Ads Area

General Science - WBCS Prelims Previous Year 2003 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2003 Solved Question Answer


General Science - WBCS Prelims Previous Year 2003
General Science - WBCS Prelims Previous Year 2003

নমস্কার বন্ধুরা,

WBCS Prelims Previous Year 2003 সালে General Science থেকে যে সমস্ত GK Question এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন General Science বিষয়টি WBCS Prelims বা WBCS Main দুটির জন্যই খুবই গুরুত্বপূর্ণ। WBCS Prelims পরীক্ষায় সাধারণত জেনারেল সাইন্স (General Science) থেকে 25 টি প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের WBCS Exam প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি WBCS Prelims Previous Year প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স (General Science) এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেক বছর সাধারণত 25 টি করে General Science এর প্রশ্ন এসে থাকে।


General Science - WBCS Prelims Previous Year 2003


1) কলসপত্রী উদ্ভিদ (Pitcher plant) হয়-


A) স্বভোজী (Autotrophic)

B) পরভোজী (Heterotrophic)

C) পতঙ্গভুক (Insectivorous)

D) অ্যাক্টিনমর্ফিক 


Ans: C) পতঙ্গভুক (Insectivorous)


2. হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?


A) পারমাণবিক বিভাজন (Nuclear fission)

B) পারমাণবিক সংযোজন (Nuclear fusion)

C) পারমাণবিক বিস্ফোরণ (Nuclear explosion)

D) ওপরের কোনোটিই নয় 


Ans: B) পারমাণবিক সংযোজন (Nuclear fusion)


3. এইডস (AIDS) হল?


A) ভাইরাস ঘটিত রোগ

B) ছত্রাক ঘটিত রোগ

C) ব্যাকটেরিয়া ঘটিত রোগ

D) জিন ঘটিত রোগ 


Ans: A) ভাইরাস ঘটিত রোগ


4. নিচের কোনটি সঠিক বক্তব্য:


A) একটি খনিজ, আকরিক হতে পারে না

B) আকরিক, খনিজ হতে পারে না

C) সমস্ত আকরিকই হল খনিজ

D) সমস্ত খনিজ হল আকরিক 


Ans: C) সমস্ত আকরিকই হল খনিজ


5. কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা (Universal donor) বলে?


A) A

B) B

C) AB

D) O 


Ans: D) O


6. কোন ভিটামিনের অভাবের কারণে স্কার্ভি রোগ হয়?


A) ভিটামিন A

B) ভিটামিন B12

C) ভিটামিন C

D) ভিটামিন D 


Ans: C) ভিটামিন C


7. তরলের সান্দ্রতা (Viscosity of a liquid)-


A) তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়

B) তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়

C) তাপমাত্রা থেকে স্বাধীন

D) চাপ বৃদ্ধির সাথে হ্রাস পায় 


Ans: B) তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়


8. সম্পূর্ণ রসস্ফীত কোষে (fully turgid cell) কোনটি শূন্য হয়ে যায়?


A) জল সম্ভাব্য (Water potential)

B) প্রাচীর চাপ (Wall pressure)

C) অভিস্রবণ চাপ (Osmotic pressure)

D) উপরের সবগুলো 


Ans: A) জল সম্ভাব্য (Water potential)


9. Colles fracture কোনটির সাথে যুক্ত?


A) Humerus

B) Radius

C) Ulna

D) Femur 


Ans: B) Radius


10. সেপ্টিসেমিয়া (Septicemia) হলো:


A) খাবারে বিষক্রিয়া

B) রক্ত বিষক্রিয়া

C) মানসিক ব্যাধি

D) উপরের কোনোটিই নয় 


Ans: B) রক্ত বিষক্রিয়া


11. লোহার সবচেয়ে বিশুদ্ধতম রূপ কোনটি?


A) রট আয়রন

B) কাস্ট আয়রন

C) আয়রন টার্ননিং

D) স্টেইনলেস স্টিল 


Ans: A) রট আয়রন


12. ম্যালেরিয়ার জন্য দায়ী কে?


A) প্লাজমোডিয়াম

B) অ্যানোফিলিস মশা

C) কিউলেক্স মশা

D) খারাপ বাতাস 


Ans: A) প্লাজমোডিয়াম


13. কোনটি আপনি মায়োপিয়া দৃষ্টি সংশোধন (correct myopic vision) করতে ব্যবহার করবেন?


A) গোলক নলাকার লেন্স (Sphero-cylindrical lens)

B) উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স (Concave lens of suitable focal length)

C) সঠিক পাওয়ার যুক্ত উত্তল লেন্স (convex lens of proper power)

D) উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল চশমা লেন্স (Convex spectacle lens of suitable focal length) 


Ans: B) উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স (Concave lens of suitable focal length)


14. সৌরশক্তি কোনটির কারণে হয়?


A) পারমাণবিক সংযোজন বিক্রিয়া (Nuclear fusion reaction)

B) রাসায়নিক বিক্রিয়া (Chemical reaction)

C) পারমাণবিক বিভাজন বিক্রিয়া (Nuclear fission reaction)

D) H এর জ্বলন (Burning of H) 


Ans: A) পারমাণবিক সংযোজন বিক্রিয়া (Nuclear fusion reaction)


15. নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল (weakest force)?


A) মহাকর্ষীয় বল

B) তড়িৎ চুম্বকীয় বল

C) নিউক্লিয়ার বল

D) ইলেকট্রোস্ট্যাটিক বল 


Ans: A) মহাকর্ষীয় বল


16. নিম্নোক্ত কোন প্রাণীটির আমাদের মতই দৃষ্টি রয়েছে?


A) কাক

B) পেঁচা

C) ঘোড়া

D) পায়রা 


Ans: B) পেঁচা


17. Stepdown Transformer এ নিম্নোক্ত কোনটি বাড়ানো হয়?


A) ভোল্টেজ (Voltage)

B) কারেন্ট (Current)

C) ওয়াটেজ (Wattage)

D) রেজিস্টেন্স (Registance) 


Ans: B) কারেন্ট (Current)


18. জেনেটিক তথ্য নিম্নোক্ত কোনটি দ্বারা বাহিত হয়?


A) প্রোটিন

B) ফ্যাটি অ্যাসিড

C) নিউক্লিক অ্যাসিড

D) কার্বোহাইড্রেট 


Ans: C) নিউক্লিক অ্যাসিড


19. যখন জল 7°C থেকে 1°C পর্যন্ত ঠান্ডা হয় তখন নিম্নোক্ত কোন ঘটনাটি ঘটে-


A) এটি শুধুমাত্র সংকুচিত হয়

B) এটি শুধুমাত্র প্রসারিত হয়

C) এটি প্রথমে সংকুচিত হয় এবং তারপর প্রসারিত হয়

D) এটি প্রথমে প্রসারিত হয় এবং তারপর সংকুচিত হয় 


Ans: C) এটি প্রথমে সংকুচিত হয় এবং তারপর প্রসারিত হয়


20. একজন মানুষের ওজন সর্বাধিক কোথায় হবে?


A) বিষুবরেখায়

B) মেরুতে

C) পৃথিবীর কেন্দ্রে

D) মহাকাশে 


Ans: B) মেরুতে


21. আকাশ নীল রঙের নিম্নোক্ত কোনটির কারণে?


A) প্রতিফলন (Reflection)

B) প্রতিসরণ (Refraction)

C) বিক্ষেপণ (Scattering)

D) বিচ্ছুরণ (Dispersion) 


Ans: C) বিক্ষেপণ (Scattering)


22. নিচের কোনটি মানবদেহের সবচেয়ে শক্ত পদার্থ?


A) হাড়

B) এনামেল

C) ডেন্টিন

D) নখ 


Ans: B) এনামেল


23. নিম্নলিখিত কোন প্রাণীটিকে কৃষকের বন্ধু বলা হয়?


A) গরু

B) কেঁচো

C) রাইজোবিয়াম

D) মধু-মৌমাছি 


Ans: B) কেঁচো


24. যদি বাতাসের ঘনত্ব 1.30 গ্রাম/লিটার হয়, 7.8 গ্রাম বায়ু দ্বারা অধিকৃত আয়তন কত হবে?


A) 10 লিটার

B) 6 লিটার

C) 6.5 লিটার

D) 1 লিটার 


Ans: B) 6 লিটার




More Important GK Link
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad