Ads Area

A.N.M and G.N.M MCQ Part - 1 - GK in Bengali - GS Question and Answer in Bengali

A.N.M and G.N.M MCQ Part - 1 - GK in Bengali - GS Question and Answer in Bengali

A.N.M and G.N.M MCQ Part - 1 - GK in Bengali

A.N.M and G.N.M MCQ Part - 1 এ আপনাদের জন্য থাকছে GK in Bengali - GS Question and Answer in Bengali


রাজ্যের বা দেশের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য GK Question and Answer আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রায় সবার জানা। বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদির কথা মাথায় রেখে আজকের এই GK in Bengali - GS Question and Answer in Bengali তে আপনাদের জন্য থাকছে A.N.M and G.N.M MCQ যেখানে GK in Bengali, General Knowledge in Bengali, General Knowledge questions with answers, জেনারেল নলেজ কুইজ, জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, বাংলা general knowledge, সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 


সুতরাং সময় নষ্ট না করে নিচে দেওয়া A.N.M and G.N.M MCQ Part - 1 - GK in Bengali - GS Question and Answer in Bengali প্রশ্ন ও উত্তর ভালো করে দেখে নাও।




A.N.M and G.N.M MCQ Part - 1



1. কোনটি প্রোটোজোয়া নয়?


A) হাইড্রা

B) ইউগ্লিনা

C) অ্যামিবা

D) প্যারামেসিয়াম


Ans: A) হাইড্রা


2. পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত?


A) অ্যানিলিডা

B) আর্থোপোডা

C) সিলেনটেরাটা

D) ক্রাস্টেসিয়া


Ans: B) আর্থোপোডা


3. পতঙ্গদের আছে-


A) দু'জোড়া পা

B) তিনজোড়া পা

C) চারজোড়া পা

D) একজোড়া পা


Ans: B) তিনজোড়া পা


4. সামুদ্রিক অশ্ব (Sea horse) একটি-


A) অসটিকথিস বা টেলিওস্টোমি

B) মোলাস্কা বা কম্বোজ

C) কনড্রিকথিস বা ইলাসমোব্রাঙ্কি

D) ম্যামেলিয়া বা স্তন্যপায়ী


Ans: C) কনড্রিকথিস বা ইলাসমোব্রাঙ্কি


5. হার্বেরিয়াম হল-


A) মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা

B) জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা

C) মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা

D) জীবন্ত উদ্ভিদকে কাচের ঘরে রাখা


Ans: A) মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা


6. এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ?


A) সিলভার ফিস

B) ডগ ফিশ

C) ক্রে ফিস

D) স্টার ফিস


Ans: B) ডগ ফিশ


7. 'Herbarium of Forest Research Institute' কোথায় অবস্থিত?


A) কলকাতা

B) দেরাদুন

C) লখনৌ

D) মুম্বাই


Ans: B) দেরাদুন


8. কোন প্রাণীকে 'ডেভিল মাছ' বলে?


A) তিমি

B) হাঙ্গর

C) অক্টোপাস

D) ডলফিন


Ans: C) অক্টোপাস


9. ন্যাথাস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণীর অন্তর্গত?


A) একাইনোডার্মাটা

B) পরিফেরা

C) সিলেন্টারেটা

D) কর্ডাটা


Ans: D) কর্ডাটা


10. গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয়?


A) ক্যারোটিন

B) ল্যাকটোজ

C) রাইবোফ্লাভিন

D) রাইবুলোজ


Ans: C) রাইবোফ্লাভিন


11. রস্ট্রাম কোন প্রাণীতে দেখা যায়?


A) আরশোলা

B) পিঁপড়ে

C) চিংড়ি

D) রুই মাছ


Ans: C) চিংড়ি


12. ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত-


A) সনাক্তকরণ

B) নামকরণ

C) শ্রেণীবিভাগ

D) সবকটি


Ans: D) সবকটি


13. অ্যাসকারিস-এর দেহ গহ্বর কে বলা হয়-


A) সিলোম

B) হিমোসিলোম

C) সিউডোসিলোম

D) কোনোটিই নয়


Ans: C) সিউডোসিলোম


14. আর্কিগোনিয়াম (Archegonium) নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায় না?


A) পাইন

B) সাইকাস

C) নিটাম

D) গিংগো


Ans: C) নিটাম


15. রিকসিয়া হল একটি-


A) ছত্রাক

B) ফার্ণ

C) শৈবাল

D) মস


Ans: D) মস


16. ভারতের বৃহত্তম 'Central National Herbarium' কোথায় অবস্থিত?


A) মুম্বাই

B) হাওড়া

C) চেন্নাই

D) কটক


Ans: B) হাওড়া


17. Arthur cronquist এর শ্রেণীবিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের?


A) প্রাকৃতিক

B) কৃত্তিম

C) ফাইলোজেনেটিক

D) প্রাকৃতিক হাতিম এবং ফাইলোজেনেটিক প্রকৃতির


Ans: C) ফাইলোজেনেটিক


18. ICNB সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত?


A) ভাইরাস

B) ব্যাকটেরিয়া

C) উদ্ভিদ

D) প্রাণী


Ans: B) ব্যাকটেরিয়া


19. কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত?


A) লাইকেন

B) মাইকোরাইজা

C) VAM

D) কোরালয়েড মূল


Ans: A) লাইকেন


20. নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়?


A) ইউগ্লিনা

B) ব্যাঙ

C)  সাপ

D) পিঁপড়ে


Ans: C)  সাপ


21. মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ?


A) পরজীবী

B) মৃতজীবী

C) মিথোজীবী

D) পতঙ্গভূক


Ans: C) মিথোজীবী


22. সোরাস বা সিনোসোরাস কোন উদ্ভিদে পাওয়া যায়?


A) শৈবাল

B) মিউকর

C) ফার্ণ

D) মটর গাছ


Ans: C) ফার্ণ 


23. IUCN কোন সালে গঠিত বা স্থাপিত হয়?


A) 1947 সাল

B) 1949 সাল

C) 1948 সাল

D) 1950 সাল


Ans: C) 1948 সাল


24. Coli কোন প্রকৃতির ব্যাকটেরিয়া?


A) গ্রাম পজিটিভ

B) গ্রাম নেগেটিভ

C) 'a' এবং 'b'

D) কোনোটিই নয়


Ans: B) গ্রাম নেগেটিভ


25. নিচের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া?


A) ক্লসট্রিডিয়াম টিটেনি

B) এসেরেকিয়া কোলাই

C) রোডোস্পাইরিলাম

D) ব্যাকটেরিও ফাজ


Ans: A) ক্লসট্রিডিয়াম টিটেনি




More Important GK Link
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad