General Science - WBCS Prelims Previous Year 2009 Solved Question Answer
![]() |
General Science - WBCS Prelims Previous Year 2009 |
নমস্কার বন্ধুরা,
WBCS Prelims Previous Year 2009 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।
Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।
General Science - WBCS Prelims Previous Year 2009
1. বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ?
A) ঘর্ষণ কমে যায়
B) ঘর্ষণ বেড়ে যায়
C) ঘর্ষণ শূন্য হয়ে যায়
D) গাড়ির উপর অধিক জল প্রয়োগ করা যায় না
Ans: A) ঘর্ষণ কমে যায়
2. কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে?
A) পৃথিবীর কেন্দ্রে
B) পৃথিবীর থেকে অসীম দুরত্বে
C) পৃথিবীর পৃষ্ঠে
D) পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দুরত্ব পর্যন্ত
Ans: C) পৃথিবীর পৃষ্ঠে
3. স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে?
A) বেড়ে যাবে
B) কমে যাবে
C) একই থাকবে
D) গ্যাসের প্রভাব এর উপর নির্ভর করে বাড়বে না কমবে
Ans: A) বেড়ে যাবে
4. একটি বড় বরফের খন্ড 0°C তাপমাত্রায় বায়ুতে রাখা আছে। এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলে সেই জলটি কি হবে?
A) 0°C তাপমাত্রায় জল জমে বরফ হয়ে যাবে
B) জলের তাপমাত্রার কোন পরিবর্তন হবে না
C) জলের তাপমাত্রা কমে 0°C হবে, কিন্তু জমবে না
D) জল জমে বরফ হয়ে যাবে যদি বরফখণ্ডটি বড় হয় এবং জল থেকে যাবে যদি ছোট হয়
Ans: C) জলের তাপমাত্রা কমে 0°C হবে, কিন্তু জমবে না
5. তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকরিত হয়?
A) X রশ্মি
B) গামা রশ্মি
C) আল্ট্রাভায়োলেট রশ্মি
D) ইনফ্রারেড রশ্মি
Ans: B) গামা রশ্মি
6. ওজনের শতকরা কত পরিমান মানব দেহে জল উপস্থিত?
A) 66%
B) 50%
C) 33%
D) 10%
Ans: A) 66%
7. আয়োডিন দেওয়া হয় কোন রোগে আক্রান্ত রোগীকে?
A) গলগন্ড
B) রাতকানা
C) রিকেট
D) বাত
Ans: A) গলগন্ড
8. ফুলারিন হল-
A) কার্বনের একটি বহুরূপ
B) কার্বোরান্ডামের অপর নাম
C) কৃত্রিম এমারি
D) কার্বনের একটি যৌগ
Ans: A) কার্বনের একটি বহুরূপ
9. পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া সংঘটিত হয়?
A) নিউক্লিয় সংযোজন
B) স্প্যালেশন
C) নিউক্লিয় বিভাজন
D) নিউক্লিয় সমাবয়বীভবন
Ans: C) নিউক্লিয় বিভাজন
10. ভিটামিন C হল?
A) টেকোফেরল
B) সায়ানোকোবাল্ট আমিন
C) অ্যাসকরবিক অ্যাসিড
D) থায়ামিন
Ans: C) অ্যাসকরবিক অ্যাসিড
11. বায়ুমণ্ডলে কোন যৌগটি বেশী মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয়?
A) কার্বন ডাই অক্সাইড
B) অ্যামোনিয়া
C) জলীয় বাষ্প
D) ধূলি কণা
Ans: C) জলীয় বাষ্প
12. নারকেল-এর যে অংশটি আমরা খাই তা হল-
A) ফলের ত্বক
B) শস্য
C) বীজপত্র
D) ভ্রুণ
Ans: B) শস্য
13. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?
A) বীজ
B) পাতা
C) ফুল
D) ছাল
Ans: D) ছাল
14. ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে কখন যথাযথ পাওয়া যায়?
A) জ্বর বৃদ্ধির এক ঘন্টা পূর্বে
B) তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পর
C) কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময়
D) যে কোন সময়
Ans: C) কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময়
15. নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল COA ডিহাইড্রোজিনেস প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে?
A) নিকোটিনিক অ্যাসিড
B) পাইরিডক্সিন
C) প্যানটোথেনিক অ্যাসিড
D) রাইবোফ্লেভিন
Ans: D) রাইবোফ্লেভিন
16. চিংড়ির রেচন অঙ্গ কোনটি?
A) লালাগ্রন্থি
B) সবুজ গ্রন্থি
C) ইঙ্ক গ্রন্থি
D) ম্যালপিজিয়ান নালিকা
Ans: B) সবুজ গ্রন্থি
17. নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়?
A) গরু
B) কুকুর
C) পায়রা
D) গিরগিটি
Ans: A) গরু
18. সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেওয়ালে শব্দ-
A) প্রতিসরিত হবে
B) শোষিত হবে
C) প্রতিফলিত হবে
D) বিবর্তিত হবে
Ans: B) শোষিত হবে
19. সাধারণ স্যালাইন (Normal saline) হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যার মাত্রা-
A) 0.84%
B) 1.00 নর্মাল
C) 1.00 মোলার
D) 1%
Ans: A) 0.84%
Please do not enter any spam link in the comment box.