Ads Area

Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - April 2022
Monthly Current Affairs in Bengali - April 2022

"Monthly Current Affairs in Bengali" বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পাঠে আমরা আপনাকে Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 1) - BanglaGKDiary - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর সমস্ত গুরুত্বপূর্ণ Current Affairs সরবরাহ করেছি 


মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (Monthly Current Affairs), কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের জন্য প্রস্তুত নেওয়ার সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।



Monthly Current Affairs in Bengali - April 2022 (Part - 1)


★ আন্তর্জাতিক ও দেশীয় ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য মহিলাদের উদ্দেশ্যে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'সুষমা স্বরাজ পুরস্কার'এর ঘোষণা করল?

➥ হরিয়ানা। 


★ ২০২১ সালে 'স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রেঙ্কিং'এ শীর্ষস্থান পেল কোন রাজ্য?

➥ অন্ধ্রপ্রদেশ। 


★ প্রথম আফ্রিকান তথা প্রথম কৃষ্ণাঙ্গ স্থপতি হিসেবে, ২০২২ সালে কে 'প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার' পেলেন?

➥ বুরকিনা ফাসোর দিয়েবেদো ফ্র্যান্সিস কেরে। 


★ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি চা শ্রমিকদের জন্য 'মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প'এর ঘোষণা করল?

➥ ত্রিপুরা সরকার। 


★ 'পরম গঙ্গা' নামে সুপার কম্পিউটারটি সম্প্রতি কোন প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে?

➥ আইআইটি রূড়কী। 


★ দেশের প্রথম ড্রোন স্কুল কোথায় চালু হয়েছে?

➥ মধ্যপ্রদেশের গোয়ালিয়র। 


★ 'সাহিত্য অ্যাকাডেমি' সম্প্রতি কোন শহরে 'সাহিত্য উৎসব'এর আয়োজন করেছে?

➥ দিল্লি। 


★ কোন হিন্দি অনুবাদিত উপন্যাস সম্প্রতি 'আন্তর্জাতিক বুকার পুরস্কার'এর জন্য তালিকাভুক্ত হল?

➥ লেখিকা গীতাঞ্জলি শ্রী'র অনুবাদিত 'Tomb of Sand' (এটি প্রথম হিন্দি ভাষায় লেখা ফিকশন, যা মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়েছে)। 


★ উত্তর ভারতের প্রথম স্পেস সায়েন্স সেন্টার কোথায় চালু হয়েছে?

➥ জম্মুর 'কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়'এ (এটির নাম 'সতীশ ধাওয়ান সেন্টার ফর স্পেস সাইন্স')। 


★ মাছের উৎপাদন বাড়াতে ওড়িশা সরকার সম্প্রতি কোন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গড়ল?

➥ নাবার্ড। 


★ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ইউন সুক-ইওল। 


★ ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা মালিকাধীন শিল্প পার্ক কোথায় চালু হয়েছে?

➥ তেলেঙ্গানার হায়দ্রাবাদে। 


★ ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে?

➥ তামিলনাড়ু। 


★ সম্প্রতি প্রয়াত মুহাম্মদ রফিক তারার (৯২ বছর) কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন?

➥ পাকিস্তান। 


★ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ভারতের কোন রাজ্যের সরকারি চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণের ঘোষণা করলেন?

➥ ত্রিপুরা। 


★ কোন দেশ সম্প্রতি সামরিক স্যাটেলাইট 'নুর-২'কে সফলভাবে পৃথিবী থেকে ৫০০ কিলোমিটার (৩১১ মাইল) উচ্চতায় কক্ষপথে উৎক্ষেপণ করল?

➥ ইরান। 


★ ২০৪১ ক্লাইমেট-ফোর্স আন্টার্কটিকা অভিযানে, ভারতের প্রতিনিধি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ জাতীয় স্তরের শুটার ও দিল্লির পরিবেশবিদ আরুশি ভার্মা। 


★ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি মহিলা উদ্যোক্তাদের সহায়তা দিতে 'মাতৃশক্তি উদয়মিতা' প্রকল্প চালু করার ঘোষণা করল?

➥ হরিয়ানা সরকার। 


★ কোথায় সম্প্রতি ঐতিহ্যগত ওষুধের জন্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন প্রতিষ্ঠার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা?

➥ গুজরাতের জামনগরে। 


★ ভারতীয় বিমানবাহিনী অ্যাকাডেমির কমান্ড্যান্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ এয়ার মার্শাল বি. চন্দ্রশেখর। 


★ ভারতের বৃহত্তম ভগবান বুদ্ধের মূর্তি কোথায় তৈরি হতে চলেছে?

➥ বোধগয়ায়। 


★ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'কৌশল্যা মাতৃত্ব যোজনা' নামে একটি নতুন প্রকল্প চালু করল?

➥ ছত্রিশগড় (এই প্রকল্পের অধীনে, পরিবারে দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের জন্য মহিলাদের ৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে)। 


★ কোন বাংলাদেশী মহিলা ২০২২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে, 'ইন্টারন্যাশনাল উওমেন অফ কারেজ' পুরস্কার পেলেন?

➥ পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। 


★ 'Wrist Assured : An Autobiography' বইটির লেখক কে?

➥ প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক গুন্ডাপ্পা রঙ্গনাথ বিশ্বনাথ। 


★ 'More than Just Surgery : Life Lessons Beyond the OT' বইটির লেখক কে?

➥ ড. তেহেমটন এরচ উদওয়াদিয়া। 


★  হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?

➥ ক্যাটালিন এভা নোভাক। 


★ 'টাটা কনসালটেন্সি সার্ভিসেস'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে?

➥ রাজেশ গোপীনাথন। 


★ মনিপুরের মুখ্যমন্ত্রী এখন কে?

➥ এন. বীরেন সিং। 


★ সম্প্রতি প্রয়াত রড মার্শ (৭৪ বছর) কোন দেশের ক্রিকেটার ছিলেন?

➥ অস্ট্রেলিয়া। 


★ বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে, কে সম্প্রতি ৬টি (২০০০, ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ ও ২০২২) বিভিন্ন বিশ্বকাপ খেলার নজির গড়লেন?

➥ ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। 


★ 'ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম ওপেন'এর অফিসিয়াল স্পন্সর হল কোন কোম্পানি?

➥ ইনফোসিস। 


★ কে সম্প্রতি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৮ টি বলে দ্রুততম ৫০ রান করলেন?

➥ ঋষভ পন্থ (শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে চলা গোলাপি বল টেস্টের দ্বিতীয় ইনিংসে এই নজির গড়েন তিনি। সেইসঙ্গে কপিল দেবের নজিরও ভাঙলেন পন্থ। ১৯৮২ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে অর্ধশতরান করেছিলেন তিনি)। 


★ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে 'ওয়ার্ল্ড গলফ হল অফ ফেম'এ অন্তর্ভুক্ত হলেন বিখ্যাত গলফার টাইগার উডস। তিনি কোন দেশের নাগরিক?

➥ মার্কিন যুক্তরাষ্ট্র। 


★ সম্প্রতি অবসর ঘোষণাকারী শান্তাকুমারন নায়ার শ্রীসন্ত কোন খেলার সঙ্গে যুক্ত?

➥ ক্রিকেট। 


★ কে সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত, গ্র্যান্ডিসকাচি ক্যাটোলিকা আন্তর্জাতিক ওপেন দাবা টুর্নামেন্ট' জিতলেন?

➥ ভারতীয় গ্র্যান্ডমাস্টার এস. এল. নারায়ণন। 


★ ভারতের ২৩ তম মহিলা গ্র্যান্ডমাস্টার কে?

➥ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা ১৯ বছর বয়সি প্রিয়াঙ্কা নুটাক্কি‌।




More Current Affairs

Link

Monthly Current Affairs in Bengali - March 2022 (Part - 2)

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad