বিভিন্ন জিনিসের pH-এর মান || Important pH values MCQ in bengali || Science GK
Important pH values MCQ in bengali |
রসায়নে পি.এইচ (pH) হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। pH দ্বারা মূলত হাইড্রোজেন আয়নের ঘনত্ব বোঝায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের pH 7, যাকে pH স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। জল বিক্রিয়ক বিশেষে কখনও অম্ল আবার কখনও ক্ষারকের মত আচরণ করে এজন্য জলকে Amorphous বা, অনিয়তাকার (নির্দিষ্ট আকার বিহীন) পদার্থ বলা হয়ে থাকে। pH স্কেলে নিরপেক্ষ জলের pH কে মধ্যমান ধরে যাদের pH, 7 এর নিচে তাদের অম্ল এবং যাদের pH, 7 এর ওপরে তাদের ক্ষারক বলা হয়। জলীয় দ্রবণের pH মাপার জন্য pH নির্দেশক, গ্লাস-ইলেকট্রোড অথবা pH মিটার ব্যবহার করা হয়। জীববিজ্ঞান, রসায়ন, কৃষিবিজ্ঞান, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, ফরেনসিক পরীক্ষা, খাবারের মান যাচাই, গবেষণাগারের বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা সহ অসংখ্য ক্ষেত্রে pH পরিমাপের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Important pH values MCQ in bengali
1) pH কে আবিষ্কার করেন?
A) গ্যালিলিও
B) জেমস সেন্সন
C) সোরেনসন
D) কোনোটিই নয়
Ans: C) সোরেনসন
2) pH এর সম্পূর্ণ নাম কি?
A) Potential of Hydrogen
B) Powerful of Hydrogen
C) Protein of Hydrogen
D) Protein of Hydrocarbon
Ans: A) Potential of Hydrogen
3) কোন জিনিসের pH মান 7 এর বেশি হলে তা কি হয়?
A) অ্যাসিড
B) ক্ষারীয়
C) স্বাভাবিক
D) কোনোটিই নয়
Ans: B) ক্ষারীয়
4) কোন জিনিসের pH মান 7 এর কম হলে তা কি হয়?
A) অ্যাসিড
B) ক্ষারীয়
C) স্বাভাবিক
D) কোনোটিই নয়
Ans: A) অ্যাসিড
5) জল ও লবণ এর pH মান কত?
A) 7
B) 7.6
C) 6.4
D) 7.2
Ans: A) 7
6) বৃষ্টির জলের pH মান কত?
A) 6.5 - 7
B) 5.6 - 6
C) 7.2
D) 8.5
Ans: B) 5.6 - 6
7) নিম্নলিখিত কোন ক্ষেত্রে pH পরিমাণ মাপা খুবই গুরুত্বপূর্ণ?
A) বাণিজ্য
B) খাদ্যবিজ্ঞান
C) চিকিৎসা
D) উপরের সবকটি
Ans: D) উপরের সবকটি
8) মানুষের রক্তের এবং চোখের জলের pH মান কত?
A) 7
B) 7.4
C) 6.2
D) 8.4
Ans: B) 7.4
9) দুধের pH মান কত?
A) 7.4
B) 7
C) 6.4
D) 8.4
Ans: C) 6.4
10) পিত্তরসের pH মান কত?
A) 7.5 - 8.5
B) 7
C) 6.2 - 8.5
D) 2.5
Ans: A) 7.5 - 8.5
11) মানুষের মূত্রের pH মান কত?
A) 7
B) 8.4
C) 4.8 - 8.4
D) 2.5
Ans: C) 4.8 - 8.4
12) মানব রক্তের প্রকৃতি কিরূপ?
A) স্বাভাবিক
B) ক্ষারীয়
C) অ্যাসিড
D) কোনোটিই নয়
Ans: B) ক্ষারীয়
13) লেবুর রসের pH মান কত?
A) 7
B) 4.0 - 4.5
C) 7.5
D) 2.2 - 2.4
Ans: D) 2.2 - 2.4
14) কোন ব্যক্তির রক্তের pH মান কতটা পরিবর্তন হওয়ার ফলে তার মৃত্যু হতে পারে?
A) 0.2
B) 0.3
C) 0.4
D) 0.5
Ans: A) 0.2
15) সমুদ্রের জলের pH মান কত?
A) 2.4
B) 7.8
C) 0.3
D) 8.5
Ans: D) 8.5
16) চায়ের pH মান কত?
A) 7.2 - 8.2
B) 4.0 - 4.5
C) 5.5
D) 7
Ans: C) 5.5
17) গরুর দুধের pH মান কত?
A) 7
B) 7.5
C) 6.4
D) 8
Ans: C) 6.4
18) ভিনিগারের pH মান কত?
A) 2.9
B) 7.4
C) 4.0 - 4.5
D) 8.5
Ans: A) 2.9
19) মানুষের মুখের লালার pH মান কত?
A) 8.5
B) 4.0 - 4.5
C) 6.5 - 7.5
D) 7.2
Ans: C) 6.5 - 7.5
20) টমেটোর pH মান কত?
A) 4.0 - 4.5
B) 7
C) 7.5
D) 2.3
Ans: A) 4.0 - 4.5
21) আপেলের রসের pH মান কত?
A) 2.9 - 3.3
B) 8.3
C) 2.2 - 3.3
D) 12.4
Ans: A) 2.9 - 3.3
22) ডিমের সাদা অংশের pH মান কত?
A) 4.0 - 4.5
B) 5.5 - 6.2
C) 2.9
D) 7.6 - 8.0
Ans: D) 7.6 - 8.0
23) চুনজলের pH মান কত?
A) 12.0
B) 0.5
C) 7.2 - 8.2
D) 2.9
Ans: A) 12.0
24) বেকিং সোডার pH মান কত?
A) 0.3
B) 4.0 - 4.5
C) 8.3
D) 2.3
Ans: C) 8.3
More Important GK | Link |
---|---|
এসএসসি পলিটি বিগত বছরের প্রশ্ন | Click Here |
Please do not enter any spam link in the comment box.