Ads Area

General Science - WBCS Prelims Previous Year 2004 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2004 Solved Question Answer


General Science - WBCS Prelims Previous Year 2004
General Science - WBCS Prelims Previous Year 2004

নমস্কার বন্ধুরা,

WBCS Prelims Previous Year 2004 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 25 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে।

Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন।


General Science - WBCS Prelims Previous Year 2004


1. দুটি বস্তুর তাপমাত্রা সমান, মানে-


A) তাদের তাপের পরিমাণ একই

B) তাদের সংস্পর্শে আনা হলে তাপের কোনো বিনিময় হবে না

C) তাদের তাপ ক্ষমতা একই

D) তাদের নির্দিষ্ট তাপ একই 


Ans: B) তাদের সংস্পর্শে আনা হলে তাপের কোনো বিনিময় হবে না


2. যখন একটি হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারায়, তখন এটি ________ তে রূপান্তরিত হয়।


A) প্রোটন

B) আলফা কণা

C) ডিউটরন

D) হিলিয়াম আয়ন 


Ans: D) হিলিয়াম আয়ন


3. একটি তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ উভয়ই দ্বিগুণ হলে রোধের কি পরিবর্তন হবে?


A) 4 গুন বৃদ্ধি পাবে

B) 4 গুন হ্রাস পাবে

C) অর্ধেক হয়ে যাবে

D) অপরিবর্তিত থাকবে 


Ans: D) অপরিবর্তিত থাকবে


4. সরল দোলগতিতে (simple harmonic motion) গতিশক্তি-


A) কখনই শূন্য হয় না

B) প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়ে যায়

C) গড় অবস্থানে শূন্য

D) সর্বদা ধ্রুবক 


Ans: B) প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়ে যায়


5. স্টোরেজ সেলে কী সংরক্ষণ করা হয়?


A) বৈদ্যুতিক চার্জ

B) বৈদ্যুতিক সম্ভাব্য

C) সীসা বা অন্য কোনো ধাতু

D) রাসায়নিক শক্তি 


Ans: D) রাসায়নিক শক্তি


6. 0°C এর 10 গ্রাম বরফের সাথে 10°C এর 10 গ্রাম জল মেশানো হয়। মিশ্রণের এর তাপমাত্রা কত হবে?


A) 1°C

B) 5°C

C) 10°C

D) 0°C 


Ans: D) 0°C


7. একটি পরিবাহীর আপেক্ষিক রোধ (specific resistance) কোনটির উপর নির্ভর করে?


A) দৈর্ঘ্য

B) প্রস্থ

C) তাপমাত্রা

D) প্রস্থচ্ছেদ আকৃতি 


Ans: C) তাপমাত্রা


8. যখন একটি জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে, তখন জাহাজটি কিছুটা ভেসে ওঠে কারণ?


A) সমুদ্রের জল উষ্ণ

B) সমুদ্রে জাহাজের গতি বেশি

C) নদীর জলের ঘনত্ব বেশি

D) সমুদ্রের লবণাক্ত জলের ঘনত্ব বেশি 


Ans: D) সমুদ্রের লবণাক্ত জলের ঘনত্ব বেশি


9. যদি একটি বৃষ্টির ফোঁটা একটি অভিন্ন বেগে পড়ে, তাহলে-


A) এর স্থিতিশক্তি ধ্রুবক থাকে

B) এর যান্ত্রিকশক্তি সংযুক্ত থাকে

C) এর যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে

D) ড্রপ এবং এয়ার ড্রপ এবং বায়ু ক্ষয়ের মোট শক্তি 


Ans: C) এর যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে


10. একটি বস্তুর ভর নিম্নলিখিত কোন পরিমাণ দ্বারা সংজ্ঞায়িত করা হয়?


A) বেগ / ত্বরন

B) প্রযুক্ত বল / বেগ

C) প্রযুক্ত বল / ত্বরণ

D) প্রযুক্ত বল / ভরবেগ বৃদ্ধি 


Ans: C) প্রযুক্ত বল / ত্বরণ


11. পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল কোনটির উপর নির্ভর করে?


A) পৃথিবীর পৃষ্ঠ থেকে এর দূরত্বের উপর নির্ভর করে

B) পৃথিবীর কেন্দ্র থেকে এর দূরত্বের সমানুপাতিক

C) এর ভরের ব্যস্তানুপাতিক

D) পৃথিবীর আহ্নিক গতির সমানুপাতিক 


Ans: A) পৃথিবীর পৃষ্ঠ থেকে এর দূরত্বের উপর নির্ভর করে


12. নিম্নলিখিতগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি?


A) তড়িৎ আধান

B) তড়িৎ বিভব

C) তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য

D) বৈদ্যুতিক রোধ 


Ans: C) তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য


13. যদি একটি চুম্বক একটি কুণ্ডলীর (coil) দিকে দ্রুত সরানো হয়, প্ররোচিত ইলেক্ট্রোমোটিভ বল (induced electromotive force) কোনটির ওপর নির্ভর করে না?


A) কয়েলের বাঁকের সংখ্যা (the number of turns of the coil)

B) চুম্বকের মেরু শক্তি (pole strength of the magnet)

C) চুম্বকের গতি (the speed of the magnet)

D) কুন্ডলীর রোধ (the resistance of the coil) 


Ans: D) কুন্ডলীর রোধ (the resistance of the coil)


14. পি-টাইপ অর্ধপরিবাহীতে (p-type semiconductor) নিম্নের মধ্যে কোনটি বিদ্যুতের প্রধান বাহক (main career of electricity)?


