হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ - Major Sites of Harappan Civilisation and their Excavators
হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ |
হরপ্পা সভ্যতার প্রথম অভিযান চালান মার্কিন প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাসন (১৮২৬ খ্রিঃ) পশ্চিম পাঞ্জাবের প্রাক্তন মন্টগোমারি এবং বর্তমান সাহিওয়াল জেলার হরপ্পায়। 'সিন্ধু সভ্যতা' কথাটি প্রথম ব্যবহার করেন স্যার জন মার্শাল। ঢোলাভিরা হল সর্বশেষ আবিষ্কৃত প্রত্নক্ষেত্র। এখানেই হরপ্পালিপি সম্বলিত সাইনবোর্ড মিলেছে। ঢোলাভিরা প্রত্নক্ষেত্রটি তিনটি পর্বে বিভক্ত ছিল। এখানে দুর্গ এবং নীচের শহরের পাশাপাশি একটি মধ্যবর্তী বসতি আবিস্কৃত হয়েছে। একে মধ্যম শহর বলা হত। যা হরপ্পার অন্য প্রত্নক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। রূপার ছিল স্বাধীনতার পরবর্তীকাল প্রথম প্রত্নক্ষেত্রস্থল।
হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ
কেন্দ্র: হরপ্পা
আবিষ্কারক ও সাল: দয়ারাম সাহানী (আবিষ্কার - ১৯২১ খ্রিঃ), এম. এস. ভাটস (খননকার্য - ১৯২৬ খ্রিঃ)।
বর্তমান স্থান: মন্টগোমারি (পাঞ্জাব, পাকিস্তান)
কেন্দ্র: মহেঞ্জোদাড়ো
আবিষ্কারক ও সাল: রাখালদাস বন্দ্যোপাধ্যায় (আবিষ্কার - ১৯২২ খ্রিঃ)।
বর্তমান স্থান: লারকানা (সিন্ধুপ্রদেশ, পাকিস্তান)
কেন্দ্র: সুৎকাজেনদাড়ো
আবিষ্কারক ও সাল: (মতান্তরে ১৯৩১ খ্রিঃ এবং ১৯৬২ খ্রিঃ) স্যার অরেলস্টেইন (আবিষ্কার - ১৯২৭ খ্রিঃ মতান্তরে ১৯৩১ খ্রিঃ), জি. ডালেস (খননকার্য - ১৯৬২ খ্রিঃ)।
বর্তমান স্থান: বেলুচিস্তান (পাকিস্তান)
কেন্দ্র: চানহুদাড়ো
আবিষ্কারক ও সাল: ননীগোপাল মজুমদার (আবিষ্কার - ১৯৩১ খ্রিঃ), ই. জে. এইচ ম্যাকে (খননকার্য - ১৯৩৫ খ্রিঃ)
বর্তমান স্থান: মহেঞ্জোদাড়ো থেকে ৮০ মাইল দূরে (সিন্ধুপ্রদেশ, পাঞ্জাব)
কেন্দ্র: রংপুর
আবিষ্কারক ও সাল: এম. এস. ভ্যাটস্ (আবিষ্কার - ১৯৩১ খ্রিঃ), এস. আর. রাও (খননকার্য - ১৯৫৩-১৯৫৪ খ্রিঃ)
বর্তমান স্থান: আমেদাবাদ (গুজরাট, ভারত)
কেন্দ্র: রোপার
আবিষ্কারক ও সাল: যোগদত্ত শর্মা (খননকার্য - ১৯৫৩ খ্রিঃ)
বর্তমান স্থান: পাঞ্জাব (ভারত)
কেন্দ্র: কালিবঙ্গান
আবিষ্কারক ও সাল: অমলানন্দ ঘোষ (আবিষ্কার - ১৯৫৩ খ্রিঃ), বি. কে. থাপার (খননকার্য - ১৯৬১ খ্রিঃ)
বর্তমান স্থান: গঙ্গানগরের হনুমানগড় (রাজস্থান, ভারত)
কেন্দ্র: কোটদিজি
আবিষ্কারক ও সাল: ঘাউরি (আবিষ্কার - ১৯৩৫ খ্রিঃ), ফজল আহমেদ খান (খননকার্য - ১৯৫৫ ও ১৯৫৭ খ্রিঃ)
বর্তমান স্থান: সিন্ধুপ্রদেশ, থাইপুর (পাকিস্তান)
কেন্দ্র: লোথাল
আবিষ্কারক ও সাল: এস. আর. রাও (আবিষ্কার - ১৯৫৩ খ্রিঃ মতান্তরে ১৯৫৭ খ্রিঃ)
বর্তমান স্থান: আমেদাবাদ (গুজরাট, ভারত)
কেন্দ্র: আলমগীরপুর
আবিষ্কারক ও সাল: পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (আবিষ্কার - ১৯৫৮ খ্রিঃ), যোগদত্ত শর্মা (খননকার্য - ১৯৭৪ খ্রিঃ)
বর্তমান স্থান: মীরাট (উত্তরপ্রদেশ, ভারত)
কেন্দ্র: সুরকোটাডা
আবিষ্কারক ও সাল: জগৎপতি যোশী (খননকার্য - ১৯৬৪ খ্রিঃ)
বর্তমান স্থান: কচ্ছ (গুজরাট, ভারত)
কেন্দ্র: বানাওয়ালি
আবিষ্কারক ও সাল: আর. এস. বিশত (খননকার্য - ১৯৭৩-৭৪ খ্রিঃ)
বর্তমান স্থান: হিসার (হরিয়ানা, ভারত)
কেন্দ্র: মান্ডা
সাল: ১৯৭৯-৮০ খ্রিঃ)
বর্তমান স্থান: হিসার (হরিয়ানা, ভারত)
কেন্দ্র: ঢোলাভিরা
আবিষ্কারক ও সাল: জগৎপতি যোশী (আবিষ্কার - ১৯৬৭ খ্রিঃ), আর. এস. বিশত (খননকার্য - ১৯৯০-৯১ খ্রিঃ)
বর্তমান স্থান: কচ্ছের নিকটবর্তী (গুজরাট, ভারত)
কেন্দ্র: গনভেরিবল
আবিষ্কারক: রফিকমুঘল
বর্তমান স্থান: পাকিস্তান
কেন্দ্র: রাখিগড়ি
আবিষ্কারক ও সাল: অমরেন্দ্রনাথ মতান্তরে আচার্য ভগবানদেব (আবিষ্কার - ১৯৬৩ খ্রিঃ)
বর্তমান স্থান: হিসার জেলা, হরিয়ানা (ভারত)
কেন্দ্র: আমরি
আবিষ্কারক ও সাল: ননীগোপাল মজুমদার (আবিষ্কার - ১৯২৯ খ্রিঃ মতান্তরে ১৯৩৫ খ্রিঃ)
বর্তমান স্থান: সিন্ধুপ্রদেশ (পাকিস্তান)
কেন্দ্র: দিসালপুর
আবিষ্কারক: পি. পি. পান্ডে এবং এম. এ. ডাকী (আবিষ্কার)
বর্তমান স্থান: ভুজজেলা (গুজরাট, ভারত)
কেন্দ্র: মিথাথাল
আবিষ্কারক: সূরজভান (আবিষ্কার - ১৯৬৮ খ্রিঃ)
বর্তমান স্থান: ভিয়ানি (হরিয়ানা, ভারত)
কেন্দ্র: বালাকোট
আবিষ্কারক: জর্জ এফ. ডালেস (আবিষ্কার - ১৯৬৩-১৯৭৬ খ্রিঃ মতান্তরে ১৯৭৯ খ্রিঃ)
বর্তমান স্থান: করাচির লাসবেলা উপত্যকা (পাকিস্তান)
কেন্দ্র: দাইমাবাদ
আবিষ্কারক: এস. আর. রাও ও বি. পি. রোপারদিকার (আবিষ্কার - ১৯৭৪ খ্রিঃ)
বর্তমান স্থান: মহারাষ্ট্র (ভারত)
More Important GK | Link |
---|---|
ভারতের ইতিহাস এর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ | Click Here |
Please do not enter any spam link in the comment box.