A.N.M and G.N.M MCQ Part - 2 - GK in Bengali - GS Question and Answer in Bengali
A.N.M and G.N.M MCQ Part - 2 |
A.N.M and G.N.M MCQ Part - 2 এ আপনাদের জন্য থাকছে GK in Bengali - GS Question and Answer in Bengali
রাজ্যের বা দেশের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য GK Question and Answer আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রায় সবার জানা। বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদির কথা মাথায় রেখে আজকের এই GK in Bengali - GS Question and Answer in Bengali তে আপনাদের জন্য থাকছে A.N.M and G.N.M MCQ যেখানে GK in Bengali, General Knowledge in Bengali, General Knowledge questions with answers, জেনারেল নলেজ কুইজ, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, বাংলা general knowledge, সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
সুতরাং সময় নষ্ট না করে নিচে দেওয়া A.N.M and G.N.M MCQ Part - 2 - GK in Bengali - GS Question and Answer in Bengali প্রশ্ন ও উত্তর ভালো করে দেখে নাও।
A.N.M and G.N.M MCQ Part - 2
1. মস হল একটি-
A) হাইড্রোফাইট
B) লিথোফাইট
C) মেসোফাইট
D) ক্রায়োফাইট
Ans: B) লিথোফাইট
2. গ্লাইকোজেন নীচের কোন্ প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য?
A) শৈবাল
B) ছত্রাক
C) মস
D) ফার্ণ
Ans: B) ছত্রাক
3. হিমোসিল কী?
A) পতঙ্গদের রক্ত
B) লৌহঘটিত রঞ্জক
C) তাম্রঘটিত রঞ্জক
D) রক্তপূর্ণ দেহগহ্বর
Ans: D) রক্তপূর্ণ দেহগহ্বর
4. ক্ষুদ্রতম ভাইরাস কোনটি?
A) রাইনো ভাইরাস
B) ভ্যারিওলা ভাইরাস
C) রেবিস ভাইরাস
D) রুবেলা ভাইরাস
Ans: A) রাইনো ভাইরাস
5. কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
A) নোটোকর্ড
B) নার্ভকর্ড
C) স্পাইনাল কর্ড
D) কোনোটিই নয়
Ans: A) নোটোকর্ড
6. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল-
A) বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু
B) নগ্নবীজ
C) দানাযুক্ত বীজ
D) ফলের ভিতরে বীজ
Ans: B) নগ্নবীজ
7. ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি-
A) পরাশ্রয়ী
B) স্পোরোফাইট
C) গ্যামেটোফাইট
D) স্পোরোফিল
Ans: C) গ্যামেটোফাইট
8. শ্রেণিবিন্যাসের জনক কাকে বলে?
A) হাচিনসন
B) আবলার
C) লিনিয়াস
D) ওপারিন
Ans: C) লিনিয়াস
9. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি-
A) কাচের তৈরি
B) ফাইবারের তৈরি
C) তড়িৎ চুম্বক
D) লোহার তৈরি
Ans: C) তড়িৎ চুম্বক
10. কোন উদ্ভিদটি প্রথম ভ্রূণসমন্বিত উদ্ভিদ?
A) থ্যালোফাইট
B) ব্রায়োফাইট
C) টেরিডোফাইট
D) ব্যক্তবীজী
Ans: B) ব্রায়োফাইট
11. শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হল-
A) লিঙ্গধর
B) রেণুধর
C) লিঙ্গধর ও রেনুধর
D) কোনোটিই নয়
Ans: A) লিঙ্গধর
12. হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক?
A) শৈবাল
B) ছত্রাক
C) মস
D) ফার্ন
Ans: B) ছত্রাক
13. পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়?
A) ছত্রাক
B) শৈবাল
C) ফার্ন
D) মস
Ans: A) ছত্রাক
14. ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকারের?
A) n
B) 2n
C) 3n
D) কোনোটিই নয়
Ans: A) n
15. মাশরুম হল একপ্রকার-
A) শৈবাল
B) ছত্রাক
C) মস
D) ফার্ন
Ans: B) ছত্রাক
16. পতঙ্গভূক উদ্ভিদের কোন উপাদানের অভাব থাকে?
A) কার্বন
B) হাইড্রোজেন
C) নাইট্রোজেন
D) কোনোটিই নয়
Ans: C) নাইট্রোজেন
17. সেলাজিনেলা কোন প্রকার উদ্ভিদের অন্তর্গত?
A) মস
B) ফার্ন
C) ব্যক্তবীজী
D) গুপ্তবীজী
Ans: B) ফার্ন
18. নিচের কোনটি অসমাঙ্গ ফুল?
A) ধুতুরা
B) জবা
C) কুমড়ো
D) মটর
Ans: D) মটর
19. কুনোব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত?
A) 20
B) 18
C) 8
D) 10
Ans: B) 18
20. বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে লেখা হয়?
A) ইংরেজি
B) গ্রীক
C) ল্যাটিন
D) স্প্যানিশ
Ans: C) ল্যাটিন
21. জীববিদ্যার জনক কাকে বলা হয়?
A) থিওফ্রাস্টাস
B) অ্যারিস্টোটল
C) ক্যারোলাস লিনিয়াস
D) গ্রেগর জোহান মেন্ডেল
Ans: B) অ্যারিস্টোটল
22. আরশোলার দৃষ্টি হল-
A) একনেত্র দৃষ্টি
B) দ্বিনেত্র দৃষ্টি
C) আল্ট্রাসনিক
D) পুঞ্জাক্ষি
Ans: D) পুঞ্জাক্ষি
23. নিচের কোনটি অন্ডজ সন্ধিপদী প্রাণী নয়?
A) কাঁকড়াবিছে
B) গোবরে পোকা
C) চিংড়ি
D) সেন্টিপেডস্
Ans: A) কাঁকড়াবিছে
24. 'Critica Botania' বইটির লেখক কে?
A) লিনয়াস
B) ক্রনকুইস্ট
C) হুক
D) ক্যান্ডোগে
Ans: A) লিনয়াস
25. মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ?
A) লিনিয়াস
B) রবার্ট হুক
C) জন রে
D) মেন্ডেল
Ans: B) রবার্ট হুক
More Important GK | Link |
---|---|
A.N.M and G.N.M MCQ Part - 1 | Click Here |
Please do not enter any spam link in the comment box.