Ads Area

General Science - WBCS Prelims Previous Year 2000 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2000 Solved Question Answer

General Science - WBCS Prelims Previous Year 2000
General Science - WBCS Prelims Previous Year 2000



নমস্কার বন্ধুরা,

ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2000 সালে জেনারেল সায়েন্স থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্ন গুলি নিয়ে এই পাঠে আলোচনা করা হল। আপনারা যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেবেন অবশ্যই জানেন জেনারেল সাইন্স থেকে 25 নম্বরের প্রশ্ন এসে থাকে। তাই আমরা আপনাদের ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে প্রত্যেকটি বিগত বছরের প্রিলিমিনারি পরীক্ষায় আগত জেনারেল সাইন্স এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।


Free PDF ও সব রকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন - "বাংলা জিকে ডায়েরি"




General Science - WBCS Prelims Previous Year 2000

 


1. একটি লাল গোলাপ যখন সবুজ আলোতে দেখা হয়, কেমন বর্ণ ধারণ করে?





উত্তরঃ (D) কালো রঙের

 

2. ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটে (S.I) সম্পূরক (Supplementary) ইউনিটের সংখ্যা হল?





উত্তরঃ (A) 2

 

3. X-rays হয়:





উত্তরঃ (B) স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ

 

4. সৌর শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়?





উত্তরঃ (A) ফিউশন

 

5. নিম্নোক্ত কোন গুলিকে নোবেল গ্যাস বলা হয়?





উত্তরঃ (C) আর্গন এবং নিয়ন

 

6. একজন মানুষ যখন ________ অবস্থায় থাকে, সে তখন পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়।





উত্তরঃ (D) মাটিতে শুয়ে

 

7. ভূগর্ভস্থ রেলপথে নিম্নোক্ত কোনটি ব্যবহার করে বায়ু বিশুদ্ধ করা হয়?





উত্তরঃ (B) হাইড্রোজেন পারক্সাইড

 

8. 1775 সালে একজন বিজ্ঞানী পরীক্ষামূলকভাবে দেখিয়েছিলেন যে বায়ু দুটি গ্যাস নিয়ে গঠিত। বিজ্ঞানীর নাম কি?





উত্তরঃ (A) প্রিস্টলি

 

9. শুষ্ক বরফ কি দিয়ে তৈরি?





উত্তরঃ (D) কার্বন ডাই অক্সাইড

 

10. Water gas কোনটির মিশ্রণ?





উত্তরঃ (A) কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন

 

11. নিচের কোনটি অটোট্রফ (autotroph) নয়?





উত্তরঃ (C) ছত্রাক

 

12. আলোক সংশ্লেষণকারী উদ্ভিদ গ্লুকোজ কি হিসেবে সংরক্ষণ করে?





উত্তরঃ (B) স্টার্চ

 

13. অধিকাংশ জীবাশ্ম পাওয়া যায় কোথায়?





উত্তরঃ (B) পাললিক শিলা

 

14. বিবর্তনের বর্তমান ধারণায় (concept of evolution) বিবর্তনের একক (unit of evolution) কি?





উত্তরঃ (C) জনসংখ্যা

 

15. নিচের কোনটি সরীসৃপ?





উত্তরঃ (B) কচ্ছপ

 

16. গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে, নিম্নোক্ত কোনটির অভাবে এটা হয়ে থাকে?





উত্তরঃ (D) ম্যাগনেসিয়াম

 

17. একটি লোহিত রক্ত কণিকা কত দিন বেঁচে থাকে?





উত্তরঃ (C) চার মাস

 

18. সালোকসংশ্লেষ এর সময় সবুজ উদ্ভিদের পাতা দ্বারা শোষিত সৌর শক্তির শতকরা পরিমাণ কত?





উত্তরঃ (A) 1

 

19. ফল পাকানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?





উত্তরঃ (A) ইথিলিন

 

20. ভালকানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটিকে একসাথে উত্তপ্ত করা হয়?





উত্তরঃ (A) রাবার এবং সালফার

 

21. পৃথিবীতে একটি লোহার বলের ভর 12 কেজি। চাঁদে এর ভর কত হবে?





উত্তরঃ (C) 12 কেজি

 

22. একটি পেন্ডুলামের পর্যায়কাল নির্ভর করে কিসের উপর?





উত্তরঃ (A) এর দৈর্ঘ্য

 

23. যখন তরলকে 20°C থেকে 60°C উত্তপ্ত করা হয় তখন এর ঘনত্ব-





উত্তরঃ (C) হ্রাস পায়

 

24. সবচেয়ে কাছের দূরত্ব, যেখানে একজন সাধারণ মানুষ কোন বস্তুকে স্পষ্ট দেখতে পায়-





উত্তরঃ (D) 25 সেমি

 

25. ক্ষয় সাধারনত কোন ধরনের কার্যের ফলে হয়?





উত্তরঃ (B) রাসায়নিক







More Important GK Link
মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad