General Science - WBCS Prelims Previous Year 2008 Solved Question Answer
WBCS Prelims Previous Year 2008 |
নমস্কার বন্ধুরা,
WBCS Prelims Previous Year 2008 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 30 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে।
Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।
General Science - WBCS Prelims Previous Year 2008
1. তাপমাত্রা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায়?
A) তামা
B) লোহা
C) সিলিকন
D) পারদ
Ans: C) সিলিকন
2. একজন প্রাপ্তবয়স্কের হৃদপিন্ডে প্রতি ঘন্টায় প্রায় কত পরিমান রক্ত পাম্প করে?
A) 150 লিটার
B) 200 লিটার
C) 300 লিটার
D) 340 লিটার
Ans: C) 300 লিটার
3. ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটিতে?
A) DNA
B) RNA
C) Both RNA ও DNA
D) উপরের কোনোটিই নয়
Ans: C) Both RNA ও DNA
4. পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ওজন 10N. হলে পৃথিবীর কেন্দ্রে ওজন হবে?
A) 0 N
B) 5 N
C) 10 N
D) অসীম
Ans: A) 0 N
5. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
A) ব্যারোমিটার
B) স্ফিগমোম্যানোমিটার
C) টোনোমেট্রি
D) উপরের কোনোটিই নয়
Ans: B) স্ফিগমোম্যানোমিটার
6. বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তিপ্রবাহ বলা হয়, কারণ?
A) শক্তি প্রকৃতিতে বিভিন্ন দিকে রূপান্তরিত হয়
B) শক্তি সকল প্রকার তন্ত্রের কার্যকরিতার মূল
C) শক্তির একমুখী রূপান্তর
D) উপরের কোনোটিই নয়
Ans: C) শক্তির একমুখী রূপান্তর
7. একটি 200 V - 100 W বাল্বের রোধ (resistance) কত?
A) 400 ওহম
B) 200 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে শুধুমাত্র তখনই 400 ওহম
C) 400 ওহম যখন বাল্বটি জ্বলছে না
D) 2 ওহম
Ans: B) 200 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে শুধুমাত্র তখনই 400 ওহম
8. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেটি কোনটি?
A) ভিটামিন A
B) ফলিক অ্যাসিড
C) ভিটামিন D
D) ভিটামিন K
Ans: D) ভিটামিন K
9. মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবানু কোনটি?
A) Plasmodium vivax
B) Plasmodium falciparum
C) Plasmodium malaric
D) Plasmodium ovale
Ans: B) Plasmodium falciparum
10. আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হল?
A) আলোক-তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ (Photoelectric equation)
B) বিশেষ আপেক্ষিকতাবাদ (Special theory of relativity)
C) সাধারণ আপেক্ষিকতাবাদ (General theory of relativity)
D) ব্রাউনীয় গতির ব্যাখ্যা (Explanation of Brownian motion)
Ans: A) আলোক-তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ (Photoelectric equation)
11. DNA তে কোন নাইট্রোজেন বেস অনুপস্থিত?
A) ইউরাসিল (Uracil)
B) অ্যাডেনিন (Adenine)
C) থাইমিন (Thymine)
D) সাইটোসিন (Cytosine)
Ans: A) ইউরাসিল (Uracil)
12. সাকসিনিক অ্যাসিড (Succinic acid) ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে নিচের কোনটি?
A) ম্যালিক অ্যাসিড
B) ফর্মিক অ্যাসিড
C) আইসো-সাইট্রিক অ্যাসিড
D) ফিউমেরিক অ্যাসিড
Ans: C) আইসো-সাইট্রিক অ্যাসিড
13. মস্তিষ্কের occipital অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হল-
A) দৃষ্টি (Vision)
B) স্বাদ (Taste)
C) গতি (Motion)
D) স্পর্শ (Touch)
Ans: A) দৃষ্টি (Vision)
14. নিচের কোনটি তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ (electromagnetic wave) নয়?
A) বেতার তরঙ্গ (Radio wave)
B) x-রশ্মি (X-ray)
C) দৃশ্য আলোক (Visible light)
D) শব্দ তরঙ্গ (Sound wave)
Ans: D) শব্দ তরঙ্গ (Sound wave)
15. যে প্রক্রিয়ায় রাইবোজোম (Ribosomes) উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হল-
A) সালোকসংশ্লেষ (Photosynthesis)
B) প্রোটিন সংশ্লেষ (Protein synthesis)
C) লিপিড সংশ্লেষ (Lipid synthesis)
D) শ্বসন (Respiration)
Ans: B) প্রোটিন সংশ্লেষ (Protein synthesis)
16. গ্রীনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের (radiations) তাপ শোষণ করে?
A) অতিবেগুনী বিকিরণের (Ultraviolet)
B) ইনফ্রারেড বিকিরণের (Infrared)
C) সৌর বিকিরণের (Solar)
D) (A) এবং (B) উভয়ের
Ans: B) ইনফ্রারেড বিকিরণের (Infrared)
17. N.S.G কোনটির সাথে সম্পর্কিত?
A) Non-aligned States Group
B) Nuclear Suppliers Group
C) Nuclear States Group
D) Non-nuclear States Group
Ans: B) Nuclear Suppliers Group
18. একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হলো। আবদ্ধ বাতাসের চাপ কি হবে?
A) খুব কম
B) বায়ুমন্ডলের চাপের চেয়ে সামান্য কম
C) বায়ুমন্ডলের চাপের সমান
D) নলের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল
Ans: C) বায়ুমন্ডলের চাপের সমান
19. নিম্নোক্ত কোনটি একটি পতঙ্গভোজী গাছ?
A) গুলঞ্চ
B) নয়নতারা
C) বাসক
D) কলসপত্রী
Ans: D) কলসপত্রী
20. নিম্নোক্ত কোনটি উত্তেজনাবর্ধক (stimulant) নয়?
A) ক্যাফিন (Caffeine)
B) বর্বিটুরেটস (Barbiturates)
C) কোকেন (Cocaine)
D) অ্যামফিটামাইনস
Ans: B) বর্বিটুরেটস (Barbiturates)
21. আলোকরশ্মির প্রাথমিক রঙ গুলি কি?
A) লাল, সবুজ, নীল, হলুদ
B) লাল, নীল, সবুজ
C) হলুদ, নীল, লাল, ছাই রং
D) উপরের কোনোটিই নয়
Ans: B) লাল, নীল, সবুজ
22. একটি মোটর গাড়ির ভিউ ফাইন্ডার (view finder) হল?
A) সমতল দর্পণ (plane mirror)
B) অবতল দর্পণ (concave mirror)
C) উত্তল দর্পণ (convex mirror)
D) উত্তল লেন্স (convex lens)
Ans: C) উত্তল দর্পণ (convex mirror)
23. নিম্নোক্ত কোন জিনের সক্রিয়তার কারণে ক্যান্সার হয়?
A) রেগুলেটরী জিন (Regulatory genes)
B) অনকোজিন (Oncogenes)
C) স্ট্রাকচারাল জিন (Structural genes)
D) জাম্পিং জিন (Jumping genes)
Ans: B) অনকোজিন (Oncogenes)
24. পাকিনসন্স রোগটি (Pakinson's disease) নিম্নলিখিত অঙ্গের স্নায়ু কোষের ক্ষতি দ্বারা চিহ্নিত করা হয়?
A) Cingulate cortex
B) Substantia nigra
C) Reticular formation
D) Cerebral cortex
Ans: B) Substantia nigra
25. অধিকাংশ মানসিক ব্যাধিগ্রস্ত রোগী হাসপাতালে ভর্তি হয় কোন কারনে?
A) উদ্বায়ু (Neurosis)
B) বিষন্নতা (Depression)
C) হিস্টিরিয়া (Hysteria)
D) স্কিৎসোফ্রেনিয়া (Schizophrenia)
Ans: B) বিষন্নতা (Depression)
26. ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে তৈরি হয় কোনটি?
A) আর্সেনিক
B) বিসমাথ
C) সীসা
D) টিন
Ans: C) সীসা
27. পাপড়ি ছাড়া ফুলগুলির পরাগ সংযোগ হয় কিভাবে?
A) মৌমাছি দ্বারা
B) পাখি দ্বারা
C) প্রজাপতি দ্বারা
D) বায়ু দ্বারা
Ans: D) বায়ু দ্বারা
28. শরীরের মধ্যে যে জৈব-রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে?
A) Anabolism
B) Catabolism
C) Metabolism
D) ওপরের কোনোটিই নয়
Ans: C) Metabolism
29. রেট্রোভাইরাসের RNA থেকে DNA উৎপন্ন হয় কিভাবে?
A) DNA পলিমারেজ দ্বারা
B) RNA পলিমারেজ দ্বারা
C) অ্যান্ডোনিউক্লিয়েজ দ্বারা
D) রিভার্স ট্রানসক্রিপটেজ দ্বারা
Ans: D) রিভার্স ট্রানসক্রিপটেজ দ্বারা
30. লেইসম্যানিয়া ডোনোভানি (Leishmania donovani)-এর অন্তবর্তী পোষক কোনটি?
A) বালু মাছি
B) সেটসি মাছি
C) ড্রাগন মাছি
D) অ্যানোফিলিস মশা
Ans: A) বালু মাছি
More Important GK | Link |
---|---|
General Science - WBCS Prelims Previous Year 2007 | Click Here |
Please do not enter any spam link in the comment box.