে গঠিত হয়। এই সংগঠনে কোনো ইউরোপীয় সদস্য ছিল না।
✱ ইন্ডিয়ান লিগ
❯ স্থাপনকাল ᅳ ২৩ সেপ্টেম্বর, ১৮৭৫
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ ভারতীয় জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদী ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। এই সংগঠনে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত দের জন্য সদস্য পদের মূল্য ছিল পাঁচ টাকা এবং কৃষকদের জন্য সদস্যদের মূল্য ছিল মাত্র এক টাকা।
✱ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
❯ স্থাপনকাল ᅳ ২৬ জুলাই, ১৮৭৬
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ এই সংগঠনটি ছিল মধ্যবিত্তভিত্তিক এবং সমাজের সকল স্তরের সুশিক্ষিত মানুষ এই সংগঠনের সদস্য ছিলেন। এই প্রতিষ্ঠানে কোন ইউরোপীয় বা জমিদার কর্মকর্তা ছিল না।
❖ বোম্বাই প্রেসিডেন্সি
✱ বোম্বে অ্যাসোসিয়েশন
❯ স্থাপনকাল ᅳ ১৮৫২
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ জামশেদজি জিজিয়ে, জগন্নাথ শঙ্কর শেঠ, ডঃ ভাওদাজি
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অনুকরণে এই সংগঠনটি গঠিত হয়েছিল। এই সভার সদস্যরা ভারতীয়দের জন্য অধিক চাকরি এবং সিভিল সার্ভিসে অধিক সংখ্যক ভারতীয়দের নিয়োগের দাবি করেন।
✱ পুনা সার্বজনীক সভা
❯ স্থাপনকাল ᅳ ১৮৬৭
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ গোপাল হরি দেশমুখ, জি ভি যোশী, মহাদেব গোবিন্দ রানাডে
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের কাছে তুলে ধরা। মূলত হিন্দুদের সংগঠন হলেও মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসিকসহ সমস্ত ধর্মাবলম্বী মানুষ এই সংগঠনের সদস্য হতে পারত।
✱ বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন
❯ স্থাপনকাল ᅳ ৩১ জানুয়ারি, ১৮৮৫
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ ফিরোজ শাহ মেহতা, কে টি ত্রিলং, বদরুদ্দীন তায়েবজি
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ মূলত আইনজীবীদের সংগঠন ছিল। সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া সংগটিত আকারে পেশ করতে সংগঠন।
❖ মাদ্রাজ প্রেসিডেন্সি
✱ মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন
❯ স্থাপনকাল ᅳ ১৮৫২
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ গজালু লক্ষীনারায়ন চেট্টি
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি অনুকরণে এই সংগঠনটি গঠিত হয়েছিল। চাষীদের মর্মান্তিক অবস্থা এই সংগঠনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে তুলে ধরা হয়।
✱ মাদ্রাজ মহাজন সভা
❯ স্থাপনকাল ᅳ ১৮৮৪
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ সূত্রক্ষনিয়াম আইয়ার, আনন্দ চার্লু, বীর রাঘবাচারিয়া, রঙ্গিয়া নাইডু
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল জনগণের স্বার্থ সুরক্ষিত করা। এই সভা সরকারের কাছে ভারতীয় ব্যবস্থাপক সভার সম্প্রসারণ, তাতে বেসরকারি ভারতীয় সদস্য সংখ্যা বৃদ্ধি এবং রাজস্ব বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের দাবি জানায়।
❖ লন্ডনে গঠিত সংগঠন
✱ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি
❯ স্থাপনকাল ᅳ ১৮৩৯
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ উইলিয়াম অ্যাডাম
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ লন্ডনের বিভিন্ন জায়গায় এই সংগঠন বিভিন্ন সমাবেশ গড়ে তোলে এবং ভারতের অবস্থা নিয়ে লন্ডনে সচেতনতা গড়ে তোলে।
✱ দ্য লন্ডন ইন্ডিয়ান সোসাইটি
❯ স্থাপনকাল ᅳ ১৮৬৫
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ সভাপতি দাদাভাই নওরোজি, সম্পাদক উমেশচন্দ্র বন্দোপাধ্যায় এছাড়া মদনমোহন ঘোষ, ফিরোজশাহ মেহতা, বদরুদ্দীন তায়েবজি যুক্ত ছিলেন।
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ এই সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল ভারতের অবস্থা সম্পর্কে ইংল্যান্ডের জনসাধারণের মধ্যে প্রচার চালিয়ে ভারতীয়দের পক্ষে ইংল্যান্ডে জনমত গঠন করা।
✱ ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন
❯ স্থাপনকাল ᅳ ১ ডিসেম্বর, ১৮৬৬
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ দাদাভাই নওরোজি
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ দ্য লন্ডন ইন্ডিয়ান সোসাইটি পরবর্তীকালে অন্য একটি সংগঠনের সঙ্গে মিলিত হয়ে এই সংগঠনটি গঠিত হয়েছিল। এই সভার অধিবেশনে ভারতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল।
✱ ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
❯ স্থাপনকাল ᅳ ১৮৬৭
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ মেরি কার্পেন্টার
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ মূলত ভারতবর্ষের নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে এই সংগঠনটি গঠিত হয়েছিল।
✱ ইন্ডিয়ান সোসাইটি
❯ স্থাপনকাল ᅳ ১৮৭২
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ আনন্দমোহন বসু
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ লন্ডনে বসবাসকারী ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটানোর উদ্দেশ্যে এই সংগঠনটি গঠন করা হয়েছিল।
❖ সর্বভারতীয় সংগঠন
✱ জাতীয় কংগ্রেস
❯ স্থাপনকাল ᅳ ১৮৮৫
❯ গুরুত্বপূর্ণ ব্যক্তি ᅳ অ্যালান অক্টোভিয়ান হিউম
❯ গুরুত্বপূর্ণ তথ্য ᅳ সর্বভারতীয় আন্দোলনকে সারাদেশে একত্রে সঞ্চারিত করার উদ্দেশ্যে এই সংগঠন গঠিত হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Please do not enter any spam link in the comment box.