Ads Area

General Science - WBCS Prelims Previous Year 2010 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2010 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2010
General Science - WBCS Prelims Previous Year 2010



নমস্কার বন্ধুরা,

WBCS Prelims Previous Year 2010 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।

Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।



General Science - WBCS Prelims Previous Year 2010



1. কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় বস্তুটির পৃষ্ঠতল কেমন হলে?


A) সাদা

B) মসৃণ কিন্তু কালো

C) মসৃণ

D) অমসৃণ কিন্তু কালো


Ans: D) অমসৃণ কিন্তু কালো


2. হিমোফিলিয়ার জন্য দায়ী জিন কোনটি?


A) X লিঙ্কড প্রচ্ছন্ন

B) X লিঙ্কড প্রকট

C) Y লিঙ্কড

D) অটোজোমে উপস্থিত


Ans: A) X লিঙ্কড প্রচ্ছন্ন


3. উচ্চতর স্তন্যপায়ী প্রাণীর জরায়ু ও যোনীনালী সংযোগস্থলের সরু অংশটি কি নামে পরিচিত?


A) ক্লিটোরিস (Clitoris)

B) মূত্রনালী (Urethra)

C) ডিম্বনালী (Oviduct)

D) জরায়ুর গ্রীবা (Cervix)


Ans: D) জরায়ুর গ্রীবা (Cervix)


4. নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল?


A) ইউরেনিয়াম

B) পারদ

C) ক্যাডমিয়াম

D) আর্সেনিক


Ans: B) পারদ


5. একটি ব্রায়োফাইট / মস -এর দেহজ‍ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে তা হল?


A) রেণুধর উদ্ভিদ

B) লিঙ্গধর উদ্ভিদ

C) রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ

D) রেণুধর এবং লিঙ্গধর উদ্ভিদ


Ans: C) রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ


6. উৎসেচক একটি জৈব রাসায়নিক বিক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করে?


A) বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিকে বৃদ্ধি করে

B) বিক্রিয়ার তাপমাত্রাকে হ্রাস করে

C) বিক্রিয়ার তাপমাত্রাকে বৃদ্ধি করে

D) বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিকে হ্রাস করে


Ans: D) বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিকে হ্রাস করে


7.  হৃদপেশী ক্লান্ত হয় না কারণ?


A) কোষসমূহ ইন্টারক্যালেটেড চাকতি দ্বারা যুক্ত

B) বিপুল পরিমাণে মাইটোকনড্রিয়ার উপস্থিতি

C) অধিক পরিমাণে অ্যাকটিনের উপস্থিতি

D) অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি


Ans: B) বিপুল পরিমাণে মাইটোকনড্রিয়ার উপস্থিতি


8. হ্যাভারশিয়ান তন্ত্র (Haversian System) কার অংশবিশেষ?


A) বৃক্ক

B) অস্থি

C) হৃদপিন্ড

D) মস্তিষ্ক


Ans: B) অস্থি


9. নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি (nuclear fuel)?


A) ইউরেনিয়াম 238

B) প্লুটোনিয়াম 239

C) নেপচুনিয়াম 239

D) থোরিয়াম 236


Ans: B) প্লুটোনিয়াম 239


10. নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়?


A) দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি হওয়া

B) আয়োডিন এর উর্ধ্বপাতন

C) চায়ে চিনি মেশানো

D) মোমবাতির দহন


Ans: D) মোমবাতির দহন


11. সালোকসংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয় কোথায়?


A) সাইটোসল-এ

B) ক্লোরোপ্লাস্টের গ্রানায়

C) ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়

D) রাইবোজোম-এ


Ans: B) ক্লোরোপ্লাস্টের গ্রানায়


12. পলিটিন ক্রোমোজোম (Polytene chromosome) কোথায় পাওয়া যায়?


A) পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে

B) মানুষের যকৃত-এ

C) পতঙ্গের স্নায়ু কোষে

D) উপরের কোনোটিই নয়


Ans: A) পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে


13. Sunken stomata এর উপস্থিতি কোন ধরনের উদ্ভিদের মধ্যে দেখা যায়?


A) হাইড্রোফাইট

B) জেরোফাইট

C) হ্যালোফাইট

D) মেসোফাইট


Ans: B) জেরোফাইট


14. আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়?


A) সুক্রোজ

B) ফ্রুক্টোজ

C) সেলুলোজ

D) গ্লুকোজ


Ans: D) গ্লুকোজ


15. কোন ধাতুর আয়ন সালোকসংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে?


A) সোডিয়াম

B) পটাশিয়াম

C) কোবাল্ট

D) লোহা


Ans: D) লোহা


16. মাটির তলায় জলের গভীরতা কত হলে টিউবওয়েল কাজ করবে না?


A) 20 ফুট

B) 25 ফুট

C) 28 ফুট

D) 38 ফুট


Ans: D) 38 ফুট


17. 'DNA পর্যায়ক্রম' (DNA sequencing) প্রক্রিয়া আবিষ্কার করেন কে?


A) এইচ. জি. খোরানা

B) ওয়াটসন এবং ক্রিক

C) ফ্রেডরিক স্যাঙ্গার

D) ই. এম. সাউদার্ন


Ans: C) ফ্রেডরিক স্যাঙ্গার


18. ক্ল্যাডোগ্রাম (Cladogram) কোন প্রকল্পটিকে ব্যাখ্যা করে?


A) বিবর্তন সম্পর্ক (Evolutionary relationship)

B) ফেনাটিক সম্পর্ক (Phenatic relationship)

C) জিনাগত সম্পর্ক (Genetic relationship)

D) ট্যাক্সনমিজনিত সম্পর্ক (Taxonomic relationship)


Ans: A) বিবর্তন সম্পর্ক (Evolutionary relationship)


19. নিচের উক্তিগুলি বিবেচনা করুন:

1. নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়

2. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়

3. বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে (Series) যুক্ত থাকে

4. টেলিভিশনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল


A) কেবল 1 সঠিক

B) কেবল 2 সঠিক

C) কেবল 2 এবং 4 সঠিক

D) কেবল 1 এবং 4 সঠিক


Ans: D) কেবল 1 এবং 4 সঠিক


20. নিচের কোনটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে?


A) থার্মোস্ট্যাট

B) মোটর

C) ডায়নামো

D) রেকটিফায়ার


Ans: B) মোটর


21. একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড় ভিজে যায়। এর কারণ?


A) মহাকর্ষ (Gravitation)

B) সান্দ্রতা (Viscosity)

C) স্থিতিস্থাপকতা (Elasticity)

D) কৈশিক ক্রিয়া (Capillarity)


Ans: D) কৈশিক ক্রিয়া (Capillarity)


22. AIDS/HIV ভাইরাস কোন প্রকারের ভাইরাস?


A) DNA ভাইরাস

B) RNA ভাইরাস

C) হয় DNA অথবা RNA ভাইরাস

D) উভয় প্রকার, DNA অথবা RNA ভাইরাস


Ans: B) RNA ভাইরাস


23. যানবাহন দ্বারা বায়ু দূষনকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা স্বরূপ অটোরিক্সাকে জ্বালানি বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে নিম্নোক্ত কোন জ্বালানির সাহায্যে?


A) পেট্রোল

B) মাদকদ্রব্য থেকে উৎপাদিত জ্বালানি

C) C.N.G

D) ডিজেল


Ans: C) C.N.G


24. শ্বসনে, যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে তা হল?


A) অক্সিডেটিভ ফসফোরাইলেশন-এ

B) পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ-ডি-কার্বক্সিলেশন-এ

C) ক্রেবস চক্র-এ

D) গ্লাইকোলাইসিস-এ


Ans: D) গ্লাইকোলাইসিস-এ


25. দুটি বস্তু A ও B এর ভর (Mass) যথাক্রমে m এবং 5m, একই সময় ধরে সমান বল এদের ওপর প্রয়োগ করা হলে-


A) A ও B এর বেগ সমান হবে

B) A ও B এর ভরবেগ সমান হবে

C) A এর ভরবেগ বেশী হবে

D) B এর ভরবেগ বেশী হবে


Ans: B) A ও B এর ভরবেগ সমান হবে





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad