Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 2) - Bangla GK Diary - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২
Monthly Current Affairs in Bengali - April 2022 |
"Monthly Current Affairs in Bengali" বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পাঠে আমরা আপনাকে Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 2) - Bangla GK Diary - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর সমস্ত গুরুত্বপূর্ণ Current Affairs সরবরাহ করেছি
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (Monthly Current Affairs), কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের জন্য প্রস্তুত নেওয়ার সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 2)
★ 'রাষ্ট্রসংঘ'এর উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ ভারতীয় উন্নয়ন অর্থনীতিবীদ জয়তী ঘোষ।
★ কোন সংস্থা সম্প্রতি ড্রোন-ভিত্তিক খনিজ অনুসন্ধানের জন্য, আই.আই.টি খড়গপুরের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল?
➥ ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
★ সম্প্রতি ভারতের প্রথম রেপিড (Rapid) রেলের কোচ উন্মোচন করল 'ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল ট্রান্সপোর্ট কর্পোরেশন'। কোন করিডরের জন্য এটি চালু করা হয়েছে?
➥ দিল্লি থেকে মিরাট করিডর।
★ ২০২২ সালে ইউএন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে, ১৪৬টি দেশের মধ্যে ভারতের স্থান কত?
➥ ১৩৬।
★ মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ রেসপন্স কোঅর্ডিনেটর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ ভারতীয় বংশোদ্ভূত ড. আশিস ঝা।
★ 'আন্তর্জাতিক শ্রম সংস্থা'র পরবর্তী ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ গিলবার্ট ফসুন হাউংবো।
★ কোথায় সম্প্রতি 'মহাত্মা গান্ধী গ্রীন ট্রাঙ্গেল'এর উদ্বোধন করা হয়েছে?
➥ মাদাগাস্কারের রাজধানী শহর আন্তানানারিভো।
★ কোন সংস্থা সম্প্রতি ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী সংস্থায় পরিণত হল?
➥ 'কোল ইন্ডিয়া'র সহযোগী সংস্থা 'মহানদী কোল্ডফিল্ডস লিমিটেড' (২০২১-২২ আর্থিক বছরে ১৫৭ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে এই সংস্থা)।
★ ভারতের প্রথম রাজ্য হিসেবে 'শস্য বৈচিত্র্য সূচক' বাস্তবায়ন করলো কোন রাজ্য?
➥ তেলেঙ্গানা।
★ তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ সেরদার বারদিমুহামেদো।
★ ২০২২ সালে কে ৩১ তম 'ডিজি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক রিসার্চ'এর জন্য মনোনীত হলেন?
➥ অধ্যাপক নারায়ন প্রধান (ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন)।
★ 'বিশ্ব থিয়েটার দিবস' কবে পালিত হয়?
➥ ২৭ মার্চ।
★ 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনোভেশন হাব'এর প্রথম চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ কৃশ গোপালাকৃষ্ণাণ।
★ কোন দেশ সম্প্রতি সফলভাবে 'Hwasong-17' নামে ব্যালিস্টিক মিসাইল টেস্ট ফায়ার করল?
➥ উত্তর কোরিয়া।
★ 'বোর্ড অফ ব্রডকাস্ট অডিয়েন্সেস রিসার্চ কাউন্সিল' ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ শশী সিনহা।
★ ভারতের কোন শহরের পুলিশ সম্প্রতি 'সানডে স্ট্রিট' উদ্যোগ চালু করল?
➥ মুম্বাই পুলিশ।
★ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি এবার থেকে প্রতিবছর ১৬ মার্চ দিনটিকে 'জগতগুরু শ্রী রেনুকাচার্য জয়ন্তী' উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে?
➥ কর্ণাটক।
★ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক কোন দিনটিকে 'জাতীয় ডলফিন দিবস' হিসেবে মনোনীত করেছে?
➥ ৫ অক্টোবর।
★ ২০২১ সালে 'নীতি আয়োগ'এর 'এক্সপোর্ট প্রিপেয়ার্ডনেস ইনডেক্স' অনুযায়ী ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে?
➥ গুজরাত।
★ আফ্রিকান কালো গন্ডারকে বাঁচাতে কোন সংস্থা সম্প্রতি প্রথমবার 'ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন বন্ড ইস্যু করল?
➥ বিশ্বব্যাঙ্ক।
★ সম্প্রতি প্রয়াত স্টিফেন আর্ল উইলহাইট (৭৪ বছর) কোন ফটো ফাইল ফরম্যাটের উদ্ভাবক?
➥ জিফ (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরমেট)।
★ জমির মালিকানা ট্র্যাক করতে, ভারতের প্রথম গ্রামের ডায়নামিক ম্যাপ চালু করতে চলেছে কোন রাজ্য?
➥ বিহার।
★ ভারতের কোন রাজ্যের পর্যটন মন্ত্রক সম্প্রতি 'মায়া' নামে হোয়াটসঅ্যাপ চ্যাটবোট চালু করল?
➥ কেরালা।
★ ভারতের কোন জাতীয় উদ্যান হরিণ ধরার জন্য দক্ষিণ আফ্রিকান বোমা কৌশল গ্রহণ করেছে?
➥ কেওলাদেও জাতীয় উদ্যান (এই পদ্ধতির মাধ্যমে হরিণগুলিকে ধরে 'মুকুন্দরা হিলস টাইগার রিজার্ভ'এ পাঠানো হবে)।
★ সম্প্রতি প্রয়াত থালেকুন্নিল বাশির (৭৭ বছর) কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
➥ রাজনীতি।
★ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি কোন ভারতীয় নৌজাহাজকে মর্যাদাপূর্ণ 'প্রেসিডেন্টস কালার' প্রদান করেছে?
➥ আইএনএস ভালসুরা।
★ ২০২২ সালে 'আসাম রাইফেলস' তাদের কত তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
➥ ১৮৭ তম (প্রতিবছর ২৪ মার্চ এই দিনটি পালিত হয়)।
★ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের উপদেষ্টা হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বিনোদ জি. খাণ্ডারে।
★ কে সম্প্রতি 'দুন এন্ড ব্র্যাডস্ট্রিট'এর আন্তর্জাতিক কৌশলগত উপদেষ্টা বোর্ডে যোগ দিয়েছেন?
➥ 'ভারতীয় স্টেট ব্যাঙ্ক'এর প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার।
★ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এখন কে?
➥ পুষ্কর সিং ধামি।
★ মহারাষ্ট্র বিধানসভা সম্প্রতি নাগরিক সংস্থা, কর্পোরেশন ও স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত কর্মকর্তাদের জন্য কোন ভাষা বাধ্যতামূলক করার বিল পাস করেছে?
➥ মারাঠি।
★ কোথায় সম্প্রতি শহীদদের উৎসর্গ করে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করা হয়েছে?
➥ কলকাতার 'ভিক্টোরিয়া মেমোরিয়াল হল'এ।
★ কোন দেশ সম্প্রতি বিশ্বের উষ্ণতম স্থানের তকমা পেল?
➥ কুয়েত (কুয়েতের উষ্ণতা সম্প্রতি ৫৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল)।
★ ২৬ মার্চ, হলদিবাড়ি দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হল। ট্রেনটির নাম কি?
➥ মিতালি এক্সপ্রেস।
★ 'ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া'র প্রেসিডেন্ট এখন কে?
➥ হিমন্ত বিশ্ব শর্মা।
★ ২০২২ সালে 'সাফ অনূর্ধ্ব-১৮ উওমেনস চ্যাম্পিয়নশিপ'এ কোন দল চ্যাম্পিয়ন হল?
➥ ভারত (বাংলাদেশকে ০-১ ব্যবধানে হারিয়ে)।
★ ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত 'ফিফা বিশ্বকাপ'এর অফিশিয়াল স্পনসর কোন ভারতীয় কোম্পানি?
➥ বাইজুস।
★ ২০২২ সালে ১৩ তম 'বিশ্ব প্যারা অ্যাথলেটিক গ্র্যা প্রি' কোথায় শুরু হয়েছে?
➥ সংযুক্ত আরব আমিরশাহী দুবাই শহরে।
★ ২০২২ সালে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ'এ 'চেন্নাই সুপার কিংস'এর অধিনায়ক কে?
➥ রবীন্দ্র জাদেজা।
★ ২০২২ সালে 'মালদ্বীপ ক্রীড়া পুরস্কার'এ, কে মর্যাদাপূর্ণ 'স্পোর্টস আইকন' পুরস্কার পেলেন?
➥ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।
★ কে সম্প্রতি প্রথম প্যারা অ্যাথলিট হিসাবে, দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'পদ্মভূষণ' পেলেন?
➥ জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া।
More Current Affairs |
Link |
---|---|
Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 1) |
Please do not enter any spam link in the comment box.