Ads Area

Mauryan Empire - Important GK Questions on Mauryan Dynasty in Bengali: Bangla GK Diary

Top Post Ad

Mauryan Empire | Important Questions on Mauryan Empire - Bangla GK Diary


Mauryan Empire | Important Questions on Mauryan Empire
Mauryan Empire | Important Questions on Mauryan Empire

'বাংলা জিকে ডায়েরি' থেকে আজ আপনাদের জন্য রইল Mauryan Empire - Important GK Questions on Mauryan Dynasty in Bengali যেখানে আমরা মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করেছি।

মৌর্য সাম্রাজ্য থেকে এই প্রশ্নগুলি এসএসসি সিজিএল, এমটিএস, সিএইচএসএল, সিপিও, রেলওয়ে, ব্যাংক পিও, ডব্লুবিসিএস ইত্যাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো আপনাদের জন্য মৌর্য সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর দেওয়ার যেমন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মৌর্য সাম্রাজ্যের সময়কাল কত? মৌর্যবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে? ইত্যাদি।



মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ


১। নন্দ রাজবংশের পরে কোন রাজবংশ মগধের উপরে রাজত্ব করেছিল?

- মৌর্য।


২। চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা সর্বশেষ নন্দ শাসক কে হত্যা হয়েছিলেন?

- ধননন্দ।


৩। কে মৌর্যবংশের প্রতিষ্ঠাতা ছিলেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য।


৪। মৌর্য রাজবংশের অধ্যয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল-

- অর্থশাস্ত্র।


৫। অর্থশাস্ত্র কে রচনা করেন?

- কৌটিল্য।


৬। মৌর্য রাজবংশের কোন রাজা আলেকজান্ডারের সমকালীন ছিলেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য।


৭। চন্দ্রগুপ্তের গুরু কে ছিলেন?

- চাণক্য। তিনি কৌটিল্য নামেও পরিচিত ছিলেন।


৮। চাণক্যের আসল নাম কী ছিল?

- বিষ্ণুগুপ্ত।


৯। মৌর্য সাম্রাজ্যের রাজধানী শহর কি ছিল?

- পাটলিপুত্র।


১০। চন্দ্রগুপ্তের রাজত্বকালে পাটলিপুত্র পরিচালনার জন্য কতজন সদস্যের বোর্ড নিযুক্ত ছিল?

- ৩০ জন।


১১। চন্দ্রগুপ্ত মৌর্যর দরবারে সেলুকাসের রাষ্ট্রদূত কে ছিলেন?

- মেগাস্থিনিস।


১২। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন ?

- মেগাস্থিনিস।


১৩। ইন্ডিকা কে রচনা করেন ?

- মেগাস্থিনিস।


১৪। ইন্ডিকা' কোন ভাষায় রচিত হয়েছিল?

- গ্রীক।


১৫। মৌর্য সাম্রাজ্যের সময় সাধারণ জনগণের ভাষা কী ছিল?

- পালি।


১৬। জুনাগড়ে (গুজরাট) কে সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য।


১৭। চন্দ্রগুপ্ত মৌর্য কার নিকট জৈন ধর্ম গ্রহন করেন?

- ভদ্রবাহু।


১৮। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন?

- বিন্দুসার।


১৯। কে ‘অমিত্রঘাত’ নামে পরিচিত ছিলেন?

- বিন্দুসার।


২০। আজিবক কার সভাসদ ছিলেন?

- বিন্দুসার।


২১। গ্রীক দূত ডেইমাকাস ও ডিওনিসিয়াস কার রাজসভায় আসেন?

- বিন্দুসার।


২২। বিন্দুসারের মন্ত্রীর নাম কী?

- রাধা গুপ্ত।


২৩। মৌর্যসম্রাট অশোক কবে সিংহাসনে বসেন?

- ২৭৩ খ্রিঃপূঃ।


২৪। অশোক কার নিকট বৌদ্ধধর্ম গ্রহন করেন?

- উপগুপ্ত।


২৫। পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার সময়কালে ?