A) ধনাত্মক হোল (positive holes)

B) ধনাত্মক আয়ন (positive ions)

C) ইলেকট্রন (electrons)

D) ঝণাত্মক আয়ন (negative ions) 


Ans: A) ধনাত্মক হোল (positive holes)


15. নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হল। মাটির সাথে এর সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে-


A) পূর্বের চেয়ে কম উচ্চতায় উঠবে

B) পূর্বের উচ্চতায় উঠবে

C) পূর্বের চেয়ে বেশি উচ্চতায় উঠবে

D) উচ্চতা স্থিতিস্থাপকতা এর উপর নির্ভর করবে না 


Ans: B) পূর্বের উচ্চতায় উঠবে


16. নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?


A) ক্যাথোড রশ্মি

B) ফটো ইলেকট্রন

C) আলফা রশ্মি

D) তাপীয় ইলেকট্রন 


Ans: C) আলফা রশ্মি


17. সৌর বর্ণালীতে সোডিয়ামের D তরঙ্গদৈর্ঘ্যে ফ্রাউনহফার রেখাগুলি দেখা যায়, এটা কি প্রমান করে?


A) সূর্যে সোডিয়াম নেই

B) সৌর বায়ুমন্ডলে কোন সোডিয়াম নেই

C) সূর্যের অভ্যন্তরে কোন সোডিয়াম নেই

D) সৌর বায়ুমণ্ডলে সোডিয়াম আছে 


Ans: D) সৌর বায়ুমণ্ডলে সোডিয়াম আছে


18. একটি 100W, 220V বৈদ্যুতিক বাল্বের মধ্যে বিদ্যুতের প্রবাহ মাত্রা কত হবে?


A) 2.2 amp.

B) 1.1 amp.

C) 5/11 amp.

D) 22000 amp. 


Ans: C) 5/11 amp.


19. যদি লাল আলো একটি সবুজ পাতা এবং লাল ফুলকে আলোকিত করতে ব্যবহৃত হয় তবে এটি কিভাবে প্রদর্শিত হবে?


A) সবুজ পাতা এবং লাল ফুল

B) লাল পাতা এবং লাল ফুল

C) কালো পাতা এবং লাল ফুল

D) কালো পাতা এবং কালো ফুল 


Ans: C) কালো পাতা এবং লাল ফুল


20. একটি বার চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে কী বোঝায়?


A) এর মোট দৈর্ঘ্য

B) এর দুই মেরুর মধ্যে দূরত্ব

C) এর প্রস্থ

D) কেন্দ্র থেকে মেরুর দূরত্ব 


Ans: B) এর দুই মেরুর মধ্যে দূরত্ব


21. একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করে এবং পৃথিবীতে আবার ফিরে আসে। রকেটের সবচেয়ে বেশি শক্তি কখন প্রয়োজন হবে?


A) পৃথিবী থেকে উত্থান

B) চাঁদে অবতরণ

C) চাঁদ থেকে উত্থান

D) পৃথিবীতে অবতরণ 


Ans: A) পৃথিবী থেকে উত্থান


22. ছায়ার উৎপত্তি কি প্রমাণ করে?


A) আলো প্রায় সরলরেখায় ভ্রমণ করে

B) আলো একটি তড়িৎ চৌম্বক তরঙ্গ

C) আলো এক ধরনের কণা

D) আলো বিচ্ছুরিত হয় না 


Ans: A) আলো প্রায় সরলরেখায় ভ্রমণ করে


23. লোহা এবং পিতলের একটি দ্বি ধাতব ফালা উত্তপ্ত হওয়ার সময় বেঁকে যায় কারণ?


A) লোহা এবং পিতলের বিভিন্ন নির্দিষ্ট তাপ রয়েছে

B) তাদের রৈখিক প্রসারণ এর সহগ ভিন্ন

C) উত্তপ্ত হওয়ার সময় তাদের তাপমাত্রা ভিন্ন হয়ে যায়

D) লোহা ও পিতল উত্তপ্ত হলে নরম হয়ে যায় 


Ans: B) তাদের রৈখিক প্রসারণ এর সহগ ভিন্ন


24. একটি পাথরের টুকরো কে সুতো বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন-


A) পাথরের টুকরো টি সর্বোচ্চ অবস্থানে থাকবে

B) পাথরের টুকরো টি সর্বনিম্ন অবস্থানে থাকবে

C) সুতো অনুভূমিক থাকবে

D) টান সবসময় সমান থাকবে 


Ans: B) পাথরের টুকরো টি সর্বনিম্ন অবস্থানে থাকবে


25. একটি আতস কাঁচ বা একটি সাধারন মাইক্রোস্কোপ কি তৈরি করে?


A) বিবর্ধিত সদবিম্ব

B) বস্তুর আকারের সমান কিন্তু চোখের কাছাকাছি অসদবিম্ব

C) বিবর্ধিত অসদবিম্ব

D) সংকুচিত অসদবিম্ব 


Ans: C) বিবর্ধিত অসদবিম্ব


26. নিম্নলিখিত কোনটির রং ক্রম মেলে না?


A) সবুজ

B) লাল

C) ব্রাউন

D) ভায়োলেট 


Ans: C) ব্রাউন




More Important GK Link
Karmosangsthan GK - 12 March 2022 Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad