Ads Area

Jainism - Important History GK Questions and Answers on Jainism in Bengali: Bangla GK Diary

Jainism - Important History Questions and Answers

Jainism - Important History Questions and Answers
Jainism - Important History Questions and Answers

নমস্কার বন্ধুরা,
সমগ্র বিশ্বে খ্রিঃ পূর্ব ষষ্ঠ শতক ছিল ধর্মসংস্কারের সময়। এই সময় চিনে লাওৎসে ও কনফুসিয়াস, পারস্যে জরাথুষ্ট্র, গ্রিসে পারসেনিডেস ও এমপেডোকিলস প্রমুখের মতো বিশ্ববরেণ্য দার্শনিকরা তাঁদের দর্শন চিন্তার প্রকাশ ঘটান। এঁদেরই সমসাময়িক ছিলেন ভারতের দুই মহান চিন্তাবিদ ও সংস্কারক বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধ।

'বাংলা জিকে ডায়েরি' আজ আপনাদের জন্য 'জৈন ধর্ম - গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নোত্তর' নিয়ে এসেছে।

'জৈন ধর্ম' বা 'Jainism' হল একটি ভারতীয় ধর্ম। এই ধর্ম সকল জীবিত প্রাণীর প্রতি অহিংসার শিক্ষা দেয়। জৈন ধর্মাবলম্বীরা মনে করেন অহিংসা ও আত্ম-সংযম হল মোক্ষ এবং জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তিলাভের পন্থা।

এটি বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলির অন্যতম। জৈনরা তাঁদের ইতিহাসে চব্বিশজন তীর্থঙ্করের কথা উল্লেখ করেন। এঁদের শিক্ষাই জৈনধর্মের মূল ভিত্তি। প্রথম তীর্থঙ্করের নাম ঋষভ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর।

'জিন' নামক শব্দ থেকে জৈন কথাটির উৎপত্তি। 'জিন' কথাটির অর্থ হল 'বিজয়ী' অর্থাৎ 'রিপুজয়ী'। জৈন ধর্ম বলতে বোঝায় বিজয়ীদের ধর্ম।

ইতিহাসের অনেক সাধারণ জ্ঞানের প্রশ্ন 'জৈন ধর্ম' থেকে আসতে দেখা যায়। এই কথা মাথায় রেখে আপনাদের কাছে 'Jainism - Important History Questions and Answers' শেয়ার করা হল।



জৈন ধর্ম - গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নোত্তর


১। জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিল?

- ২৪ জন।


২। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?

- ঋষভনাথ।


৩। জৈন ধর্মের ২৩তম তিথঙ্কর কে ছিলেন?

- পার্শ্বনাথ।


৪। জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর কে ছিলেন?

- মহাবীর।


৫। মহাবীর কবে জন্মগ্রহণ করেন?

- ৫৪০ খ্রীস্টপূর্বাব্দ।


৬। জৈন তীর্থঙ্কর ঋষভনাথ'এর উল্লেখ কোথা থেকে পাওয়া যায়?

- বেদ ও গীতা।


৭। জৈন তীর্থঙ্করদের জীবনী কে কি বলা হয়?

- কল্প সূত্র।


৮। কল্প সূত্রের লেখক কে?

- ভদ্রবাহু।


৯। মহাবীরের জন্মস্থান কোথায়?

- বৈশালী।


১০। মহাবীরের বাবার নাম কী?

- সিদ্ধার্থ।


১১। মহাবীরের মা'এর নাম কী?

- ত্রিশলা।


১২। মহাবীরের স্ত্রী'র নাম কী?

- যশোদা।


১৩। মহাবীরের প্রথম অনুগামী কে ছিলেন?

- জামালি।


১৪। মহাবীরের সময়ে কে মগধের রাজা ছিলেন?

- বিম্বিসারা।


১৫। জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম কী?

- আগমা।


১৬। জৈন ধর্মের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

- পাটলিপুত্র।


১৭। জৈন ধর্মের প্রথম সম্মেলনটি ৩২২ খ্রীস্টপূর্বাব্দ থেকে শুরু হয়, তবে শেষ হতে কত সময় লাগে?

- ২৪ বছর।


১৮। জৈন ধর্মের ২'য় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

- বল্লভী।


১৯। মহাবীর কত বছর তাঁর ধ্যান করেছিলেন?

- ১২ বছর।


২০। কোন বছর জৈন ধর্মের দ্বিতীয় সম্মেলন শুরু হয়েছিল?

- ৫১২ খ্রীস্টাব্দ।


২১। মহাবীর দ্বারা কোন নীতি টি জৈন ধর্মে যুক্ত হয়েছিল?

- ব্রহ্মচর্য।


২২। কৈবল্য কোন ধর্মের সাথে জড়িত?

- জৈন ধর্ম।


২৩। 'গণধারা' কোন ধর্মের প্রেরিত?

- জৈন ধর্ম।


২৪। মহাবীর কার রাজত্বকালে মৃত্যুবরণ করেন?

- অজতাশত্রু।


২৫। জৈনদের পবিত্র গ্রন্থসমূহকে কি বলা হয়?

- আগমা সিদ্ধান্ত।


২৬। জৈন ধর্ম অনুসারে 'ত্রি রত্ন'এর অংশ গুলি কী কী?

- সঠিক বিশ্বাস, সঠিক আচরণ ও সঠিক জ্ঞান।


২৭। প্রাথমিক পর্যায়ে জৈনদের ধর্মীয় সাহিত্য কোন ভাষায় লেখা ছিল?

- অর্ধমগধী।


২৮। কে নিগন্ত নাটপুত্র নামে পরিচিত?

- মহাবীর।


২৯। নীচের মধ্যে কে গৌতম বুদ্ধের একাত্মক ছিলেন?

- বর্ধমান মহাবীর।


৩০। বৌদ্ধ এবং জৈন ধর্মে কোন মতবাদটি একই ছিল না?

- আত্মমর্যাদাবোধ।


৩১। ঋগবেদে কোন তীর্থঙ্কর উল্লিখিত আছে?

- ঋষভনাথ।


৩২। মহাবীরের জন্মস্থান কোথায়?

- কুন্দগ্রাম।


৩৩। মহাবীর কোন নদীর তীরে "কেভাল্যা" পেয়েছিলেন?

- রিজু পালিকা।


৩৪। কোন জৈন রচনায় ১৮ টি পাপের বর্ণনা দেওয়া হয়েছে?

- আবশ্যক সূত্র।


৩৫। জৈন সাহিত্যে কতগুলি অঙ্গ রয়েছে?

- ১২টি।


৩৬। কে প্রথম জৈন কাউন্সিলের সভাপতিত্ব করেন?

- স্থূলভদ্র।


৩৭। দ্বিতীয় জৈন কাউন্সিলের সভাপতিত্ব করেন কে?

- দেবর্দ্ধিগনি ক্ষমাশ্রমন।


৩৮। জৈন ধর্মে, কটি সম্প্রদায় রয়েছে?

- দুটি, দিগম্বর ও স্বেতম্বর।


৩৯। জৈনরা চতুর্থ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে মাইসুরে প্রবেশ করে। কে তাদের নেতৃত্ব দিয়েছিলেন?

- ভদ্রবাহু।


৪০। মহাবীর কন্যার নাম কী?

- প্রিয়দর্শন।


৪১। মহাবীরের মৃত্যুর স্থান কোথায়?

- পাবাপুরী।


৪২। মহাবীরের মৃত্যু হয় কত সালে?

- ৪৬৮ খ্রীস্টপূর্বাব্দে।


৪৩। মহাবীর কত বছর বয়সে মারা গিয়েছিলেন?

- ৭২ বছর।


৪৪। মহাবীরের ধর্মগুরু কে ছিলেন?

- গোশালা।


৪৫। প্রবন্ধ চিন্তামণি কে লিখেছিলেন?

- মেরুতুঙ্গা।






More Mock Test

Link

এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১ পর্ব - ১

Click Here

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad