Ads Area

April 2021 Current Affairs in Bengali

 April 2021 Current Affairs in Bengali

April 2021 Current Affairs in Bengali



নমস্কার বন্ধুরা,
'বাংলা জিকে ডায়েরি' আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 'April 2021 Current Affairs in Bengali'.

কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।

Bangla GK Diary এই Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।

Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, April Current Affairs, April 2021 Current Affairs এই ধরনের সার্চ কনটেন্টগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।



এপ্রিল ২০২১ সাম্প্রতিক ঘটনা



❒ কোন সালকে সম্প্রতি সর্বসম্মতভাবে 'ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস' হিসেবে ঘোষণা করল ভারত নেতৃস্বাধীন ১৯৩ সদস্যের 'রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন'-

- ২০২৩ সাল।

❒ কোন সংস্থা সম্প্রতি স্টারশিপ প্রোটোটাইপ রকেট 'SN10' এর পরীক্ষা চালালো-

- এলন মাস্কের মালিকানাধীন প্রাইভেট রকেট কোম্পানি 'স্পেসএক্স'।

❒ করোনা মোকাবিলায় সব বিমানবন্দর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কেমন ব্যবস্থা নিয়েছিল, সম্প্রতি সেই সংক্রান্ত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করল 'এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল'। কোন বিমানবন্দর স্বাস্থ্য সুরক্ষা বিভাগে এশিয়ার মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা পেল-

- কলকাতা বিমানবন্দর।

❒ কে সম্প্রতি প্রথম মন্ত্রী হিসাবে টেরিটোরিয়াল আর্মির ক্যাপ্টেন পদে মনোনীত হলেন-

- কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।

❒ বিহারের মুখ্য সচিব হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন-

- অরুণ কুমার সিং।

❒ কে সম্প্রতি মাত্র ৯ বছর বয়সে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ 'মাউন্ট কিলিমাঞ্জারো' জয় করে নজির গড়লেন-

- অন্ধ্রপ্রদেশের কিশোরী কাদাপালা ঋতভিকাশ্রী (এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসাবে এই কৃতিত্ব অর্জন করল সে)।

❒ 'প্রেস ইনফরমেশন ব্যুরো'র প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন-

- জয়দীপ ভাটনাগর।

❒ ভারতীয় নৌসেনায় পূর্ব কম্যান্ডার প্রধান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন -

-ভাইস এডমিরাল অজেন্দ্র বাহাদুর সিং।

❒ অস্ট্রেলিয়ায়, ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন- 

- মনপ্রীত বোহরা।

❒ ভারতের কোন রাজ্য সম্প্রতি দেশের মধ্যে প্রথম করোনামুক্ত হলো-

- অরুণাচল প্রদেশ।

❒ কোন ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি মাত্র ১৮ ঘন্টার মধ্যে ২৫.৫৪ কিলোমিটার পিচের রাস্তা তৈরি করে নজির গড়ল-

- 'ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া' (৫২ নং জাতীয় সড়কে বিজাপুর থেকে সোলাপুর পর্যন্ত ৪ লেনের ওই রাস্তার ১ টি লেনের সংস্কারের কাজটি করেছে এন.এইচ.এ.আই)।

❒ ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি 'স্বর্নিম ইন্টারন্যাশনাল শিবরাত্রি' মেলার উদ্বোধন করলেন-

- হিমাচল প্রদেশ।

❒ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'আই.বি.এম'এর সহযোগিতায় যুবকদের বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা চালু করল-

- গোয়া।

❒ ভারতের কোন রাজ্য সরকার ইন্দো তিব্বত চীন সীমান্ত অঞ্চলে ৩ টি মডেল গ্রাম তৈরির সিদ্ধান্ত নিয়েছে-

- অরুণাচল প্রদেশ।

❒ সম্প্রতি ভারতীয় বিমানবাহিনী কোন দেশকে ১৯৭১ সালের যুদ্ধের একটি হেলিকপ্টার উপহার দিয়েছে-

- বাংলাদেশ।


❒ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার কোনটি-

- জাপানের 'ফুগাকু'।

❒ কে সম্প্রতি খান আব্দুল গফফর খানের আত্মজীবনী ইংরেজীতে 'The Frontier Gandhi : My Life and Struggle' শিরোনামে অনুবাদ করলেন-

- পাকিস্তানি লেখক ইমতিয়াজ আহমেদ সাহিবজাদা।

❒ কোন বলিউড অভিনেত্রী সম্প্রতি 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম'এর 'ইয়ং গ্লোবাল লিডার' তালিকায় অন্তর্ভুক্ত হলেন-

-দিপীকা পাড়ুকোন।

❒ সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে 'DUSTLIK II' নামে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হল-

- উজবেকিস্তান।

❒ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ইঞ্জিনিয়ারিং রিসার্চ পলিসি লঞ্চ করল-

- কর্ণাটক।

❒ ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্প্রতি ৬৯,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করল-

- দিল্লি।

❒ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'স্বর্ণ জয়ন্তী নারী সম্মান যোজনা' শুরু করেছে-

- হিমাচল প্রদেশ।

❒ 'লুনার স্পেস স্টেশন' তৈরি করার জন্য চীন সম্প্রতি কোন দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে-

- রাশিয়া।

❒ কে সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে 'ব্যাটন অফ অনার' সম্মান পেলেন-

- পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী।

❒ 'প্যানেল অফ এক্সটার্নাল অডিটরস অফ দ্য ইউনাইটেড নেশনস'এর চেয়ারম্যান এখন কে-

- গিরিশচন্দ্র মুর্মু।

❒ ভারতের বৃহত্তম কিডনি ডায়ালিসিস হাসপাতাল কোথায় চালু করা হয়েছে-

- দিল্লি।

❒ ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া 'মৈত্রী' সেতুটি কোন নদীর উপর গড়ে উঠেছে-

- ফেনী নদী।

❒ কে ২০২০ সালের শিশু সাহিত্যে আকাদেমি পুরস্কার পাচ্ছেন-

- প্রচেত গুপ্ত (ছোটদের গল্প সংকলন 'গোপন বাক্স খুলতে নেই'এর জন্য)।

❒ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যে ২টি টেক্সটাইল পার্ক তৈরির কথা ঘোষণা করেছে-

- গুজরাট।

❒ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'অন্ত্যোদ্বয় পরিবার উত্থান যোজনা' চালু করল-

- হরিয়ানা।

❒ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন-

- তিরথ সিং রাওয়াত।

❒ 'চিফ স্ট্যাটিসশিয়ান অফ ইন্ডিয়া' (CSI) পদে সম্প্রতি কে মনোনীত হলেন-

- ড. জি.পি. সামন্ত।

❒ ভারতের প্রথম 'ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেক্স' সম্প্রতি কোন রাজ্যে চালু হল-

- তেলেঙ্গানা।

❒ প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসাবে, ২০২১ সালে কে মর্যাদাপূর্ণ 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস' (FIAF) পুরস্কারের জন্য মনোনীত হলেন-

- বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (বিশ্বের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে অসামান্য অবদানের জন্য, প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসাবে এই পুরস্কার পাচ্ছেন তিনি)।

❒ প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে কে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করলেন-

- মিতালি রাজ।

❒ পাতিয়ালার 'জাতীয় অ্যাথলেটিক্স'এ ২০০ মিটারে কে সোনার পদক পেলেন-

- হিমা দাস (২৩.২১ সেকেন্ড সময় নিয়ে)।

❒ ২০২১ সালে কে 'বিবিসি বর্ষসেরা ভারতীয় মহিলা ক্রীড়াবিদ' পুরস্কারের জন্য মনোনীত হলেন-

- দাবা খেলোয়াড় কোনেরু হাম্পি।

❒ স্পেনে অনুষ্ঠিত 'বোক্সাম আন্তর্জাতিক প্রতিযোগিতা'য় ৬৩ কেজি বিভাগে কে সম্প্রতি সোনার পদক পেলেন-

- ভারতের মণীশ কৌশিক (ডেনমার্কের নিকোলাই তের্তেরিয়ানকে হারিয়ে)।

❒ কে সম্প্রতি 'বিশ্ব বক্সিং কাউন্সিল' আয়োজিত যুব বিশ্ব সুপার ফেদারওয়েট খেতাব জিতলেন-

- ভারতের লালরিনসাঙ্গা তাউ।

❒ ইতালিতে অনুষ্ঠিত 'আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা'য় ম্যাটিও পেলিকোন রেঙ্কিং সিরিজ ইভেন্টে ৬৫ কেজি বিভাগে কে সোনার পদক পেলেন-

- ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া (মঙ্গোলিয়ার টুলগা টুমুর ওচিরকে হারিয়ে)।

❒ ২০২১ সালে কলকাতা প্রথম ডিভিশন হকি লিগে কোন দল চ্যাম্পিয়ান হল-

- পঞ্জাব স্পোর্টস (সিইএসসিকে ৩-২ ব্যবধানে হারিয়ে)।

❒ নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'আইএসএসএফ বিশ্বকাপ'এ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে কে সম্প্রতি ব্রোঞ্জ পদক পেলেন-

- ভারতীয় শুটার দিব্যাংশ সিং পানওয়ার।


More Important GK Link
1000+ Geography GK MCQ in Bengali Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad