23rd June 2021 - Daily Current Affairs in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১
23rd June 2021 Current Affairs in Bengali |
23rd June 2021 Current Affairs এর 10 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন Daily Current Affairs in Bengali সিরিজের এই পাঠে।
কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনও Banking, SSC, UPSC, Railways এবং যে কোনও সরকারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিভাগ। 2021-এ আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত সকল আগ্রহী ছাত্র-ছাত্রীদের অবশ্যই এই বিভাগটি ভালভাবে প্রস্তুত হতে হবে।
সাম্প্রতিক ঘটনাগুলি বাংলা জিকে ডায়েরি থেকে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে যেমন WBCS, SSC, PSC, BANK, SBI Clerk, SBI PO, IBPS PO Clerk, RBI, Railway-RRB, TET, Miscellaneous ইত্যাদি।
Bangla GK Diary থেকে Website এ দৈনিক এবং মাসিক ভিত্তিতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে তথ্যগুলি আপডেট করা হয় যেগুলি আপনারা প্রয়োজনমতো পাঠ করে নেবেন। পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করায় আমাদের মূল লক্ষ্য।
Current Affairs, Daily Current Affairs, Current Affairs in Bengali 2021, Daily Current Affairs in Bengali, 23rd June 2021 Current Affairs, June 2021 Current Affairs এই ধরনের সার্চ কনটেন্টগুলি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।
23rd June 2021 Current Affairs in Bengali::
1. 'mYoga' mobile app কে লঞ্চ করল?
➢ নরেন্দ্র মোদি
❒ সপ্তম তম আন্তর্জাতিক যোগ দিবস অর্থাৎ 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মোবাইল অ্যাপ টি লঞ্চ করল
❒ এই মোবাইল অ্যাপ টি the World Health Organisation (WHO), Ministry of Ayurveda, Yoga and Neuropathy, Unani Siddha এবং Homeopathy (Minister of AYUSH), সহযোগিতায় তৈরি করা হয়েছে
❒ The mYoga app is preloaded with many Yoga training videos and audios practis seasons, in different languages, that can be done in the comfort of our own homes.
2. কোন রাজ্য সরকার 'Mukhy Mantri Udyami Yojana' লঞ্চ করল?
➢ বিহার
❒ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই Mukhy Mantri Udyami Yojana এর আওতায় দুটি যোজনা চালু করেছেন Mukhya Mantri Yuva Udyami Yojana এবং Mukhya Mantri Mahila Udyami Yojana
❒ এই যোজনার আওতায় যুব ও নারী সম্প্রদায় 10 লক্ষ টাকা লোন পাবে তার মধ্যে 5 লক্ষ টাকা রাজ্য সরকার দেবে এবং বাকি 5 লক্ষ টাকা ঋণ হিসেবে দেবে যেটি ফেরত দিতে হবে 84 টি কিস্তিতে
❒ বিহারের রাজধানী পাটনা
❒ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
❒ বিহারের রাজ্যপাল ফাগু চৌহান
❒ বিহারের গ্রীন টাউন দুটি হল রাজগীর এবং বোধগয়া
3. কোন ভারতীয় আমেরিকান রসায়নবিদ European Inventor Award 2021 পেলেন?
➢ সুমিতা মিত্র
❒ ইনি এই পুরস্কারটি 'Non-European Patent Office Countries' বিভাগে পেয়েছেন
❒ She was the first to have successfully integrated nanotechnology into dental materials to produce stronger and more aesthetically pleasing feelings
❒ ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ উদ্ভাবন পুরস্কার ইউরোপীয় পেটেন্ট অফিস (EPO) দ্বারা প্রতিবছর ইউরোপ এবং তার বাইরেও অসামান্য উদ্ভাবকদের স্বীকৃতি হিসেবে পুরস্কারটি উপস্থাপন করা হয়
4. 'The 7 Sins of Being a Mother' এর লেখক কে?
➢ তাহিরা কাশ্যপ খুরানা
❒ ইনি একজন চলচ্চিত্র নির্মাতা ও লেখক
❒ এটা তার পঞ্চম তম বই
5. কোন টেলিকম কোম্পানি শব্দের দ্বারা মোবাইল ও ইলেকট্রিক্যাল ডিভাইস চার্জ হবে এমন টেকনোলজি তৈরি করল?
➢ Xiaomi
❒ Xiaomi recently unveiled its MI Air Charger technology that uses millimeter-wide waves to charge a device with a charging pad for wires
❒ Xiaomi সদর দপ্তর - বেজিং, চীন
❒ প্রতিষ্ঠা সাল 6 এপ্রিল 2010
❒ Co-founder & CEO - Lei Jun
6. কোন রাজ্য সরকার আশীর্বাদ স্কিম লঞ্চ করল?
➢ উড়িষ্যা
❒ উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কোভিড অনাথদের (অর্থাৎ যেসব শিশু তাদের বাবা-মাকে কোভিড আক্রান্তের ফলে হারিয়েছে) তাদের শিক্ষা, স্বাস্থ্য ও রক্ষণাবেক্ষণের জন্য নতুন প্রকল্প 'আশীর্বাদ' ঘোষণা করেছেন।
❒ এই যোজনার আওতায় করোনা আক্রান্তের ফলে কোনো শিশুর পিতা মাতার মৃত্যুর পরে যারা বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন তাদের পরিবারের একাউন্টে প্রতিমাসে 2500 টাকা জমা দেওয়া হবে। সহায়তা সন্তানের 18 বছর অবধি বা কেউ তাকে গ্রহণ করে এমন তারিখ অবধি অব্যাহত থাকবে।
❒ 2020 সালের 1 এপ্রিল বা তারপরে কোভিড-19 এ বাবা-মা বা পরিবারের প্রধান উপার্জন প্রাপ্ত ব্যক্তিকে হারিয়ে যাওয়া শিশুরা এই প্রকল্পের আওতায় আসার যোগ্য হবে।
❒ এছাড়া শিশুরা রাজ্য সরকারের Biju Swasthya Kalyan Yojona এর আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবে
7. 'Hemis Tsechu' নামে বিখ্যাত বাৎসরিক উৎসব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হল?
➢ লাদাখ
❒ লাদাখের লেফটেন্যান্ট গভর্নর - রাধাকৃষ্ণ মাথুর
❒ 31 অক্টোবর 2019 সালে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়
❒ লাদাখের রাজধানী লে ও কারগিল
8. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল 'Meditation and Yoga Science'এর ওপর ডিপ্লোমা কোর্স লঞ্চ করল?
➢ দিল্লি সরকার
❒ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
❒ রাজ্যপাল - অনিল বাইজাল
9. 'ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স 2021' কে জয় লাভ করলেন?
➢ ম্যাক্স ভার্সটাপেন
❒ ইনি বেলজিয়ামের রেসিং ড্রাইভার
❒ দ্বিতীয় হলেন লুইস হ্যামিলটন (ব্রিটিশ রেসিং ড্রাইভার)
❒ তৃতীয় স্থানে আছে সার্জিও পেরেজ (মেক্সিকোর রেসিং ড্রাইভার)
10. 'আন্তর্জাতিক অলিম্পিক দিবস' কবে পালিত হয়?
➢ 23 জুন
❒ 1894 সালের 23 জনুয়ারি প্যারিসের সরবোনে আধুনিক অলিম্পিক শুরু হয়। এই দিনটিকে স্মরণ করে প্রতিবছর আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হয়। জনগণকে খেলাধুলার বিষয়ে আরও সচেতন করে তুলতে এই দিবস উপলক্ষে প্রচার চালানো হয়। 1948 সালের 23 জুন ন্যাশনাল অলিম্পিক কমিটি প্রথম এ দিনটি উদযাপন করে।
More Current Affairs |
Link |
---|---|
22nd June 2021 Current Affairs |
Please do not enter any spam link in the comment box.