- অশোক।


২৬। অশোকের পুত্র ও কন্যার নাম কি?

- পুত্র- মহেন্দ্র, কন্যা- সঙ্ঘামিত্রা।


২৭। প্রথম রাজা যিনি অনুশাসন প্রবর্তন করেন?

- অশোক।


২৮। অশোকের প্রধান শিলালিপির সংখ্যা কটি?

- ১৪ টি।


২৯। কোন রাজা নিজেকে দেবনামপ্রিয় ও প্রিয়দর্শী নামে ভুষিত করেছিলেন?

- অশোক।


৩০। অশোকের শিলালেখগুলি কোন লিপিতে লেখা?

- ব্রাহ্মি লিপি।


৩১। অশোকের শিলালেখগুলি কোন ভাষায় লেখা?

- প্রাকৃত।


৩২। ’মহাবংশম’ এবং 'দীপবংশম’ বই দুইটিতে নিম্নের কোন সম্রাটের রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ?

- অশোক।


৩৩। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন?

- অশোক।


৩৪। অশোকের কোন শিলালেখ থেকে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায়?

- ত্রয়োদশ লেখ।


৩৫। নিম্নলিখিত কোন মৌর্য শাসক সব থেকে দীর্ঘ সময় ব্যাপী রাজত্ব করেছিলেন?

- অশোক।


৩৬। ভারতের কোন অংশটি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভূক্ত ছিল না?

- দক্ষিণ ভারত।


৩৭। বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন?

- উজ্জয়িনী এবং তক্ষশীলা।


৩৮। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন?

- ভগবান শিব।


৩৯। কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধে জয় লাভ করেন?

- খ্রীষ্টপূর্ব ২৬০ অব্দে।


৪০। মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কি নামে পরিচিত ছিল?

- প্রদেশিকা।


৪১। কলিঙ্গের যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিলো?

- ধৌলি।


৪২। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে দুর্ভিক্ষ ও দাসপ্রথার অস্তিত্ব ছিল না—এ কথা কে বলেন?

- মেগাস্থিনিস।


৪৩। কে উল্লেখ করেছিলেন “সকল মানুষই আমার সন্তান”?

- অশোক।


৪৪। “সকল মানুষই আমার সন্তান”- একথা অশোক তার কোন লেখ এ ঘোষণা করেন?

- কলিঙ্গ রক এডিক্টস।


৪৫। মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন?

- বৃহদ্রথ।


৪৬। অশোকের সময়কালে ‘সুবর্ণগিরি’ কোন অঞ্চলের একটি শহরের নাম ছিল?

- অন্ধ্রপ্রদেশ।


৪৭। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন?

- শ্রাবণ বেলাগোলা।


৪৮। চন্দ্রগুপ্তের মতার নাম কী?

- মুরা।


৪৯। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে সিংহাসনে বসেন?

- ধননন্দ।


৫০। সেলুকাসের কন্যার সাথে কার বিয়ে হয়েছিল?

- চন্দ্রগুপ্ত মৌর্য।


৫১। নিজের শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে?

- দৈবপুত্র।


৫২। কে ছিলেন অশোকের সমকালীন সিলোনের (সিংহল) রাজা?

- দেবনামপিয়া তিসা।


৫৩। মুদ্র রাক্ষস এর রচয়িতা কে?

- বিশাখাদত্ত।


৫৪। মৌর্য আমলের বিখ্যাত শিক্ষা কেন্দ্র কোনটি?

- তক্ষশীলা।


৫৫। কোন রাজা 'কনস্টানটাইন অফ বৌদ্ধধর্ম' নামে পরিচিত?

- অশোক।


৫৬। কলিঙ্গ এখন কি নামে পরিচিত?

- উড়িষ্যা।


৫৭। কোন মুদ্রা মৌর্য আমলের রাজত্বকালে প্রচলিত ছিল?

- পান , যা রূপা দিয়ে তৈরি হয়েছিল।


৫৮। কোন সাহিত্য মৌর্য আমলের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রকাশ করেছে?

- কৌটিল্যের অর্থশাস্ত্র।


৫৯। কোন সাহিত্যের মধ্যে মৌর্য সাম্রাজ্যের সাতটি বর্ণ ব্যবস্থা এবং দাসত্বের অনুপস্থিতির কথা বলা হয়েছে?

- ইন্ডিকা।


৬০। কোন তিব্বতীয় বৌদ্ধ পাঠ আমাদের বৌদ্ধধর্ম প্রচারে অশোকের প্রচেষ্টা সম্পর্কে অবহিত করে?

- দিব্যবদম।


৬১। কোন প্রাচীন ভারতীয় রাজা দারিয়াস প্রথম (ইরানের রাজা) এর মতো শিলালিপি জারি করেছিলেন?

- অশোক।


৬২। ভারতীয় ইতিহাসে প্রাচীন ভারতীয় শাসকের মধ্যে কে পাথর খোদাই করে রেখেছিলেন?

- অশোক।


৬৩। সাঁচির স্তূপ কে নির্মাণ করেন?

- অশোক।


৬৪। মৌর্য আমলে জনগণের প্রধান পেশা ছিল?

- কৃষি।


৬৫। পাটলিপুত্রে কোথায় মৌর্য আদালত ছিল?

- কুমহারার।


৬৬। কোন ভারতীয় ঐতিহাসিক মৌর্য যুগে বিস্তৃত গবেষণা কাজ করেছেন?

- রোমিলা থাপার।


৬৭। চন্দ্রগুপ্ত মৌর্য কখন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন?

- খ্রীস্টপূর্ব ৩২২ অব্দে।


৬৮। সর্বপ্রথম কে অশোকের শীলালিপি পাঠোদ্ধার করেন?

- জেমস প্রিন্সেপ।


৬৯। মৌর্য সাম্রাজ্য প্রায় কত বছর ধরে চলেছিল?

- ১৫০ বছর।


৭০। 'চণ্ডাশোক' নামে কে পরিচিত ছিলেন?

- অশোক।


৭১। চন্দ্রগুপ্তের স্ত্রী'র নাম কি ছিল?

- হেলেনা।


৭২। চন্দ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বৃস্তিত ছিল?

- পূর্বে বাংলা থেকে পশ্চিমে আফগানিস্তান ও বেলুচিস্তান, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত তার শাসন প্রতিষ্ঠিত ছিল।


৭৩। ভারতীয় ইতিহাসের সর্বাধিক সম্মানিত শাসক কে?

- অশোক।


৭৪। বিম্বিসার কোন চিকিৎসক কে অবন্তীর রাজা প্রদ্যোতার চিকিৎসার জন্য প্রেরণ করেছিলেন?

- জীভাকা।


৭৫। বিম্বিসার অন্য নাম কী ছিল?

- শ্রেণিকা।


৭৬। 'সান্দ্রোকটস' নামে কে পরিচিত ছিলেন?

- চন্দ্রগুপ্ত মৌর্য।


৭৭। কোন লেখ তে অশোক শুল্ক হ্রাসের কথা উল্লেখ করেছেন?

- লুম্বিনী পিলার এডিক্টস।


৭৮। অশোক 'বারাবার হিল'এর অঞ্চল কোন সম্প্রদায়কে দান করেছিলেন?

- অজিবিকা সম্প্রদায়কে।


৭৯। অশোকের কোন লেখ খরোষ্ঠী লিপিতে তে ছিল?

- সাহবাজগারহি।


৮০। প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হত?

- খরষ্ঠী লিপি।


৮১। মৌর্য সাম্রাজ্যের সময়কাল কত?

- ৩২১ খ্রিস্টপূর্বাব্দ - ১৮৪ খ্রিস্টপূর্বাব্দ।



More Questions

Link

বৌদ্ধ ধর্ম - গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নোত্তর

Click Here

Bottom Post Ad

Post a Comment

0 Comments