Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - General Knowledge Question and Answer - Karmosangsthan (19.03.2022)

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - General Knowledge Question and Answer - Karmosangsthan (19.03.2022)

General Knowledge Question and Answer
General Knowledge Question and Answer

এই পাঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর, যেগুলি প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। আজকের পাঠের General Knowledge Question and Answer গুলো সংগ্রহ করা হয়েছে Karmosangsthan (19.03.2022) পত্রিকা থেকে।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Gk questions with answers in bengali 2022 যেখানে আমরা বিভিন্ন Gk questions in bengali নিয়ে আলোচনা করব। জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2022 সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। General knowledge questions প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই Bangla question answer দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।


Bangla GK Diary is best government exam preparation website in bengali language.

Prepare for the following subjects with us -

Current Affairs, Mock Test, Subjective GK (History, Geography, Science, Polity) and Latest Notification.



আরো পড়ুন...

বাংলা জিকে প্রশ্ন ও উত্তর (All Part)




General Knowledge Question and Answer



১। কার্বন ব্ল্যাক তৈরিতে কোন হাইড্রোকার্বন ব্যবহৃত হয়?

☞ মিথেন। 


২। তামার প্রধান আকরিকের নাম কী?

☞ কপার পাইরাইটস। 


৩। কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে?

☞ জীবাশ্ম জ্বালানি। 


৪। কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে?

☞ মাছ। 


৫। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?

☞ উইলিয়াম হার্ভে। 


৬। শুষ্ক বরফ কাকে বলে?

☞ কার্বন ডাই অক্সাইড। 


৭। কুনোব্যাঙ কোন শ্রেণীভুক্ত?

☞ আম্ফিবিয়া। 


৮। 'হাইগ্রোমিটার' যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?

☞ আপেক্ষিক আদ্রতা। 


৯। গাড়ির চালকের রক্তে অ্যালকোহলের মাত্রা জানার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

☞ ব্রেথালাইজার। 


১০। 'উপনিষদ' এর মূল বিষয়বস্তু কি?

☞ দর্শন। 


১১। 'দুরাণী' বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

☞ আহমদ শাহ আবদালী। 


১২। বিখ্যাত অজন্তা গুহাচিত্রের শিল্পে কোন গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়?

☞ জাতক। 


১৩। ভারতের ইতিহাসের কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়?

☞ গুপ্ত যুগ। 


১৪। ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয়?

☞ মৌর্য যুগে। 


১৫। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন?

☞ অ্যারিস্টটল। 


১৬। সম্রাট অশোকের শাসনব্যবস্থায় 'রাজুক' শ্রেণী কোন বিভাগের দায়িত্বে ছিলেন?

☞ বিচার ব্যবস্থা। 


১৭। 'কাঞ্চি' কোন রাজ্যের রাজধানী ছিল?

☞ পল্লব। 


১৮। 'দানসাগর' ধর্মগ্রন্থের রচয়িতা কে?

☞ বল্লাল সেন। 


১৯। 'মাদুরাই' কাদের রাজধানী ছিল?

☞ পাণ্ড‌্য। 


২০। 'চারনোজেম' মাটির অন্য নাম কি?

☞ কৃষ্ণ মৃত্তিকা। 


২১। পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান 'কেইবুল লামজাও' কোন হ্রদের উপর অবস্থিত?

☞ লোকটাক হ্রদ। 


২২। 'টোডা' উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?

☞ তামিলনাড়ু। 


২৩। 'ডল্লু কুনিথা' ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য?

☞ কর্ণাটক। 


২৪। তিব্বতে কোন নদী 'সাং পো' ও বাংলাদেশে 'যমুনা' নামে পরিচিত?

☞ ব্রহ্মপুত্র। 


২৫। মালাবার উপকূলের উপহ্রদগুলি স্থানীয় অধিবাসীদের কাছে কি নামে পরিচিত?

☞ কয়াল। 


২৬। 'মালনাদ' কথাটির অর্থ কি?

☞ পাহাড়ি দেশ। 


২৭। 'তেহরি' বাঁধটি কোন নদীর উপর তৈরি হয়েছে?

☞ ভাগীরথী। 


২৮। 'আল্লস' কোন ধরনের পর্বত?

☞ নবীন ভঙ্গিল পর্বত। 


২৯। একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন?

☞ যতবার সম্ভব। 


৩০। 'আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত'এ কতজন বিচারপতি থাকেন?

☞ ১৫ জন। 


৩১। 'দুর্গাপুর স্টিল প্ল্যান্ট' কোন দেশের সহায়তায় তৈরি করা হয়?

☞ ব্রিটেন । 


৩২। উচ্চ আদালত, নিম্ন আদালতকে কোন রিট জারি করে?

☞ প্রহিবিশন। 


৩৩। সুপ্রিম কোর্টের বিচারককে ইমপিচমেন্টের জন্য কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতা লাগে?

☞ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। 


৩৪। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?

☞ সুকুমার সেন।






More Important GK Link
হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad