Buddhism - Important History Questions and Answers
![]() |
Buddhism - Important History Questions and Answers |
'বাংলা জিকে ডায়েরি' থেকে আজ আপনাদের জন্য শেয়ার করা হল Buddhism - Important History GK Questions and Answers on Buddhism in Bengali.
'বৌদ্ধ ধর্ম' হল বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। আক্ষরিক অর্থে "বুদ্ধ" বলতে একজন জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত, জ্ঞানী, জাগরিত মানুষকে বোঝায়। বৌদ্ধ ধর্ম অস্তিত্ব মূলত সিদ্ধার্থ গৌতমের শিক্ষার উপর ভিত্তি করে। সিদ্ধার্থ গৌতম সিদ্ধিলাভ করেছিলেন মূলত একটি অশ্বত্থ বৃক্ষের নিচে যেটি বর্তমানে ভারতের বুদ্ধ গয়ায় বোধি বৃক্ষ হিসেবে পরিচিত। ভারতীয় ইতিহাসের বেশ কিছু প্রশ্ন বৌদ্ধ ধর্ম থেকে পরীক্ষায় আসতে দেখা যায়। আজ তাই 'বৌদ্ধ ধর্ম - গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নোত্তর' নিয়ে আলোচনা করব।
বৌদ্ধ ধর্ম - গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নোত্তর::
১। গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
- খ্রীস্টপূর্ব ৫৬৩ সালে।
২। গৌতম বুদ্ধের মা কে ছিলেন?
- মহামায়া।
৩। গৌতম বুদ্ধের পালক মাতা কে ছিলেন?
- গৌতমী।
৪। গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়?
- লুম্বিনী।
৫। কপিলাবস্তু ছিল কার রাজধানী?
- শাক্য বংশের।
৬। গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন?
- শুদ্ধোধন।
৭। গৌতম বুদ্ধের স্ত্রী কে ছিলেন?
- যশোধরা।
৮। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল?
- কান্তক।
৯। গৌতম বুদ্ধের সারথি এর নাম কি ছিল?
- চান্না।
১০। গৌতম বুদ্ধের পুত্র কে?
- রাহুল।
১১। গৌতম বুদ্ধের ধ্যানের শিক্ষক কে ছিলেন?
- আলারকামা।
১২। কে গৌতম বুদ্ধকে দুধ-ভাত দিয়েছিলেন তার ছয় বছরের তপস্যার শেষে?
- সুজাতা।
১৩। গৌতম বুদ্ধ কত বছর বয়সে জ্ঞান লাভ করেছিলেন?
- ৩৫ বছর।
১৪। গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন?
- গয়া।
১৫। নির্বান কথার অর্থ কী?
- সাধনার চরম পরিণতি বা পরম প্রাপ্তি।
১৬। কোন গাছের নীচে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন?
- পিপাল।
১৭। 'মহাভিনিষ্ক্রমন'এর সময় বুদ্ধের বয়স কত ছিল?
- ২৯ বছর।
১৮। গৌতম বুদ্ধ সত্যের সন্ধানে তপস্বী হয়ে উঠতে তাঁর পরিবার ছেড়ে চলে যান। এটা কে কি বলে?
- মহাভিনিষ্ক্রমন।
১৯। গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয়?
- মহাপরিনির্বাণ।
২০। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল?
- পদ্ম এবং ষাঁড়।
২১। গৌতম বুদ্ধ কোথায় মারা যান?
- কুশিনগর।
২২। গৌতম বুদ্ধের, বোধি লাভের পরে প্রথম ধর্মাপদেশ কে কি হিসাবে অভিহিত করা হয়?
- ধর্মচক্রপরিবর্তন।
২৩। গৌতম বুদ্ধ কোথায় তাঁর প্রথম ধর্মাপদেশ দিয়েছিলেন?
- সারনাথ।
২৪। গৌতম বুদ্ধ কোন নদীর তীরে উরুভেল্লায় (বোধগয়া) বোধি লাভ করেন?
- নিরঞ্জন।
২৫। গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা যান?
- ৮০ বছর।
২৬। গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক কী ছিল?
- ঘোড়া।
২৭। বৌদ্ধ ধর্মের তিনটি ত্রিশরন মন্ত্র কী?
- বৌদ্ধ, ধর্ম ও সঙ্ঘ।
২৮। নির্বাণের প্রতীক কী ছিল?
- বোধি গাছ।
২৯। ধর্মচক্রপ্রবর্তনের প্রতীক কী ছিল?
- চাকা।
৩০। বৌদ্ধ ধর্মটি মহাযান এবং হিনাযান'এ বিভক্ত কখন হয়েছিল?
- চতুর্থ বৌদ্ধ পরিষদে।
৩১। বৌদ্ধ ধর্মের 'অষ্টাঙ্গিক মার্গ' গুলি কী কী?
- সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক আচরণ, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি।
৩২। বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থগুলিকে কি বলা হয়?
- ত্রিপিটক।
৩৩। বৌদ্ধ ধর্মের ধর্মীয় বইগুলি কোন ভাষায় লেখা ছিল?
- পালি বা প্রাকৃত।
৩৪। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কী ছিল?
- স্তূপ।
৩৫। প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- রাজগ্রীহ।
৩৬। প্রথম বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়?
- ৪৮৩ খ্রীস্টপূর্বাব্দে।
৩৭। প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন?
- মহাকাস্যপা।
৩৮। প্রথম বৌদ্ধ কাউন্সিলে সুত্র পিটক, কে সংকলন করেছেন?
- আনন্দ।
৩৯। প্রথম বৌদ্ধ কাউন্সিল কে গঠন করেছিলেন?
- অজতাশত্রু।
৪০। দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় হয়েছিল?
- বৈশালী।
৪১। দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিল কবে অনুষ্ঠিত হয়?
- ৩৮৩ খ্রীস্টপূর্বাব্দে।
৪২। দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন?
- সবকামি।
৪৩। কোন রাজা দ্বিতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন?
- কালসোক।
৪৪। তৃতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় হয়েছিল?
- পটলিপুত্র।
৪৫। তৃতীয় বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়?
- ২৫০ খ্রীস্টপূর্বাব্দে।
৪৬। তৃতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন?
- মোগলিপুত্তা।
৪৭। কোন রাজা তৃতীয় বৌদ্ধ পরিষদ আহ্বান করেছিলেন?
- অশোক।
৪৮। চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- কাশ্মীর।
৪৯। চতুর্থ বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়?
- ৭২ খ্রীস্টাব্দ।
৫০। চতুর্থ বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন?
- বসুমিত্র।
৫১। কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
- কুষাণ সম্রাট কনিষ্ক।
৫২। এশিয়ার আলো কাকে বলা হয়?
- গৌতম বুদ্ধ কে।
৫৩। আর্য সত্য, মহ্যিমপন্থা, অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ ও পঞ্চশীল কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত?
- বৌদ্ধ ধর্ম।
৫৪। ত্রিপিটক এর তিনটি পিটক কি কি?
- বিনয়পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক।
More Mock Test |
Link |
---|---|
ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর |
Please do not enter any spam link in the comment box.