ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর - 16 Mahajanapadas Questions in Bengali
16 Mahajanapadas Questions in Bengali |
বাংলা জিকে ডায়েরি 📘
নমস্কার বন্ধুরা,
এই পাঠে আপনি পাবেন 'ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর - 16 Mahajanapadas Questions in Bengali', যেখানে ১০০টি খুব গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ও উত্তর।
'মহাজনপদ' শব্দের অর্থ 'বৃহৎ রাজ্য'। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের সূচনা থেকে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত সময়কালকে 'ষোড়শ মহাজনপদের যুগ' বলা হয়।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারত ঐক্যবদ্ধ ছিল না । মূলত বৌদ্ধ ও জৈন শাস্ত্র থেকে জানতে পারা যায় যে, ওই সময় ভারত ষোলটি রাজ্য বা মহাজনপদে বিভক্ত ছিল । ষোড়শ মহাজনপদের অন্তর্ভুক্ত রাজ্য গুলি হল অবন্তী, অস্মক, অঙ্গ, কম্বোজ, কাশী, কুরু, কোশল, গান্ধার, চেদি, বজ্জি অথবা বৃজি, বৎস, পাঞ্চাল, মগধ, মৎস্য অথবা মচ্ছ, মল্ল ও শূরসেন।
ইতিহাসের অনেক প্রশ্ন এই 'ষোড়শ মহাজনপদ' থেকে পরীক্ষায় আসে। এই ১০০টি প্রশ্ন আপনাদের পরীক্ষায় খুব সাহায্য করবে।
ষোড়শ মহাজনপদ সম্পর্কে আরও তিনটি পর্ব আমাদের Website এ আপলোড করা হয়েছে যেখানে আপনারা ষোড়শ মহাজনপদ সম্পর্কে বহু তথ্য জানতে পারবেন।
ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর
১। মগধ সাম্রাজ্যের রাজধানী কী ছিল?
- রাজগ্রীহ।
২। হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
- বিম্বিসার।
৩। নন্দ রাজবংশের শেষ রাজা কে?
- ধননন্দ।
৪। কোন বই ১৬ মহাজনপদ সম্পর্কে ভালোভাবে বর্ণনা করে?
- আঙ্গুত্তর নিকায়া (Anguttara Nikaya)।
৫। অবন্তীর রাজধানী কী ছিল?
- মহিষ্মতী।
৬। বিম্বিসারের পুত্রের নাম কী?
- অজাতশত্রু।
৭। বিম্বিসার তার সাম্রাজ্য প্রসারিত করতে কোন কৌশল ব্যবহার করেন?
- বিবাহ।
৮। বিম্বিসার কার দুর্দান্ত অনুগামী ছিলেন?
- মহাবীর এবং গৌতম বুদ্ধ।
৯। শিশুনাগ রাজবংশের শেষ রাজা কে?
- নন্দীবর্ধন।
১০। কোন দুটি নদীর মাঝে পটলিপুত্র অবস্থিত?
- শোণ এবং গঙ্গা।
১১। সুদর্শন হ্রদ কার আমলে খনন করা হয়?
- চন্দ্রগুপ্ত মৌর্য।
১২। চন্দ্রগুপ্ত মৌর্যর সময়ে ভারতে কে ভ্রমণ করেছিলেন?
- মেগাস্থিনিস।
১৩। 'ভাব্রু এডিক্টস' (Bhabru Edicts) কোথায় অবস্থিত?
- রাজস্থান।
১৪। কোন বছরে অশোক তাঁর রাজত্ব শুরু করেছিলেন?
- ২৬৮ খ্রীস্টপূর্বাব্দ।
১৫। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে?
- বিন্দুসার।
১৬। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন?
- চাণক্য (ইনি কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন)।
১৭। কোন পুরাণ মৌর্য সাম্রাজ্য সম্পর্কে ভালোভাবে ব্যাখ্যা দেয়?
- বিষ্ণু পুরাণ।
১৮। উদয়ন কার সন্তান?
- অজাতশত্রু।
১৯। শিশুনাগ রাজবংশ কে প্রতিষ্ঠা করেন?
- শিশুনাগ।
২০। বিন্দুসারের প্রথম পুত্র কে?
- সুমন।
২১। প্রাচীনতম যুগে ভারতের কোন অঞ্চল অবন্তিকা নামে পরিচিত ছিল?
- মালওয়া (Malwa)।
২২। গ্রীক শাসক আলেকজান্ডার ঝিলাম নদীর তীরে কাদের সেনাবাহিনী মুখোমুখি হয়েছিলেন?
- পুরু।
২৩। কোন শাসক সিংহাসনে আরোহণের জন্য তার পিতা বিম্বিসারকে হত্যা করেছিলেন?
- অজাতশত্রু।
২৪। আলেকজান্ডার এবং পুরু সেনাবাহিনী কোন নদীর বিপরীত তীরে শিবির স্থাপন করেছিল?
- ঝিলাম।
২৫। কোন পণ্ডিত, অদম্য যজ্ঞবল্ক্যকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করেছিলেন?
- গার্গি।
২৬। নিচের কোন শাসক মগধের উত্থানের জন্য দায়ী?
- বিম্বিসার।
২৭। কলিঙ্গের চেদি রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
- রাজা খারাভেলা।
২৮। কোন রাজ্য যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করেছিল?
- মগধ।
২৯। মৌর্য রাজবংশের পরে কোন রাজবংশ 'মগধ' এর উপরে রাজত্ব করেছিল?
- শুঙ্গ।
৩০। নালন্দা মহাবিহার কোথায় অবস্থিত?
- বিহার।
৩১। নন্দ রাজবংশ কে প্রতিষ্ঠা করেন?
- মহাপদ্মনন্দ।
৩২। কলিঙ্গ যুদ্ধের বিবরণ অশোক কোন প্রত্নলিপিতে দিয়েছেন?
- ১৩ তম।
৩৩। অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন কোন সালে?
- ২৬১ খ্রীস্টপূর্বাব্দে।
৩৪। শ্রী নগর কে প্রতিষ্ঠিত করেছিলেন?
- অশোক।
৩৫। কোন বছর অশোক মারা যান?
- ২৩২ খ্রীস্টপূর্বাব্দ।
৩৬। মৌর্য রাজবংশের শেষ রাজা কে ছিলেন?
- বৃহদ্রথ।
৩৭। কে সাঁচি স্তূপ নির্মাণ করেছেন?
- অশোক।
৩৮। ভারত আক্রমণকারী প্রথম বিদেশি কে?
- দারিয়ুস প্রথম।
৩৯। মগধের প্রাচীনতম রাজধানী কোনটি?
- রাজগীর।
৪০। কে রাজগীর থেকে পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তর করেছিলেন?
- উদয়ন।
৪১। পাটলিপুত্র থেকে বৈশালিতে তাঁর রাজধানী কে স্থানান্তরিত করেছিলেন?
- শিশুনাগ।
৪২। কোন যুদ্ধে আলেকজান্ডার রাজা পুরুকে পরাজিত করেছিলেন?
- হিদাস্পাসের যুদ্ধ।
৪৩। প্রাচীন ভারতের বৃহত্তম কেন্দ্র কোনটি?
- কাউসম্বী।
৪৪। কোন রাজাকে "দ্বিতীয় পরশুরাম" উপাধি দেওয়া হয়?
- মহাপদ্মনন্দ।
৪৫। কোন রাজা নিজেকে ভারতের প্রথম রাজকীয় শাসক হিসাবে দাবি করেছিলেন?
- উদয়ন।
৪৬। আলেকজান্ডার কোন নদীর তীরে রাজা পুরুকে পরাজিত করেছিলেন?
- ঝিলাম।
৪৭। কোথায় আলেকজান্ডার মারা যান?
- ব্যাবিলন।
৪৮। গন্ধার বিদ্যালয়ের ভাস্কর্যগুলির মধ্যে কী প্রতিফলিত হয়?
- গ্রীক।
৪৯। কলিঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য শাসক কে ছিলেন?
- খারাভেলা।
৫০। শিশুনাগ রাজত্বের প্রভাবে কোন মহাজনপদ ধ্বংস হয়েছিল?
- অবন্তী।
৫১। বিম্বিসারের কোন মহাজনপদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল না?
- অঙ্গ।
৫২। সমস্ত মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শহর কোনটি?
- মগধ।
৫৩। যমুনার তীরে কোন মহাজনপদ অবস্থিত?
- বৎস।
৫৪। হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
- বিম্বিসার।
৫৫। খ্রিস্টপূর্ব ৩২৬ সালে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন নন্দ রাজবংশের রাজা কে ছিলেন?
- ধননন্দ।
৫৬। কোন প্রাচীন নাটকে চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা নন্দবংশ কে উৎখাত করার কথা বর্ণনা করা হয়?
- মুদ্রারাক্ষস।
৫৭। সেলুকাস কোন মৌর্য রাজার দরবারে তার রাষ্ট্রদূত হিসাবে মেগাস্থিনিসকে প্রেরণ করেছিলেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য।
৫৮। কোন শাসক প্রথম বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা করেন?
- অজাতশত্রু।
৫৯। কোন শাসক দ্বিতীয় বৌদ্ধ পরিষদের পৃষ্ঠপোষকতা করেন?
- কালাশোক।
৬০। প্রথম কোন ভারতীয় রাজা ভারতের ইতিহাসে পাথরে খোদাই করে নিজের রেকর্ড রেখেছিলেন?
- অশোক।
৬১। প্রথম কোন ভারতীয় রাজা তার শক্তি জোরদার করার জন্য বৈবাহিক জোট শুরু করেছিলেন?
- বিম্বিসার।
৬২। কোন প্রাচীন ভারতীয় রাজা, ইরানের রাজা দারিয়াস প্রথম এর মতো শিলালিপি জারি করেছিলেন?
- অশোক।
৬৩। বিম্বিসারের অন্য নাম কী ছিল?
- শ্রেনিকা।
৬৪। শিশুনাগ বংশের শেষ শাসক কে?
- নন্দীবর্ধন।
৬৯। কোন শাসককে ‘ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা’ বলে বর্ণনা করা হয়?
- মহাপদ্মনন্দ।
৭০। নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
- মহাপদ্মনন্দ।
৭১। মগধের কোন শাসক গঙ্গা নদীর তীরে পাটলিপুত্র (পাটনা) শহর প্রতিষ্ঠা করেছিলেন?
- অজাতশত্রু।
৭২। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের সময় কে মগধের রাজা ছিলেন?
- অজাতশত্রু।
৭৩। মগধের কোন রাজা মহাবীর এবং বুদ্ধ উভয়ের সমসাময়িক ছিলেন?
- অজাতশত্রু।
৭৪। পাটনার নিকটে প্রাচীন রাজগৃহ যা আধুনিক রাজগীর, কোন রাজার দ্বারা নির্মিত হয়েছিল?
- বিম্বিসার।
৭৫। কে অঙ্গকে, মগধের সাথে যুক্ত করেছিলেন?
- বিম্বিসার।
৭৬। গ্রীক গ্রন্থে, কাকে অমিত্রকোট হিসাবে উল্লেখ করা হয়েছে?
- বিম্বিসার।
৭৭। গোদাবরী নদীর তীরে কোন মহাজনপদ অবস্থিত ছিল?
- অশ্মক।
৭৮। উত্তর বিহারের প্রাচীন নাম কি ছিল?
- ভাজ্জি।
৭৯। বৎস মহাজনপদের রাজধানীর নাম কি?
- কোশাম্বী।
৮০। একমাত্র কোন ষোড়শ মহাজনপদটি দক্ষিন ভারতে ছিল?
- অস্মক।
৮১। জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল?
- বৎস।
৮২। তক্ষশীলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল?
- গান্ধার।
৮৩। উত্তরপথ ও দক্ষিণপথ এর সংযোগস্থলে কোন মহাজনপদ অবস্থিত?
- শূরসেন।
৮৪। প্রাচীন রাজ্য কোশলার রাজধানী কোথায় ছিল?
- শ্রাবন্তী।
৮৫। গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান?
- মল্ল।
৮৬। বিখ্যাত মথুরা শহরটি কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল?
- শূরসেন।
৮৭। মগধের কোন রাজা সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন?
- চন্দ্রগুপ্ত মৌর্য।
৮৮। আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন?
- আলেকজান্ডার ইউরোপ মহাদেশের গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন।
৮৯। মহাজন শব্দের অর্থ কী?
- বৃহৎ রাজ্য।
৯০। ষোড়শ মহাজনপদ কাকে বলা হত?
- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে সমগ্র ভারতে যে ১৬টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয় , তাদের ষোড়শ মহাজনপদ বলা হত।
৯১। ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম কী?
- বৃজি ও মল্ল।
৯২। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কতগুলি রাজ্য রাজতান্ত্রিক ছিল?
- ১৪ টি।
৯৩। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিণত হয়?
- মগধ।
৯৪। চম্পা কোন মহাজনপদের রাজধানী ছিল?
- অঙ্গ।
৯৫। কুরু মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
- ইন্দ্রপ্রস্থ।
৯৬। ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে কোন রাজ্যটি আটটি উপজাতি গোষ্ঠীর সমন্বয়ে তৈরী ছিল?
- বৃজি।
৯৭। বৎস রাজ উদয়নকে কেন্দ্র করে কোন সাহিত্য রচিত হয়েছে?
- ভাসের স্বপ্নবাসবদত্তা এবং হর্ষবর্ধনের রত্নাবলি ও প্রিয়দর্শীকা।
৯৮। ষোড়শ মহাজনপদের কোনটি রাষ্ট্রসংঘ নামে পরিচিত?
- বৃজি (৩৬টি গনরাজ্য মিলে বৃজি, অজাতশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল যদিও পরাজিত হয়, তাই বৃজিকে রাষ্ট্রসংঘ বলা হয়)।
৯৯। কোন জনপদটি তুলা শিল্পে বিখ্যাত ছিল?
- বৎস।
১০০। কোন জনপদটি দুটিভাগে ভাগ হয়ে যায়?
- অবন্তী (উত্তরাংশ - উজ্জয়িনী, দক্ষিনাংশ - মহিষ্মতী)।
Read More...
◾ ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলির তালিকা
◾ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ আদিবাসী বিদ্রোহ সম্পর্কিত ১৫০টি প্রশ্নোত্তর
◾ পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ও গভীরতম
Please do not enter any spam link in the comment box.